পোস্টগুলি

ডিসেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‘বৈমানিকের পাণ্ডুলিপি-৩৫-উড়ন্ত বিমানে চিকিৎসা। বাঙালী বৈমানিক রেহমান রুদ্র।

ছবি
 ## A hellojanata.com Presenttaion . ‘বৈমানিকের পাণ্ডুলিপি-৩৫- উড়ন্ত বিমানে চিকিৎসা।  ।বাঙালী বৈমানিক রেহমান রুদ্র। উড়ন্ত বিমানে চিকিৎসা।            রেহমান রুদ্র।       অতীতের আকাশ ভ্রমনের সাথে বর্তমান ভ্রমনের রূপ বদলে গেছে। মাঝেমধ্যে এয়ারক্রাফটের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়া স্বাভাবিক বিষয়। উড্ডয়নে সক্ষম না হলে এভিএশনের ভাষায় এসব যান্ত্রিক সমস্যার টাইটেল দেয়া হয়। এটাকে বলে “নো-গো”। এ বিষয়টা তদারকি করার জন্য বেশ বড়সড় এক ম্যানুএল রয়েছে। ঠিক তেমনিভাবে পার্ক করে রাখা বিমানের দরোজা খোলা অবস্থায় যাত্রীরা আসন গ্রহন করে দরজা বন্ধ হবার পরে উড্ডয়নের আগমুহুরত পর্যন্ত কোন যাত্রী অসুস্থ হয়ে পড়লে আবারো পারকিং স্থানে ফিরে আসতে হয় তাঁর চিকিৎসার জন্য। এটাও “নো- গো”। একবার আকাশে উঠে যাবার পরে যদি কেউ অসুস্থ হয়, সেটার জন্য রয়েছে অন্য নিয়ম। বিষয়টা শুনতে সিম্পল মনে হলেও এর রেজাল্ট এয়ারলাইনের জন্য অগুনিত সমস্যার সৃষ্টি করে।       www.  hellojanata.com এই যেমন, যাত্রীদের পরবর্তী ফ্লাইট কানেকশন যদি মিস হয় তবে এয়ারলাইনকে তার খেসারৎ দিতে হয়। যাত্রীর অসুস্থতার কারনে উড়ন্ত অবস্থায় যদি ডাইভারসন নিয়ে পথিমধ্যে অন্য এ

Cricket: বিপিএল আয়োজন কি সার্থক ?- লিখেছেন রাফিউল ইসলাম ।।

ছবি
  ## A hellojanata.com Presentation.  Cricket: বিপিএল আয়োজন কি সার্থক ? রাফিউল ইসলাম ।।  সকল জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হলো এবারের বিপিএলের খেলোয়ারদের ড্রাফট৷ আগামী ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বসতে যাচ্ছে বিসিবি'র বিপিএলের ৮ম আসর। এই বছর আমাদের জাতীয় দল আন্তর্জাতিক খেলা নিয়ে বেশ ব্যস্ত থাকবে। তাই এর ফাঁকে সময় করে বিপিএল আয়োজন করা হচ্ছে এমন একটা সময়ে যখন অন্যান্য দেশের আন্তর্জাতিক খেলা চলার কারণে দুর্ভাগ্যবশত অনেক বিদেশি তারকা খেলোয়াড়রা আসতে পারবেন না। তবুও মঈন আলি, সুনীল নারিনে, ক্রিস গেইল দের মত বাঘা বাঘা খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে এই আসরের দল গুলো। www.  hellojanata.com   গত কয়েকটা সিরিজ ধরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর দেশের ক্রিকেটমহলে চলছে নানান আলোচনা ও সমালোচনা। বিশেষ করে টি-টোয়েন্টিতে পাইপলাইন তৈরি করতে না পারার জন্য বিসিবির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এই অভিযোগের পাল্টা জবাব দেওয়ার জন্য সবথেকে মোক্ষম সুযোগ এই বিপিএল এ দেশীয় প্লেয়ারদের ভালো করাটা খুব ই জরুরি৷ তবে এমনিতেও বিপিএল যে কারণে আয়োজন করা হয়,

Sundorbon:বড়দিনের রাতে দক্ষিন রায়ের গর্জন ।।

ছবি
##  A hellojanata.com Presentation.  বড়দিনের রাতে দক্ষিন রায়ের গর্জন ।। পৃথিবীর সবচেয়ে বড় ম্যান গ্রোভ ফরেস্ট সুন্দরবন । বাংলাদেশ থেকে ভারতের পশ্চিম বঙ্গের বিস্তৃত এলাকা জুড়েই এই বনের অবস্থান। ভারতের পশ্চিম বঙ্গের কুলতলি এলাকাটিও সুন্দরবন সংলগ্ন । এখানেই ঘুরে বেড়াচ্ছেন দক্ষিন রায় । আর তা নিয়েই ঘুম নেই এলাকা বাসীর সেই সাথে হন্যে হয়ে রাতের ঘুমহারাম হয়েছে বন বিভাগের । দক্ষিন রায় বলে কথিত এই প্রাণীটি কে ধরতে ফাঁদ পেতেছিল ভারতীয় বন বিভাগ । জাল ছেঁড়ার বেশ প্রমাণও পেয়েছে বন বিভাগ ।পেয়েছে পায়ের ছাপ ।বন বিভাগ তাই ঘুম পাড়ানিয়া বন্দুক হাতে তৎপর । অনেক বুদ্ধিমান প্রাণী এই দক্ষিন রায় । সাধারনত নিজের এলাকায় রাজত্ব করে থাকেন । আর সে এলাকায় কাউকেই ঢুকতে দিতে নারাজ তিনি । তার এলাকায় কেউ ঢুকেছে তো বিপদ নিশ্চিত !  https://hellojanata.com/ সুন্দরবনের দুই রাজা । একজন ‘বনবিবি’। এপার ওপার বলে কোন কথা নেই । পুরো সুন্দরবনেই রাজত্ব তাঁর । দীর্ঘ সময় ধরেই বৎসরের পর বৎসর , কালের পরে কাল ‘বনবিবির’ পায়ে সিন্নি,মানত আর পুজো করেই বনের ভেতরে যান কাঠুরে,মধু আর গোলপাতা সংগ্রহকারক রা। বনবিবি তাদের রক্ষা করবেন – এমন বিশ্বাস

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৫ - পকেট ঘড়ি আর দেখা যায়না # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
  ## A hellojanata.com Presentation . প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৫ - পকেট ঘড়ি আর দেখা যায়না!! # আকরাম উদ্দিন আহমেদ। পকেট ঘড়ি আর দেখা যায়না! সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তথাপি সৃষ্টির আদি থেকেই মানুষ যে সময়ের সঙ্গে বন্ধুত্ব করেই এগিয়ে নিয়েছে তার সভ্যতা আর ইতিহাস এ কথা নিঃসন্দেহে বলা যায়। আর সময়ের হাত ধরে মানুষের এই এগিয়ে যাওয়ার সঙ্গী হতেই যুগে যুগে নানা বির্বতনের মধ্য দিয়ে এগিয়েছে সময় দেখার যন্ত্র ঘড়ি। www.  hellojanata.com   প্রাচীনকালে কটা বাজে তা বলার উপায় ছিল না। কারন সে সময় ঘড়ি আবিষ্কার হয়নি। সময় দেখার বিষয়টা নির্ভর করতো সূর্যের অবস্থানের ওপর। সূর্যের অবস্থান দেখেই মানুষ ধারণা লাভ করতো সময় সম্পর্কে। সূর্য মাথার ওপর থাকলে হতো দুপুর আর মাটির কাছাকাছি থাকলে হতো সকাল বা বিকেল। সময়ের এ হিসেব চলেছে বহুকাল ধরে। ঘড়ির ব্যবহার সর্বপ্রথম শুরু হয় সূর্যঘড়ির মাধ্যমে। কবে সর্বপ্রথম এই সূর্যঘড়ি আবিষ্কার হয়েছিল তা জানা যায়নি। তবে সবচেয়ে প্রাচীন যে সূর্যঘড়ি পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব ১৫০ অব্দে মিশরে নির্মিত।  সূর্যঘড়ির সমস্যা ছিল, এটি দেখে  কেবল দিনের সময় বলা যেতো। সূর্য না উঠলে তাও বলা যেতো ন

সব পেয়েছির দেশে’- ৪০ - বাল্টিমোর থেকে আবদুল হাকিম। ।

ছবি
  ## A hellojanata.com Presentation.  ‘সব পেয়েছির দেশে’- ৪০  - আবদুল হাকিম।। Hellojanata.com সব পেয়েছির দেশে  ৪০ নির্বাচনি প্রচারনা তুঙ্গে । তবে নেই কোন হট্টগোল । মারামারি । ধাওয়া-পাল্টা ধাওয়া । দৈনন্দিন জিবনে নেই কোন ছন্দপতন । যে যার মতো কাজ করে যাচ্ছে । মাঝে মাঝে দু’একটা কথাবার্তা, এই যা - ।  তবে এবারের নির্বাচন আমেরিকানদের জন্য একটু বিশেষ তাৎপর্যপুর্ন সন্দেহ নেই । বারাক ওবামা যদি জিতেই যায়, তবে তিনিই হবেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট । মেরিল্যান্ড কৃষ্ণাঙ্গ সঙখ্যাগরিষ্ঠ এলাকা, তাই স্বভাবতই এখানে উচ্ছ্বাসটা একটু বেশিই । এখেত্রে টেলিভিসনের ভুমিকা সবচেয়ে গুরুত্বপুর্ন । এখানে কৃষ্ণাঙ্গ স্বেতাঙ্গই সুধু নয়, এশিয়ান, হিস্পেনিক, ল্যাটিনো, এমনকি নারি ভোটার পুরুষ ভোটারের পরিসঙখ্যান নিয়ে চুলচেরা হিসাব নিকাস চলছেই । একটা জিনিস আমি বুঝিনা, ভোটাভুটিতে পক্ষ বিপক্ষ থাকবেই । পছন্দ অপছন্দ থাকবেই । তাইবলে টেলিভিসনে, তথা সরকারিভাবে এই বৈষম্যকে প্রাধান্য দিয়ে বিভাজনকে ধরে রাখার অপচেষ্টা আমেরিকার মতো একটি উন্নত ও গনতান্ত্রিক দেশে কিভাবে সম্ভব  ? - যাকগে । আমি আদার ব্যাপারি -    কাল কাজ থেকে ফিরেছি

Jesus: শুভেচ্ছা-আজ শুভ বড়দিন- হ্যালো জনতা ডট কম।।

ছবি
  ## A hellojanata.com Presentation . শুভেচ্ছা-আজ শুভ বড়দিন- হ্যালো জনতা ডট কম।। ' MERRY CHRIST MASS ' --- আর এই কথাটির অর্থ হচ্ছে - 'নবীর জন্য সমবেত জনতার জয় হোক ।।    ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্ম দিন উপলক্ষে এই উৎসব পালিত হয় । আদিযুগের খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ,এই তারিখের ঠিক নয় মাস পূর্বে যিশু মা মেরির গর্ভে প্রবেশ করেন।আর তাই বলা হয় , এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।(* উইকিপিডিয়া) ।। শুভেচ্ছা , শুভ বড়দিন ।।  www.  hellojanata.com   খ্রীষ্টীয় র্ধমমতে ঐশ্বরিক ইচ্ছা এবং উদ্দেশ্য মূলত অরাজকতা,অন্ধকার,কুসংস্কার থেকে পৃথিবীকে রক্ষা করতে যিশুর জন্ম হয় । চতুর্থ শতাব্দী থেকে খ্রীষ্টান চিত্রশিল্পদের কাছে যিশুর জন্মদৃশ্য একটা গুরুত্বর্পূন বিষয়। তের শতকের পর থেকে, যিশুর জন্ম দৃশ্যটি যিশুর নম্রতার ওপর জোর দিয়েছে এবং তার আরও আবেগপ্রবণ চিত্র তুলে ধরেছে, যা ছিল যিশুর প্রথম দিককার ”প্রভূ বা মনিব “ ভাবর্মূতির সর্ম্পূন বিপরীত মূলত এর মধ্যে খ্রিস্টান যাজক মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছিল। খ্রিস্টীয় লিটার্জিকাল বছরে যিশুর জন্মতত্ব একটি প্রধান ভূ

'ঈশ্বর মহান পুত্রের জন্মদিন ' -- ম.ম.রবি ডাকুয়া

ছবি
## A hellojanata.com Presentation .  ‘ঈশ্বর মহান পুত্রের জন্মদিন ‘ — ম.ম.রবি ডাকুয়া ।।   লক্ষ-কোটি, অযুত-নিযুত সবকটি মানুষের পাপ নিখুত, কিংবা পাপের খেতাব সব কাঁধে নিয়ে, তোমাদের পাপ পরিত্রানে ধুয়ে, সে বেদন পাপের বেতন ব্যথার যন্ত্রনা ছুঁয়ে। ভ্রোমাণ্ডের অধিশ্বর পুত্রকে পাঠালেন ঈশ্বর, সমস্ত সুখ মায়া ত্যাগি, হতে তোমাদের পাপের ভাগি। www.  hellojanata.com তোমরা তো পারনা তার একটুকু ব্যাথা নিতে অনুসূচে, তোমাদের সব ব্যথা যে সয়ে নিয়েছে বিধে সহানুভুতির ক্রুশে। কি ব্যথা নিল এভাবে বিধে, তোমাদের ব্যথার সহানুভুতি সয়ে হৃদে। তারে ভুলে মিছে মায়ায় ঘুরে পিছে, নেই কোন অনুশোচনা আজ তোমাদের, লোভে সংসার-সম্পদ, সরাব-মদের। আজ নেই কি কোন ঋণ? এই ঈশ্বর পুত্রের জন্মদিন, হয়ে এসেছে শুভ বড় দিন। www.  hellojanata.com এই সেই যীশু খ্রীষ্ট, পেয়েছো গুনে বলে, তারে মাতা মেরির কোলে। সবার পাপের বোঝা নিতে যে সৃষ্ট। কি দিয়ে মেটাবে বল ভাবনাতিত সেই ঋণ? হৃদয়ে  রেখে তোমাদের কাছে আজ সে হয়েছে অচিন। এসেছিল যে পরিত্রান দাতা, তোমাদের মাঝে পাঠালেন ভাগ্য বিধাতা। এলো বুঝি তাই শুভ বড়দিন, ঈশ্বর মহান পুত্রের জন্মদিন, তোমাদের ভাবনায় আপন সুখ সব যা

’জীবন থেকে নেয়া’-#অপরাগতা-ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

ছবি
  ## A hellojanata.com Presentation .  'জীবন থেকে নেয়া’- #অপরাগতা-  বনলতা বোস মোনা ।। আজকাল অনেক কেই অনেক কিছু ঠিক ভাবে বোঝাতে পারিনা । খারাপ তখন লাগে যখন মানুষটি কাছের মানুষ হয়ে। www.  hellojanata.com   আমি ব্যাক্তিগত ভাবে আমার মতামতটা কারো উপর চাপিয়ে দেই না , শুধু বিনয়ের সাথে সামনে রাখার চেষ্টা করি , কিন্তু সে যদি আমার এ্যাঙ্গেলটা বুঝতে না পারে তখন আমি হাল ছেড়ে দিয়ে চুপটি মেরে যাই । তার যুক্তি তর্কের পাল্টা জবাব দেই না , দিতে ইচ্ছে হয়না… কারন আমি জানি যে কথায় কথা বাড়ে । তাছাড়া , ইংরেজির 9 and 6 জীবনের একটা বড় লেসন দেয় । তোমার দিক থেকে 9 আর উল্টো দিক থেকে 6 , মানে হলো যে যার অবস্থান থেকে ঠিক দেখছি , পার্থক্য শুধু দুজন দুজনের অপোজিটে দাঁড়িয়ে । এইতো গত কিছু সপ্তাহ আগে এক চাইনিজ সুহৃদ বন্ধু ফোন করে কেমন কি আছি জিগ্গেস করলো । আমি ওকে উইকেন্ডে দেখা করতে বললাম । আমার সাথে দেখা করতে চাইলো না , বললো আমায় , ” তোদের দেশে অনেক করোনা , তোদের সাথে ওঠাবসা করা ঠিক হবে না ” সারা বিশ্ব জানে যে করোনা কাদের দেয়া গিফট  আজ ওরাই আমাদের সাথে মিশতে অপারগ । আমি কিছু বলতে গিয়েও থেমে গিয়েছি