পোস্টগুলি

কাঁসা পিতলে আভিজাত্য লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৪ – কাঁসা-পিতলে আভিজাত্য!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation   প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৪ –  কাঁসা-পিতলে আভিজাত্য!!  # আকরাম উদ্দিন আহমেদ। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৪ – কাঁসা-পিতলে আভিজাত্য!! # আকরাম উদ্দিন আহমেদ। কাঁসা-পিতলে আভিজাত্য!! বাঙালির গৃহস্থালী ও সংস্কৃতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে কাঁসা-পিতলের বাসনপত্র। চাহিদা ও কাঁচা মালের অভাবে এই শিল্প এখন ধ্বংসের দ্বার প্রান্তে। শহরে তো বটেই, গ্রামগঞ্জেও আজকাল আর খাবার টেবিলে কাঁসা-পিতলের থালা-গ্লাসের উপস্থিতি সচরাচর চোখে পড়ে না। অথচ একসময় এর ব‍্যবহারে প্রকাশ পেত আভিজাত্য। চুলার ছাইয়ের সঙ্গে একটু তেঁতুল দিয়ে ঘষামাজা করা ঝকঝকে কাঁসা-পিতলের থালা-বাটি, চামচ, জগ, কলসি, বালতি, বদনা, পানের বাটা, সুরমাদানি গত শতকের মাঝামাঝিতেও প্রচুর দেখা যেত। বিয়েশাদি, খাৎনা, অন্ন প্রাসন, জন্মদিন কিংবা আকিকা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদির নিমন্ত্রণে চমৎকার কারুকাজ করা কাঁসা–পিতলের জগ, কলসি, থালা-বাটির সেট উপহার দেওয়ার প্রচলন ছিল। গৃহস্তের আভিজাত্যের পরিচয় প্রকাশ পেত কাঁসা–পিতলের সামগ্রীর মান ও পরিমাণের প্রাচুর্যের ওপর। এসব তৈজসপত্র কেবল যে বহুদিন টিকে থাকত, তাই নয়, পরিবারের মূল্যবান সম