পোস্টগুলি

বাংলাদেশী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘নেভার মাইন্ড, নেভার মাইন্ড – ২’-‘প্রবাসের কথামালা’–মুসা কামাল ।।

ছবি
  ‘নেভার মাইন্ড, নেভার মাইন্ড – ২’- ‘প্রবাসের কথামালা’– মুসা কামাল ।।  গতকালের প্রকাশের পরে — ভাগ্য অন্বেষণে আসা এই সকল প্রবাসী ব্যক্তিদের কিছুই ভাবার নেই । ভাড়ায় গেলে যাবেন,না গেলে যাবেন না এমনি নির্লিপ্ত এক ভাব। এখানে বলে রাখি যে সময়ের কথা আমি বলছি সেই সময় অনেক আগের তাও প্রায় বিশ/পঁচিশ বৎসর তো হবেই । তখন ও দিকটায় বেশ পরিমান বাংলাদেশী চলে গেছেন বা যাচ্ছেন আবার এখন হয়তবা অনেক পরিবর্তিত।সারা দুনিয়ায় আমুল পরিবর্তন হয়েছে ।আর নিউইয়র্কের তো হয়েছেই ।স্বাভাবিক ! < a href="http;//www.hellojanata.com/abc"rel="ugc nofflow">   সেই সময়ে আমেরিকায় ঢুকতে গেলে ভিসা নিতে হবে-এমন নিয়ম কিন্তু চালু হয়ে গেছে । যতদূর মনে পরে ৮০’র দশকের মাঝামাঝি বা শেষের দিকে একে একে সবগুলো দেশেই আমাদের জন্য ভিসা নিতে হবে এমন নতুন নিয়ম সামনে এনে দাড়ায় । সবগুলো বলতে আমি আমেরিকা, জাপান,জার্মানি,ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড , ইউরোপিয়ান অনেক গুলো দেশ, কানাডা – এ সমস্ত দেশের কথা বলছি । অনেকেই খুবই অবাক হবেন জেনে যে,৮০’র দশকের প্রথম ভাগ পর্যন্ত আমাদের মানে বাংলাদেশিদের ওই সমস্ত দেশে যেতে ভিসা লাগতই না ।  আর