পোস্টগুলি

কৃষ্ণচূড়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রকৃতি- কৃষ্ণচূড়ার প্রেয়সী রাধাচূড়া - দেব দাস ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation   প্রকৃতি- কৃষ্ণচূড়ার প্রেয়সী রাধাচূড়া । প্রকৃতি- কৃষ্ণচূড়ার প্রেয়সী রাধাচূড়া-দেব দাস ।  মনে কর আমি নেই , বসন্ত এসে গেছে – কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে — কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে যায় ঠিকই তবে এর মাঝেই প্রকৃতিতে আসে নতুন প্রেমের সময় । কৃষ্ণচূড়া তাঁর প্রেয়সী রাধাচুড়ার জন্য সাজে নতুন সাজ । কৃষ্ণচূড়া সকলেই চেনেন । হয়তবা রাধাচুড়ার নামে ভ্রূ কুচকে ফেললেন কি? ভাবছেন- কোনটি সেই ফুল ? রাধাচূড়া ! ছোট আকৃতির (১৪-১৫ ফুট) গাছে অবিকল কৃষ্ণচূড়ার মতো পাতা ও লাল-হলুদ রঙের মিশ্রণের যে ফুলগুলো দেখা যায় সেটাই রাধাচূড়া। বলতে পারেন কৃষ্ণচূড়ার প্রেয়সী সে! আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ থেকে কে কবে এদেশে এই প্রেয়সী কে এনেছিলেন তা জানা নেই । এ গাছটি বাগান, রাস্তার ধারসহ বিভিন্ন জায়গায় শোভাবর্ধনের জন্য লাগানো হয়ে থাকে। জানা যায় আমাদের উপমহাদেশে রাধাচূড়ার আগমন আজ থেকে প্রায় ৪০০ বছর আগে। মহাভারতে কিন্তু রাধা-কৃষ্ণের প্রসঙ্গ প্রায় দুই হাজার বছরের পুরনো। শ্রীমতী রাধা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন; তা মানবিক বা ঐশ্বরিক যে অর্থেই হোক না কেন। এই ভালোবাসায় রাধার আকাঙ্ক্ষার তীব্রতা