পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

'প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩০ ' – আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম !! # আকরাম উদ্দিন আহমেদ।।

ছবি
  ## A hellojanata.comPresentation.  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩০ - আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!! # আকরাম উদ্দিন আহমেদ। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!! কেউ বৃদ্ধাশ্রম পরিদর্শন করলে বুঝতে পারবেন যে, নিঃসঙ্গতাও মানুষের ঠিকানা হতে পারে। মানুষ কি আদতে এমন নির্জনতা চায় মনে মনে? আসলে মানুষ নিঃসঙ্গতা ছাড়া আর কীই–বা পায় জীবনে? প্রত্যেকটি মানুষ সে তার নিজের মধ্যে ভীষণ একলা। আর এসব  একলা মানুষেরও কোনো ঠিকানা আছে পৃথিবীতে, ভাবতেই অবাক লাগে। www.  hellojanata.com প্রকৃতির আজব খেয়ালে মানুষ জন্মানোর পর থেকে ধীরে ধীরে বড় হতে থাকে। পড়ালেখা শেষ করে সে স্বাবলম্বী হয়। তারপর বিয়ে করে সংসার। এর মাঝে বাবা-মায়েরও বয়স কিন্তু বাড়তে থাকে, কমতে থাকে শরীরের শক্তি, অবলম্বন হয়ে পড়ে সন্তানেরা। সংসারের হাল ধরে সকলের দায়িত্ব নেয় বাড়ির ছেলে। কিন্তু কীসের খেয়ালে অতীতের সব স্মৃতি বিলুপ্ত হতে থাকে ছেলের মাথা থেকে! চিন্তায় তখন নতুন আত্মীয় স্বজন, নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যত। ঘরের মাঝে জায়গা পায় অবলা পশুপাখিও। কিন্তু মস্ত ফ্ল্যাটে জায়গার কমতি পড়ে মা বাবার জন্য। এক সময়ের অবলম্বন মা-বাবা, সময়ের খেয়ালে বোঝা হয়ে পড়ে সন্তানের কাছে। অবশে

‘জীবন থেকে নেয়া-#দুঃসাহসী_প্রফেশন - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
  ##  A hellojanata.com Presentation . ‘জীবন থেকে নেয়া-# দুঃসাহসী-প্রফেশন --    - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন-----   বনলতা বোস মোনা ।। বাংলাদেশে নারীদের অবস্থার মান সত্যি খুব শোচনীয় , ঢাকা সহ বিভাগীয় শহরে গুটিকয়েক নারী কর্মজীবী হলেও সমগ্র দেশে নারীদের সামাজিক এবং পারিবারিক অবস্থা এখোনো উন্নত হয়নি ।  নারী এখোনো প্রফেশন বলতে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক এবং ডাক্তারি বোঝে । ভালো আর্কিটেকট , ভালো গিটার বাদক , ভালো পুলিশ অফিসার , আর্মি , বিজ্ঞানী , সাঁতারু , এথলেটিকসে নারী নেই বললেই চলে  , অবাক করার মতো ব্যাপারটা । অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে কিরন বেদী ১৯৭২ সন থেকেই টপ লেভেলের পুলিশ অফিসার । আমি দীর্ঘদিন ভারতে ছিলাম , বন্ধুদের দেখতাম মেয়ে বাচ্চাদের সাঁতার , ক্যরাটে , ফুটবল , ব্যাডমিন্টন সহ ছেলেদের তালে তাল মিলিয়ে কোচিং করাচ্ছে । আমি জানি না দেশের কন্যা সন্তানরা এসব সুবিধা গুলো ভোগ করছে কিনা । স্পোর্টস এর মধ্যে ইনভলভ থাকলে পেশি শক্তি বাড়ে , আর সেটা নারীদের জন্য খুব দরকারি।  www.  hellojanata.com আমি ঢাকায় যখন চাকরি করতাম তখন মেয়েরা computer programming এর জবে একদম ছিল না । ক্লাইন্ট মিটি

"কোভিড- ১৯ এর ঔষুধ মলনুপিরাভির বা মনুভির "। "অন্ধের দেশে চশমা বিক্রি" হচ্ছে --মুসা কামাল।।

ছবি
   ## A hellojanata.com Presentation .   কোভিড ১৯ এর ওষুধ মলনুপিরাভির বা মনুভির ।। " অন্ধের দেশে চশমা বিক্রি হচ্ছে '-- মুসা কামাল ।  একটা ঔষধের নাম " মনুভির"। কোভিড ১৯ এর অব্যর্থ ওষুধ হিসাবে খুবই কার্যকর বলে পড়েছি বা জেনেছি।ঔষুধ টির নাম জানার পর থেকেই অনলাইনে এ বিষয়ে জেনে আশাবাদী হয়েছি।ঔষুধ টির ইংরাজীতে নাম টি হল --Molnupiravir। যখন এক বা দেড় বৎসর আগে এই ওষুধ টি প্রথম বের হয় তখন আমাদের মতো অনেকেই আশাবাদি হয়েছিলেন এই ভেবে যে,যাক তাহলে কোভিডের বিপরিতে মুখে খাবার মতো একটা ওষুধ তো পাওয়া গেল! হতাশা বাদী রা এই ভেবে আরো হতাশ হলেন যে , 'মলনুপিরাভির' তো কেবল আমেরিকায় তৈরী হচ্ছে, আমাদের দেশে আসতে না জানি কত বৎসর সময় লাগবে!এরি মাঝে দেশে গুঞ্জন শোনা গেল, এদেশেই নাকি ' মলনুপিরাভির' তৈরী করা যাবে। আবার কেউ কেউ বললেন ( ঔষুধ উৎপাদন কারী এ দেশীয় রথী মহারথী) -- দেশে তৈরী হলেও ঔষুধ টি যাতে সহজ লভ্য হয় বা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে সে ব্যবস্থা করবো। আজ সেই কথা মালা বা ওয়াদা "অন্ধের দেশে চশমা বিক্রয়" বলেই মনে হল আমার। ঔষুধ টির দাম এক প্যাকেট ৫০০ টাক

'প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৯ ' – পুতুল নাচ আমাদের ঐতিহ্য !! !! # আকরাম উদ্দিন আহমেদ।।

ছবি
   ## A hellojanata.comPresentation.  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৯ - পুতুল নাচ আমাদের ঐতিহ্য !! # আকরাম উদ্দিন আহমেদ। পুতুল নাচ আমাদের ঐতিহ্য !! শিশুরা খেলনা পুতুল নিয়ে খেলতে খেলতেই শুরু হয় তাদের শেখার সময়। শিশু মনে পুতুল বেশ প্রভাব বিস্তার করে। শিশুরা পুতুল খেলতে গিয়ে পুতুলের বিয়ে পযর্ন্ত দিয়ে থাকে। এই শিশুরাই এক সময় মেলায় এই পুতুলের নাচ দেখে বেশ পুলকিত হয়। ছোটবেলায় আমরা মেলায় অনেক পুতুল নাচ দেখেছি। একটা ছোট রঙ্গিন মঞ্চে  যেখানে পুতুলনাচের কারিগর মঞ্চের পেছন থেকে সুতা কিংবা হাতে পুতুলগুলোর নড়াচড়া নিয়ন্ত্রণ করে কণ্ঠে  হারমনিয়াম তবলায় গানের সুরে সুরে গল্প কাহিনী বলে যেতো এবং আমাদের নিয়ে যেত পৌরাণিক কোন কল্প কাহিনীর রাজ‍্যে। তখন আমরা সেই রাজ‍্যে কখনো নিজেকে রাজপুত্র অথবা রাজা ভাবতে শুরু করতাম। এভাবেই আমাদের শিশু মনে পুতুলের একটা প্রভাব পরতো। এই পুতুল নাচ দেখে আমরা বিমোহিত হয়ে যেতাম। www.  hellojanata.com গ্রাম বাংলায় বছরের বিশেষ সময়ে উৎসব আয়োজনে দেখা মিলত পুতুল নাচের। পৌরাণিক কাহিনী, সামাজিক সচেতনতার মতো বিষয়গুলোতে বিনোদনের মাধ্যমে শিক্ষা দিত পুতুল নাচ। ঐতিহ্যবাহী এ ধারাটি এখন বিলুপ্ত প্রায়।

‘জীবন থেকে নেয়া-# তুমি - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
 ##  A hellojanata.com Presentation . ‘জীবন থেকে নেয়া-#তুমি - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন-----   বনলতা বোস মোনা ।। #তুমি   আমাদের সবার কল্পনায় এক #তুমি বাস করে । সেই তোমাকে ঘিরে হাজারো স্বপ্ন দেখতাম এক সময় । কত কল্পনার জ্বাল বুনতাম অবচেতন মনে ।   টিন এজ বয়সে ভাবতাম যে জীবন সঙ্গী হবে সেই হবে কল্পনার তুমি । কিন্তু রিয়ালিটি !!!!! www.  hellojanata.com আমি জানি না আমরা কজন আসলে এই #তুমি এর দেখা পাই ??? আদৌ কি সেই পারফেক্ট  " তুমি  " জীবনে আসে !!! এই জীবনে অনেকেই  প্রেমে ব্যর্থ তো অনেকেই সাকসেসফুল। যারা কল্পনার " তুমি " কে পান নি তাদের বলছি আমরা যারা প্রেম করে বিয়ে করেছি তারাও কিন্তু সেই পারফেক্ট " তুমি " কে পাইনি  মাঝে মাঝে মনে হয় সেই কল্পনার " তুমি " এর সাথে যদি একবার দেখা হতো !!!!! কিন্তু সে স্বপ্ন পূরণ হবার নয় , মানুষের কল্পনা হয়তো কল্পনাই থেকে যাবে আজীবন।  কবিগুরুর ভাষায়,  কবে আর হবে থাকিতে জীবন , আঁখিতে আঁখিতে মোদের মিলন‌!!!!! www.  hellojanata.com আজকাল মাঝে মাঝে নিজের মধ্যে ডুব দিতে ভালো লাগে , ভালো লাগে এই এই কল্পনার "  তুমি &qu

'প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৮ ' –ঘুড়ি ও নাটাই!! # আকরাম উদ্দিন আহমেদ।।

ছবি
   ## A hellojanata.comPresentation.  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৭ - !! ঘুড়ি ও নাটাই!! # আকরাম উদ্দিন আহমেদ। ঘুড়ি ও নাটাই!! ঘুড়ি ওড়ানো খেলা কেউ খেলেননি একথা বলার লোক হয়তো পাওয়া যাবেনা। আমাদের দেশের সকল শিশু কিশোর, ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতার ঘুড়ি ওড়ানোর প্রতি একটা দূর্বলতা রয়েই গেছে। ঘুড়ি এক প্রকারের হাল্কা খেলনা, যা সুতা টেনে আকাশে ওড়ানো হয়। পাতলা কাগজের সাথে চিকন কঞ্চি লাগিয়ে সাধারণত ঘুড়ি তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের এবং বিভিন্ন উপাদান ও নকশার রংবেরঙের কাগজের ঘুড়ি রয়েছে। বিশ্বজুড়েই ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। এছাড়াও বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশে ঘুড়ি ওড়ানো একটি বিনোদনমূলক খেলা। বাংলাদেশে, বিশেষ করে পুরনো ঢাকায় পৌষ মাসের শেষ দিন, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে সাকরাইন উৎসবে ঘুড়ি ওড়ানোর উৎসব পালন করা হয়।  ১৪ জানুয়ারি হল আন্তর্জাতিক ঘুড়ি দিবস।  ভারতের পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পূজার দিন ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে। ঘুড়ির কথা মনে হলে বিশেষ করে শৈশবের কথা মনে পড়ে যায়। লম্

Sakrain Festival:সাকরাইন উৎসব আবার ফিরে এল -মুসা কামাল ।।

ছবি
   ## A hellojanata.com Presentation .  Sakrain Festival: প্রতি বৎসরের মতোই আবার ফিরে এলো সাকরাইন উৎসব । পৌষ মাসের শেষ দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে মেতে উঠেন পুরানো ঢাকার বাসিন্দা মানুষেরা। ১৪ জানুয়ারি পালিত হয় এই উৎসব । তবে শাঁখারী বাজারের সনাতন পরিবারগুলো ১৫ জানুয়ারি এই উৎসব পালন করে থাকে। আতশ বাজি এবং ফানুশ আর পটকা ছাড়াও রয়েছে বেলুন উড়াবার বিষয় । আকাশ জুড়ে দেখা যায় বেলুন আর বেলুন । ঘরে ঘরে আসে আপ্যায়নের সময় ।  প্রতি বৎসর এই সাকরাইন উৎসবের কারনেই থার্টি ফাস্ট নাইটের চেয়ে কম করেও হলে ১০ গুন বেশি আতশবাজি এবং ফানুশ উড়ানো হয়ে থাকে । https://hellojanata350.blogspot.com/ যারা এই ব্যবসার সাথে জড়িত তাঁরা বলেন শুধু পুরানো ঢাকা তেই ৩০ হাজার বাসা বাড়ি আছে , প্রতি বৎসর কম করে হলেও প্রতিটি বাড়িতে ১০ হাজার টাকার বাজেট থাকে তাদের । আর এর ফলে হিসাব করা যায় , এই উৎসবে প্রায় ৩০ কোটি টাকার আতশ বাজি বা ফানুশ উড়ে আকাশে । এদিকে গত থার্টি ফাস্ট এর রাতে অনেক ফানুশ উড়েছিল আকাশে । আর সেই ফানুশ উড়ানো নিয়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে ঢাকা শহরে । এ কারনে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে । এ কারনে অনেকেই ফানুশ উড়ানো