পোস্টগুলি

মোঃ মনসুরুল আজম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Padma Bridge: পদ্মা সেতু- মোঃ মনসুরুল আজম ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  - # তাহাঁদের উচ্ছাস । # # ফিচার গ্রুপ পোস্ট –# আজকের লেখা লিখেছেন মোঃ মনসুরুল আজম । পদ্মা সেতু!! বাংলাদেশের এযাবৎকালে সবচেয়ে বড় প্রকল্প হল পদ্মা সেতু। এটি শুধু একটি সেতুই নয় এটি ছিল সারা বিশ্বের কাছে বাঙালি জাতির একটি চ্যালেঞ্জ। অবশেষে শত্রুর মুখে ছাই দিয়ে স্বপ্নের অবকাঠামো আমাদের পদ্মা সেতু চালু হতে যাচ্ছে। পদ্মা সেতু আমাদের আবেগ, অহংকার এবং আমাদের গৌরবের একটি অধ্যায়। পদ্মা সেতু আমাদের এমন একটি মাইলফলক যা কিনা আমাদের অর্থনৈতিক মুক্তির এক উজ্জ্বল নক্ষত্র। সারা বাংলাদেশের মানুষ দুচোখ ভরে এখন দেখছে আমাদের আত্মশক্তির প্রতীক এই পদ্মা সেতু কে। সারা বিশ্বজুড়ে যদি করো না সংকট দেখা না দিত তাহলে আরও আগেই আমরা পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করতে পারতাম। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নানান রাজনৈতিক, কারিগরি ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। একটি স্বাধীন দেশের জনগণের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে নিজস্ব অর্থায়নে এত বড় মেগা প্রকল্প সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি। এটি বাংলাদেশের মানুষের জন্য বিরল একটি পাওয়া। সকল বাধা-বিপত্তি এবং