পোস্টগুলি

Wildlife Bird-1 লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Wildlife Bird-1:বাংলার পাখী-নীল লেজ সুঁইচোরা-ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ফাতেমা কিবরিয়া লাবণ্য।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  -- Wildlife Bird-1:বাংলার পাখী-নীল লেজ সুঁইচোরা-ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ফাতেমা কিবরিয়া লাবণ্য। নীল লেজ সুঁই চোরা — ফাতেমা কিবরিয়া লাবণ্য । ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার । পাখীটির তীক্ষ্ণ নীল রঙ এবং হালকা পাতলা লেজ । আর সে কারনে তার নাম ‘নীল লেজ সুঁই চোরা’ । দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকাতে মৌসুমে বিভিন্ন সময় এদের দেখা যায় । এদের প্রধান খাদ্য পোকা মাকড় । ফড়িঙ,বোলতা,ভীমরুল,মৌমাছি – এগুলো বনে জঙ্গলে উড়তে থাকে । এ গুলোই এই পাখীর প্রধান খাবার । পোকা মাকড় গুলোকে ‘নীল লেজ সুঁই চোরা’রা উড়ে উড়ে বাতাসের থেকে ধরে মুখে পুড়ে নেয়। পরে গলধাকরন করে থাকে । বনে বাদাড়ে আর জঙ্গলে এরা ঘুরতে থাকে খাবারের খোঁজে । দ্রুত গতিতে ছুটে চলে এরা । ‘নীল লেজ সুঁইচোরা’ যেসব এলাকায় থাকে সেইসব এলাকাকে কেন্দ্র করে ছোট ছোট অংশে প্রজনন কার্য সম্পাদন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এরা নদী উপত্যকা এলাকায় পানির কাছাকাছি খোলা জায়গায় থাকে। নীল লেজ সুঁই চোরা পাখী মে থেকে জুনের ভিতর বাচ্চা দেয় । এরা বালিতে সুড়ঙ্গ করে ঘর বানায় । আর সে ঘরেই তারা ডিম দেয় । সেখানেই তারা ডিমে