‘জীবন থেকে নেয়া-#দুঃসাহসী_প্রফেশন - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

  ## A hellojanata.com Presentation .







‘জীবন থেকে নেয়া-# দুঃসাহসী-প্রফেশন --  
- ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন-----  

বনলতা বোস মোনা ।।


বাংলাদেশে নারীদের অবস্থার মান সত্যি খুব শোচনীয় , ঢাকা সহ বিভাগীয় শহরে গুটিকয়েক নারী কর্মজীবী হলেও সমগ্র দেশে নারীদের সামাজিক এবং পারিবারিক অবস্থা এখোনো উন্নত হয়নি । 

নারী এখোনো প্রফেশন বলতে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক এবং ডাক্তারি বোঝে । ভালো আর্কিটেকট , ভালো গিটার বাদক , ভালো পুলিশ অফিসার , আর্মি , বিজ্ঞানী , সাঁতারু , এথলেটিকসে নারী নেই বললেই চলে  , অবাক করার মতো ব্যাপারটা । অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে কিরন বেদী ১৯৭২ সন থেকেই টপ লেভেলের পুলিশ অফিসার । আমি দীর্ঘদিন ভারতে ছিলাম , বন্ধুদের দেখতাম মেয়ে বাচ্চাদের সাঁতার , ক্যরাটে , ফুটবল , ব্যাডমিন্টন সহ ছেলেদের তালে তাল মিলিয়ে কোচিং করাচ্ছে । আমি জানি না দেশের কন্যা সন্তানরা এসব সুবিধা গুলো ভোগ করছে কিনা । স্পোর্টস এর মধ্যে ইনভলভ থাকলে পেশি শক্তি বাড়ে , আর সেটা নারীদের জন্য খুব দরকারি। 

আমি ঢাকায় যখন চাকরি করতাম তখন মেয়েরা computer programming এর জবে একদম ছিল না । ক্লাইন্ট মিটিং সহ বিভিন্ন জায়গায় যেতে হতো একা একা , বেশ মজার ব্যাপার ছিল । আমি অফিসে যেতাম মিরপুর থেকে সেগুনবাগিচা বাসে করে ২০০১ সনের দিকে । কন্ডাকটর আমার নামার সময় হলে বাস ড্রাইভার কে বলতে , " আস্তে থামান , লেডিস নামবে " 
কথাটা শুনলেই কেমন জানি অসহায় লাগতো , আমাকে আর অন্য যাত্রীর মতো ট্রিট না করে অবলা টাইপের কিছু ভাবছে । 

নারীদের অবস্থা যে কত অসহায় দেশে ,  মা - খালারা  একা একা ঢাকা বরিশাল যাতায়াত করতে পারেন না , ঘরের কোন পুরুষ মানুষ আনা নেয়া করেন । বাপের বাড়িতে মেয়েরা নাকি একা একা যায় না , কেউ দিয়ে যাবে আর নিয়ে যাবে । অথচ এই আমেরিকায় প্রতিটা মেয়েরা স্কুল গন্ডী পাড় হবার আগেই ড্রাইভিং টা শিখে নায় । সব ধরনের স্বাধীনতা মেয়েদের আছে , আর উন্নত বিশ্বের উন্নয়নয়ের মূল চাবিকাঠি হলো এটাই । কারণ দেশের অর্ধেক জনসংখ্যা যদি গৃহবন্দি থাকে , সেই দেশ অর্থনৈতিক সক্ষমতা সহ সব কিছুতেই পিছিয়ে পড়বে । 

আমাদের কন্যা সন্তানদের একটু স্মার্ট বানাই , বানাই কনফিডেন্ট । জীবনের সব জায়গা তেই ওরা যেন নিপুণতার সাথে পদচারণা করতে পারে , কারণ একজন কনফিডেন্ট মহিলা তার জীবনের সব সমস্যা গুলো বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে পারবে ।

মেয়েদের উপযুক্ত বানাই জীবনযুদ্ধে জয়ী হবার জন্য , পরনির্ভরশীল নারী ভীতু হবেই । 

Let's raise our girl child to be educated and confident woman ...এই প্রত্যাশা এই মুহূর্তে ----- 



বনলতা বোস মোনা ।।

লেখক ।।
ক্যালিফোর্নিয়া , ইউ এস এ ।।
হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
লেখকের সকল লেখাই আমাদের ব্লগে প্রচারিত ।।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata.com ..
www. hellojanata.com
https://hellojanata350.blogspot.com/

হ্যালো জনতা ডট কম ।।
www. hellojanata.com –

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।

https://hellojanata350.blogspot

www. hellojanata.com



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।