পোস্টগুলি

রেনেসাঁ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মোনালিসা-লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসা । পার্ট ওয়ান ।একটি এমকে সংগ্রহ ও লিখনি ।

ছবি
  ##  A hellojanata.com  Presentation  মোনালিসা-লিওনার্দো দ্যা ভিঞ্চির  মোনালিসা । পার্ট ওয়ান ।একটি এমকে সংগ্রহ ও লিখনি । ‘রেনেসাঁ’ যুগের কথা ।কথাটি আসলে রেনেসাঁ নয় হবে ‘ রেনেসাস'(Renaissance)। রেনেসাঁ কথাটির অর্থ হল ‘পুনজাগরন বা নবজাগরন বা পুনর্জন্ম ‘ । সারা ইউরোপ জুড়ে মানব জাতির উন্মেষের এই নবধারা ‘রেনেসাঁ’ বা ‘নবজাগরন ‘ শুরু হয়েছিল চৌদ্দ শতক আর পনেরো শতক নিয়ে, বলতে হয় আসলে রেনেসাঁর শুরু হয়েছিল বারো শতকের পরে থেকেই । এ সময়কালে ইউরোপে শিল্প , সাহিত্য,দর্শন,শিক্ষা দীক্ষা,বিজ্ঞান,চিত্র,স্থাপত্য আর লিখনি সহ বহুবিধ বিষয়ে এক ত্রিমাত্রিক ধারার সুচনা হয় । স্বল্প পরিসরে রেনেসা বা এই বৃহৎ বিষয়ে বর্ণনা এক কথায় অসম্ভব তাই লেখাটিকে ভাগে বিভক্ত করা হয়েছে । এই ‘রেনেসাঁ’ সময় ইতালি,ফ্রান্স, স্পেন,ইংল্যান্ড এবং সংলগ্ন এলাকায় কর্মে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন ম্যাকিয়াভিলি,সেক্সপিয়ার,কলম্বাস, শেলি, কিটস,মাইকেল এঞ্জেলো,রাফায়েল , গ্যালিলিও,লিওনার্দো দ্যা ভিঞ্চি প্রমুখরা । আমরা এখানে প্রথমেই লিওনার্দো দ্যা ভিঞ্চির একটি চিত্রকর্ম নিয়ে তথ্য ( সংগ্রহীত অবশ্যই )প্রদান করবো যদিও দ্যা ভিঞ্চি এবং তাঁর চিত্রকর্ম