পোস্টগুলি

ক্রিকেট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Cricket: বিপিএল আয়োজন কি সার্থক ?- লিখেছেন রাফিউল ইসলাম ।।

ছবি
  ## A hellojanata.com Presentation.  Cricket: বিপিএল আয়োজন কি সার্থক ? রাফিউল ইসলাম ।।  সকল জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হলো এবারের বিপিএলের খেলোয়ারদের ড্রাফট৷ আগামী ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বসতে যাচ্ছে বিসিবি'র বিপিএলের ৮ম আসর। এই বছর আমাদের জাতীয় দল আন্তর্জাতিক খেলা নিয়ে বেশ ব্যস্ত থাকবে। তাই এর ফাঁকে সময় করে বিপিএল আয়োজন করা হচ্ছে এমন একটা সময়ে যখন অন্যান্য দেশের আন্তর্জাতিক খেলা চলার কারণে দুর্ভাগ্যবশত অনেক বিদেশি তারকা খেলোয়াড়রা আসতে পারবেন না। তবুও মঈন আলি, সুনীল নারিনে, ক্রিস গেইল দের মত বাঘা বাঘা খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে এই আসরের দল গুলো। www.  hellojanata.com   গত কয়েকটা সিরিজ ধরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর দেশের ক্রিকেটমহলে চলছে নানান আলোচনা ও সমালোচনা। বিশেষ করে টি-টোয়েন্টিতে পাইপলাইন তৈরি করতে না পারার জন্য বিসিবির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এই অভিযোগের পাল্টা জবাব দেওয়ার জন্য সবথেকে মোক্ষম সুযোগ এই বিপিএল এ দেশীয় প্লেয়ারদের ভালো করাটা খুব ই জরুরি৷ তবে এমনিতেও বিপিএল যে কারণে আয়োজন করা হয়,

কেন এমন ছন্দ পতন?? – রাফিউল ইসলাম ।।

ছবি
  ## hellojanata.com Present’s ## কেন এমন ছন্দ পতন?? – রাফিউল ইসলাম ।। দেখতে দেখতে শেষ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১। যদিও বাংলাদেশের জন্য এর হিসাবের খাতা আরো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। মাত্রাতিরিক্ত বাজে পারফরমেন্সের কারণে সমালোচনা, বিশ্লেষণ, কাটাছেঁড়া এবং কটু কথা কম হয়নি। সামাজিক মাধ্যমের দরুন এদেশে এখন সমালোচকের কোনো অভাব নেই। এদেশের কোটি কোটি মানুষ সবাই যেন এক একজন ক্রিকেট বিজ্ঞানী। অবশ্য মনে অনেক ব্যাথা আর দেশের প্রতি ভালবাসা ছিল বলেই এমন কথা গুলো সামনে এসেছে । কিন্তু কি জানেন, ২২ গজে একটা লেগ স্পিনার খুঁজে পাওয়া যায় না সারা বাংলাদেশ থেকে। কিংবা খুঁজে পাওয়া যায় না জস বাটলার, আসিফ আলি, জিমি নিশাম দের মত বলে কয়ে ছক্কা মারা ব্যাটারদের। যাই হোক, সেই আফসোসের কথা না হয় আরেকদিন বলবো। বিশ্বকাপের হতাশা ভুলে সবাই এখন পাকিস্তান সিরিজের দিকে মনোযোগী। পরিবেশ আপাতত একটু হলেও ঠান্ডা। এই ঠান্ডা কে আরও পরিণত রূপ দিতে বৃষ্টিছন্ন নভেম্বর এর গভীরে আমরা ৷ তাই এটাই মোক্ষম সময় শেষ বারের মত আরেকবার ঠান্ডা মাথায় ভেবে দেখার যে “কেন এমন হলো এবারের বিশ্বকাপের পারফরম্যান্স?” গোড়ায় গলদ:- একট

এই বিশ্বকাপে শুধু আনন্দই নয়, আছে হারানোর দুঃখ। আছে গুছিয়ে নেবার আহবান !! সহিদুল ইসলাম ।।

ছবি
  এই বিশ্বকাপে শুধু আনন্দই নয়, আছে হারানোর দুঃখ। আছে গুছিয়ে নেবার আহবান !! সহিদুল ইসলাম ।।  শেষের পথে টি টুয়েন্টি বিশ্ব কাপ । আর মাত্র তিনটি খেলা বাকি । এরই মাঝে সামনের কাতারে এসে দাঁড়িয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড , ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া । পাকিস্তানকে অপ্রতিরোধ্য দেখা যাচ্ছে , নিউজিল্যান্ড অনেক শক্ত দল , ইংল্যান্ড একেবারেই কম নয় আর অস্ট্রেলিয়া তাঁরাই বা কম কিসে ??দেখা যাক কি দাড়ায় সবশেষে । ফাইনাল হওয়ার দুই দিন পরে দুবাই থেকে সরাসরি ঢাকা বিমানবন্দর -বাংলাদেশ টুরে আসবে পাকিস্তান দল। পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের ‘ প্রফেসর’ উপাধিতে ভূষিত ক্রিকেটার মোহাম্মদ হাফিজ আসছেন না সেই টুরে । নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ‘প্রফেসর’। তাঁর জায়গায় আসছেন ইফতেখার । # ‘ ক্রিকেটের প্রফেসর মোহাম্মদ হাফিজ ‘ # যদি পাকিস্তান টি টুয়েন্টি তে চ্যাম্পিয়ন হয়ে যায় তবে বিজয়ী সেই দল করাচী হয়ে বাংলাদেশে আসবেন কি না সেটি সময় বলে দেবে । চ্যাম্পিয়ন না হলে তাঁরা সরাসরি ঢাকা আসছেন সেটি নিশ্চিত এখন । আগামী কাল ১০ নভেম্বর থেকে শুরু হবে সেমি-ফাইনালের খেলা । এরপর ১৪ তারিখে হবে টি-টুয়েন্টি বিশ্ব

সময়ের দাবি# বাংলাদেশের দাবি- বাঁচাও ক্রিকেট । #মুসা কামাল ।।

ছবি
   সময়ের দাবি# বাংলাদেশের দাবি- বাঁচাও ক্রিকেট । #মুসা কামাল ।। তারা কেমন মানুষ ? তারা যে ‘ আমরাও মানুষ’ বলে দাবী করলেন , তারা কি একবারও ভাবলেন না যে তাদের কর্ম কাণ্ডের ফলে দেশবাসী আর দেশের মানুষ গুলো কোন দুঃখের সাগরে ভাসবেন ? কি আশ্চর্য কথা ! এদের লেখাপড়া , পরিবার আর তাদের বেড়ে উঠার কাহিনী নিয়ে সন্দিহান যে কেউ হতেই পারেন । ” আমরা ভাল খেলতে চাচ্ছি , কিন্তু খেলতে পারছি না — এ কথা বলে নিজেদের দৈন্যতা ফুটিয়ে তুললেন আর এক ক্রিকেটার । স্বাভাবিক প্রশ্ন একজন সাধারন মানুষ করতেই পারেন — তবে আর যাওয়ার দরকার কি ছিল ? পাবলিক কি চায় ? তারা ভাল খেলা চায় ! তারা বিজয় চায় ! আর অতটুকুই নয় কিন্তু ! তাঁরা দেশ নিয়ে বুক উঁচিয়ে দাড়াতে চায় — এটা আসল কথা । তারা কোন ‘আয়নার ‘ কথা বললেন । তারা বললেন ‘ যারা সমালোচনা করছেন তারা নিজের চেহারা আয়নায় দেখুন ” ! অনেক বড় দুঃসাহস এদের ! নিজের বাসায় যে ভাঙ্গা আয়নায় মুখ দেখে দেখে বড় হয়েছে এরা, এখনো সেই আয়না হয়তবা বদলাতে পেরেছেন অথবা পারেন নাই — আর সেই কারনেই এই সাহস । শ্লোক বলছে ‘ তোমাকে বধিবে যে , গোকুলে বাড়িছে সে — আজ সেই শ্লোক সত্যি হয়ে গেল — আমাদের ভাল বাসায় , আমাদের ক্র