পোস্টগুলি

সাকরাইন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Sakrain Festival:সাকরাইন উৎসব আবার ফিরে এল -মুসা কামাল ।।

ছবি
   ## A hellojanata.com Presentation .  Sakrain Festival: প্রতি বৎসরের মতোই আবার ফিরে এলো সাকরাইন উৎসব । পৌষ মাসের শেষ দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে মেতে উঠেন পুরানো ঢাকার বাসিন্দা মানুষেরা। ১৪ জানুয়ারি পালিত হয় এই উৎসব । তবে শাঁখারী বাজারের সনাতন পরিবারগুলো ১৫ জানুয়ারি এই উৎসব পালন করে থাকে। আতশ বাজি এবং ফানুশ আর পটকা ছাড়াও রয়েছে বেলুন উড়াবার বিষয় । আকাশ জুড়ে দেখা যায় বেলুন আর বেলুন । ঘরে ঘরে আসে আপ্যায়নের সময় ।  প্রতি বৎসর এই সাকরাইন উৎসবের কারনেই থার্টি ফাস্ট নাইটের চেয়ে কম করেও হলে ১০ গুন বেশি আতশবাজি এবং ফানুশ উড়ানো হয়ে থাকে । https://hellojanata350.blogspot.com/ যারা এই ব্যবসার সাথে জড়িত তাঁরা বলেন শুধু পুরানো ঢাকা তেই ৩০ হাজার বাসা বাড়ি আছে , প্রতি বৎসর কম করে হলেও প্রতিটি বাড়িতে ১০ হাজার টাকার বাজেট থাকে তাদের । আর এর ফলে হিসাব করা যায় , এই উৎসবে প্রায় ৩০ কোটি টাকার আতশ বাজি বা ফানুশ উড়ে আকাশে । এদিকে গত থার্টি ফাস্ট এর রাতে অনেক ফানুশ উড়েছিল আকাশে । আর সেই ফানুশ উড়ানো নিয়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে ঢাকা শহরে । এ কারনে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে । এ কারনে অনেকেই ফানুশ উড়ানো