পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‘প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৩ – বিলুপ্ত প্রায় লাঠি খেলা # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation বিলুপ্ত প্রায় লাঠি খেলা!! # আকরাম উদ্দিন আহমেদ। বিলুপ্ত প্রায় লাঠি খেলা!! লাঠি খেলা একটি ঐতিহ্যবাহী বাঙালি মার্শাল আর্ট–লাঠি খেলা মূলত এক ধরনের আত্মরক্ষামূলক লড়াই–যা ভারত ও বাংলাদেশে অনুশীলন করা হয়। ‘লাঠি খেলা’ অনুশীলনকারীকে ‘লাঠিয়াল’ বলা হয়। এছাড়াও, লাঠি চালনায় দক্ষ কিংবা লাঠি দ্বারা মারামারি করতে পটু কিংবা লাঠি চালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে, তারা লেঠেল বা লাঠিয়াল নামে পরিচিতি পান। লাঠি খেলার লাঠি দিয়ে আত্মরক্ষা শিক্ষা দেয়া হয়। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করত। চরাঞ্চলে জমি দখলের জন্য মানুষ এখনও লাঠি দিয়ে তার ক্ষমতা প্রদর্শন করে থাকে। মহররম ও পূজাসহ বিভিন্ন ধর্মানুষ্ঠানে এই খেলাটি তাদের পরাক্রম ও সাহস প্রদর্শনের জন্য খেলা হয়ে থাকে। এই খেলার জন্য ব্যবহৃত লাঠি সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা এবং প্রায়ই তৈলাক্ত হয়। অত্যাশ্চর্য কৌশলের সঙ্গে প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করে। শুধুমাত্র বলিষ্ঠ যুবকেরাই এই খেলায় অংশ নিতে পারে। কিন্তু বর্তমানে শিশু থেকে শুরু করে

Ekush:’একুশের_অহংকার’- ইউএস থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation Ekush:’একুশের_অহংকার’- ইউএস থেকে লিখেছেন বনলতা বোস মোনা । #একুশের_অহংকার — বনলতা বোস মোনা ।। আজ একুশে ফেব্রুয়ারি , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । এই দিবসটি অর্জনের জন্য চরম ত্যাগ করতে হয়েছে বাঙালির । এক ঝাঁক তরুণ প্রাণের বিনিময়ে , তাদের তাজা রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করে গিয়েছেন । তাদের এ বলিদান এর ফলশ্রুতিতে আজ আমাদের প্রাণের ভাষা বাংলা । এই দিনটি এলেই এক দৌড়ে চলে যাই সেই ছেলেবেলায় । এক ঝাঁক প্রফেসর এর মাঝে আমার বেড়ে ওঠা , বাড়িওয়ালা বরিশাল কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় মোহাম্মদ হোসেন আলী , আর তার ১০ টি বাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির চরম উদহারণ স্বরূপ হিন্দু প্রফেসর ভাড়াটিয়া । কাজেই বাংলা সংস্কৃতির চর্চা , বাংলার ইতিহাস সঠিক ভাবে আমাদের জানাটা খুব স্বাভাবিক । ওই মহল্লায় ছিল মুক্ত বিহঙ্গ খেলাঘর আসর , বিকেল হলেই এক ঝাঁক শিশু কিশোরের কলরবে মুখরিত থাকতো ওই খেলাঘর । খেলাঘরে সব ধরণের পাঠ পেতাম । শরীর চর্চার জন্য পিটি , কাগজ দিয়ে বানানো ক্রাফট , নাট্য চর্চা , নাচ – গান – খেলাধুলা সহ যত শিক্ষা একটা শিশুর মনুষ্যত্ব বিকাশের জন্য দরকার তা সব

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩২ – হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
  ##  A hellojanata.com  Presentation প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩২ –  হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ!!  # আকরাম উদ্দিন আহমেদ। ---------------------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------------------------------------------------- প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩২ – হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ!! # আকরাম উদ্দিন আহমেদ। হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ!! একসময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নদী কেন্দ্রিক আর বাহন ছিল নৌকা। গ্রাম বাংলায় নৌ-শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন শিল্পকেন্দ্র। নৌকা বাইচ সমন্ধে গ্রাম বাংলার সাধারণ মানুষের মাঝে জনশ্রুতি আছে। ইট-পাথরে গড়া আধুনিক সভ্যতার ভিড়ে গ্রাম-বাংলা থেকে ‘নৌকা বাইচের’ মতো ঐতিহ্যকে মানুষ ভুলতে বসেছে। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে প্রায় প্রতি বছরই আয়োজন করা হতো নৌকা বাইচ প্রতিযোগিতার। ছোটবেলায় আমদের রিভার ভিউ হাইস্কুলের পাশেই ধরলা নদীতে আমরা দেখেছি নৌকা বাইচ

ভ্যালেন্টাইনস ডে কি এবং কিভাবে উৎপত্তি হয় এই দিনের-রবি ডাকুয়া।

ছবি
  ##  A hellojanata.com  Presentation ভ্যালেন্টাইনস ডে কি এবং কিভাবে উৎপত্তি হয় এই দিনের-রবি ডাকুয়া। ভ্যালেন্টাইনস ডে কি এবং কিভাবে উৎপত্তি হয় এই দিনের —- ম.ম.রবি ডাকুয়াঃ “বিশ্ব ভালোবাসা দিবস” বা “ভ্যালেন্টাইনস ডে”। বিশ্বের মানুষ এ দিবসটিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করে আসছে যুগ যুগ ধরে। একজন ভালোবাসা প্রেমী ও সচেতন মানুষ হিসাবে ”ভ্যালেন্টাইনস ডে” কি? এর পেছনের লুকানো ইতিহাস আসলে কি? এবং এ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ । আর তাহলেই আমরা দিবসটিকে যথাযথ মূল্যায়ন করতে পারবো। ভ্যালেন্টাইনস ডে যেভাবে আসলঃ রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস-এর আমলের ধর্মযাজক সেন্ট ভ্যালেনটাইন ছিলেন শিশুপ্রেমিক, সামাজিক ও সদালাপী এবং খৃষ্টধর্ম প্রচারক। আর রোম সম্রাট ছিলেন বিভিন্ন দেব-দেবীর পূজায় বিশ্বাসী। ঐ সম্রাটের পক্ষ থেকে তাকে দেব-দেবীর পূজা করতে বলা হলে ভ্যালেন্টাইন তা অস্বীকার করায় তাকে কারারুদ্ধ করা হয়। সম্রাটের বারবার খৃষ্টধর্ম ত্যাগের আজ্ঞা প্রত্যাখ্যান করলে ২৭০ খৃস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের দায়ে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।  ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সে

Captain Rudro way-হ্যালো ভ্যালেনটাইন- রেহমান রুদ্র।

ছবি
 ##  A hellojanata.com  Presentation   Captain Rudro way-হ্যালো ভ্যালেনটাইন- রেহমান রুদ্র। দিল্লীতে এসেছি দিন দুয়েক আগে। সচরাচর এখানে আসা হয়না। প্রফেশনের তাগিদে বেশিরভাগ সময় ইউরোপ, ইউ এস এ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা কিংবা ফারইস্টের দেশগুলোতে যাতায়াতটা বেশি। বিকেলে বেরিয়েছিলাম কিছু কাপড়-চোপড় কিনতে। আজ তেরই ফেব্রুয়ারি। আগামিকাল “ভ্যালেটাইন-ডে”। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল কেনার উৎসব দেখলাম কিছুক্ষন। মেইন মার্কেটের ভেতরে ঢুকে পড়লাম। প্ল্যান ছিল দু জোড়া থ্রি-পিস কেনার। সম্ভব হলনা, পাঁচ জোড়া পছন্দ হল। সব চুড়িদার। কালার চয়েসের মারপ্যাঁচে কনফিউজড হয়ে দোকানিকে বললাম, প্লীজ একটু হোল্ড কর, এক্ষুনি আসছি। নো প্রব্লেম, দোকানি রাজী।সাঁ করে ঢুকলাম ফোন বুথে আর সরাসরি রিং ক্যানাডার টরন্টোতে। সময়ের তারতম্যে প্রিয়তমের গলা আধো ঘুম আধো জাগরণে। জিজ্ঞেস করলাম কোন শেড গুলো নেব। মেরুন, লাল, কলাপাতা সবুজ, নীল। সবকটাই সুন্দর। ও বোঝে পাগলামিটা। প্রশ্ন করল এখন কোথায়। বললাম, চাঁদনী চক। তবে ঢাকার নয়, দিল্লীতে। লাল ওর প্রিয় রঙ, তারপরও জিজ্ঞেস করা। ভালোবাসার মধ্যে স্পাইস জুড়ে দেয়া। হতে পারে হাজারো মাইল দূর থেক

ফাগুনঃ ফাগুন মানেই প্রেম।ফাগুন মানেই ভালবাসা।আবার ফাগুন মানেই দ্রোহ - মোঃ বুলবুল ইসলাম।

ছবি
 ##  A hellojanata.com  Presentation   ফাগুনঃ ফাগুন মানেই প্রেম।ফাগুন মানেই ভালবাসা।আবার ফাগুন মানেই দ্রোহ । ফাগুন মানেই প্রেম এর প্রতীক- নতুন করে শুরু তোমার ছোঁয়ায় শ্রান্তি মেলে, হৃদকম্প দুরুদুরু প্রেমের নামে নতুন করে হাতটা ধরো আবার তুমি যে হও প্রানের সখা, কোথায় বলো যাবার। এলো ফাগুন । জাগলো মনের মাঝে হিল্লোল । কবি তাই লিখেছেন ফাগুন মানেই প্রেমের প্রতীক ।বাঙালি মননে আর হৃদয়ে তাই লাগে ফাগুনের পরশের দখিনা বাতাস । হলুদ শাড়ি আর ফুলে ফুলে চারিদিক ছেয়ে যায় । বলা হয়ে থাকে বসন্তের সঙ্গে ফাগুনের রঙ্গে এ এক বাঙালীর উৎসব । নিজেকে রাঙ্গিয়ে তুলতে এই সময়ের জুড়ি মেলা ভার । ঋতুরাজ বসন্তের শুরু আজ পহেলা ফাল্গুন থেকে । আবার এসেছে বসন্ত, আবার এসেছে পহেলা ফাল্গুন ,সাথে এসেছে ভালোবাসার দিন। দরজায় একসঙ্গে কড়া নেড়েছে বাঙালির জোড়া উৎসব। আজকে সেই রসায়নে তাইতো চারিদিকে হলুদ-লাল শাড়ি,পাঞ্জাবী আর ফুলের ছড়াছড়ি । দৃশ্যমান বাঙ্গালীর প্রানের উৎসব । আজ তাই প্রেমিক প্রেমিকা আর বন্ধু বান্ধব সবার মনে প্রানের হিল্লোল । সকলেই সকলকে জানায় প্রান ভরা শুভেচ্ছা । ফাল্গুন মাস এলো কি না,তা চারিদিকে প্রকৃতির রাজ্যে তাকালেই বুঝতে প

‘জীবন থেকে নেয়া- " জীবন থেকে নেয়া " - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
  ##  A hellojanata.com  Presentation   "  জীবন থেকে নেয়া " #২০২১>২২   -  # ২০২১ > ২২ । বনলতা বোস মোনা ।  #জীবন_থেকে_নেয়া ।  বনলতা বোস মোনা ।  আমি শিক্ষকের মেয়ে , তিন ভাইবোন আর দাদা - দাদী সহ মধ্যবিত্ত পরিবারে মানুষ । আমাদের চাহিদা ছিল সীমিত , আর চাহিদা পূরনের রসদ ও সীমিত । বাড়িতে যা রান্না হয়েছে তা কোন অনুযোগ ছাড়া চুপচাপ খেয়ে নিয়েছি , there I learn to value the food.  স্কুল ড্রেসটা একটু ঢিলা ঢালা আর লম্বা বানানো হতো যাতে দু বছর অনায়াসে পড়া যায় , there I learn to adjust  www.  hellojanata.com কেক বা চকলেটের টুকরো ভাগাভাগি করে তিন ভাইবোন খেতাম , there I learn to share the things with others .  সপ্তাহে একদিন ১ টাকা করে পেতাম টিফিন পিরিয়ডে , there I learn to value the money.  স্কুল /কলেজের শিক্ষক বা বড় কোন মুরুব্বির সাথে দেখা হলে নমস্কার/সালাম দিতাম আর পা ছুঁয়ে প্রনাম করতাম , there I learn to respect elders. বছরে ১ বার পূজা /ঈদে ভালো জামা কাপড় পরতাম আর অধীর আগ্রহে অপেক্ষা করতাম ওই জামাটার‌ জন্য, আমার বেশ মনে আছে জামাটা লুকিয়ে রাখতাম কেউ যেন দেখে না ফেলে , the