পোস্টগুলি

বাঘ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Sundorban:এক ভয়ংকর বাঘে মানুষে লড়াইয়ের গল্প-সুন্দরবনের সত্য গল্প - তৌহিদুস সালাম।।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  --  Sundorban:এক ভয়ংকর বাঘে মানুষে লড়াইয়ের গল্প-সুন্দরবনের সত্য গল্প । তৌহিদুস সালাম । # লেখাটি সংগ্রহ । লেখককে শুভেচ্ছা । Collected . এক ভয়ংকর বাঘে মানুষে লড়াইয়ের গল্প # —————————————————– বৃষ্টি ভেজা রাতে গরম চায়ের সঙ্গে রোমহর্ষক গল্প পড়তে পড়তে হারিয়ে যেতে পারেন গহীন সুন্দরবনের কোনও সরু খালে । অথবা মাছ ধরায় রত এই দুই ভায়ের সঙ্গে। কিন্তু যারাই এ বনে প্রবেশ করেন তাঁরা সকলেই প্রায়শই বিপদ গ্রস্ত ! কেননা জানেন তো ? সুন্দরবনে বাঘ(রয়েল বেঙ্গল টাইগার)বাস করে । এদিকটায় প্রচলিত একটি বাক্য আছে- ” সুন্দরবনে আপনি বাঘের দেখা না পেলেও ‘বাঘ’ কিন্তু আপনাকে দেখছে এখানে প্রবেশের পর থেকেই “। ভীতিকর এক বাক্য । তাছাড়া খেয়াল করে দেখবেন যে কোন ছবিতেই বাঘ চোখ কটমট করে দৃষ্টি হীন ভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে- এটিও এক বিস্ময় ! নিমাই ও কানাই মন্ডল। মায়ের পেটের দুই ভাই। সুন্দরবনের উপর নির্ভর করেই তাদের জীবন অতিবাহিত হয়। বাড়ি পাথরঘাটা উপজেলার বড় টেংরা গ্রামে। ওদের বাড়ি থেকে সুন্দরবন অনেকটা দূরে। তাই একবার গেলে বেশ কিছুদিন জঙ্গলে থাকতে হয়। আর বাড়ির পাশেই