পোস্টগুলি

‘প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় ৪৫ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৫ – লন্ঠনের আলোয় লেখাপড়া!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  --  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৫ – লন্ঠনের আলোয় লেখাপড়া!! # আকরাম উদ্দিন আহমেদ।  লন্ঠনের আলোয় লেখাপড়া!! বতর্মান প্রজন্মের কাছে লন্ঠনের বা হারিকেনের আলোয় লেখাপড়া করা কল্পনাতীত। তবে আমরা পড়েছি, সেই শৈশব থেকে কৈশোর পযর্ন্ত। লন্ঠনে নামকরা হরদো গ্লাস ফ‍্যাক্টরীর চিমনি ব‍্যবহার করতাম। সময়টা ১৯৬৮ সাল, তৎকালীন আমাদের মহকুমা শহরে প্রথম বিজলী বাতির আগমন ঘটে। তবে তার আগ পযর্ন্ত আমাদের লন্ঠনের আলোয় পড়াশোনা করতে হয়েছে। লন্ঠনের পরিস্কার আলো পেতে সন্ধ্যার আগেই সেটির চিমনি কাপড় দিয়ে ভালো করে পরিস্কার করে কেরোসিন তেল ভরে নিতে হতো। এখনো মনে পরে কাটা ঘুরিয়ে বাতির আলো কমাতে গিয়ে কতবারই না বাতির ফিতা নীচে ফেলে দিয়েছি। তারপর কেরোসিন তেলে আঙ্গুল চুবিয়ে সেই ফিতা আন্দাজ করে কতই না খোঁজাখুঁজি। আর বিছানার কাছাকাছি পড়ার টেবিল থাকায় মাঝ রাতের বেলায় পড়াশোনা করতে গিয়ে ঘরের ভেতরে বিছানায় কেউ শুয়ে থাকলে তার দিকে লন্ঠনের গায়ে একটা বই হেলান দিয়ে আলোটাকে আড়াল করে দেয়া হতো যাতে তার ঘুমের কোন অসুবিধে না হয়। আবার কেউ শরীরের কোন অংশে ব‍্যথা পেলে কিংবা বড়দের কোমর ব‍্যথায়, ব‍্যথার যায়গায় মাল