সময়ের দাবি# বাংলাদেশের দাবি- বাঁচাও ক্রিকেট । #মুসা কামাল ।।

  সময়ের দাবি# বাংলাদেশের দাবি- বাঁচাও ক্রিকেট ।

#মুসা কামাল ।।



তারা কেমন মানুষ ? তারা যে ‘ আমরাও মানুষ’ বলে দাবী করলেন , তারা কি একবারও ভাবলেন না যে তাদের কর্ম কাণ্ডের ফলে দেশবাসী আর দেশের মানুষ গুলো কোন দুঃখের সাগরে ভাসবেন ? কি আশ্চর্য কথা ! এদের লেখাপড়া , পরিবার আর তাদের বেড়ে উঠার কাহিনী নিয়ে সন্দিহান যে কেউ হতেই পারেন ।
” আমরা ভাল খেলতে চাচ্ছি , কিন্তু খেলতে পারছি না — এ কথা বলে নিজেদের দৈন্যতা ফুটিয়ে তুললেন আর এক ক্রিকেটার । স্বাভাবিক প্রশ্ন একজন সাধারন মানুষ করতেই পারেন — তবে আর যাওয়ার দরকার কি ছিল ?


পাবলিক কি চায় ? তারা ভাল খেলা চায় ! তারা বিজয় চায় ! আর অতটুকুই নয় কিন্তু ! তাঁরা দেশ নিয়ে বুক উঁচিয়ে দাড়াতে চায় — এটা আসল কথা ।
তারা কোন ‘আয়নার ‘ কথা বললেন । তারা বললেন ‘ যারা সমালোচনা করছেন তারা নিজের চেহারা আয়নায় দেখুন ” ! অনেক বড় দুঃসাহস এদের ! নিজের বাসায় যে ভাঙ্গা আয়নায় মুখ দেখে দেখে বড় হয়েছে এরা, এখনো সেই আয়না হয়তবা বদলাতে পেরেছেন অথবা পারেন নাই — আর সেই কারনেই এই সাহস । শ্লোক বলছে ‘ তোমাকে বধিবে যে , গোকুলে বাড়িছে সে — আজ সেই শ্লোক সত্যি হয়ে গেল — আমাদের ভাল বাসায় , আমাদের ক্রিকেটের কফিনে পেরেক মেরে দিল এই অকাল কুষ্মাণ্ড কিছু ছেলে পেলে ।
এই অকাল কূষ্মাণ্ড দের বিজ্ঞাপন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন জরুরি ভাবেই দরকারি ।
এদের কোনই দেশ প্রেম নেই । নেই দায়িত্ব বোধ । এমনকি জাতীয় সঙ্গীত অনেকেরই পরিপূর্ণ মুখস্ত আছে বলে মনে হয় না আমার ।

জাতীয় সঙ্গীত টি মুখস্ত থাকলেই কেবল জাতির প্রতি দায়িত্ব কর্তব্য আসতে পারে বলেই আমি মনে করি, সেখানেই দেশ প্রেম লুকায়িত । সেটি এবার খতিয়ে দেখা দরকারি ।
টিম দেশে ফিরে এসে মিডিয়ার সামনে চাপাবাজি করবে সেটি মোটেও দেখতে চাই না আমরা ।
আমাদের যৌবনে যাদের ক্রিকেটের মাঠে ‘ফ্লপ ‘ হিসাবে দেখেছিলাম আজ তাদের বিসিবির বড় বড় পদে আসীন দেখি –যারা জানেন বা চেনেন তারা সকলেই দেখেন।পৃথিবীর অন্যতম এক ধনী ক্রিকেট বোর্ডের ( বিসিবি) অর্থ আর বিত্ত ভাগাভাগি করে খাওয়ার জন্যই কি এই আসনের ভাগাভাগি — যে কেউ এই প্রশ্ন তুলতেই পারেন ।

এই সব “মাঠ থেকে ভেগে পরা আর কেটে পরাদের” নিশ্চয়ই পুনর্বাসন কেন্দ্র হতে পারে না ‘ বিসিবি’ নামক জনতার আর জাতির স্বপ্নের এই সংগঠনটি ।
এই ভেগে পরা আর কেটে পরাদের অনতিবিলম্বে দূর করতে হবে ।

একদা কালের জনাব সাবের হোসেন চৌধুরী , বর্তমান কালের পাপন সাহেব ওনাদের ভাবতে হবে । ওনাদের এক টেবিলে বসাতে হবে, বসতে হবে – এখন এটি সময়ের দাবী ।মাশরাফি, বুলবুল,আকরাম খান, মনি, রফিক এবং অন্যান্য প্রাক্তন গুরুত্ব পূর্ণ ব্যাক্তিদের বা খেলোয়াড়দের ( সবার নাম বলা হল না – দুঃখিত ) এক টেবিলে বসাতে হবে । বের করে নিতে হবে সেই পথ যে পথে আমাদের ক্রিকেট খুঁজে পাবে নতুন পথ চলার দিক নির্দেশনা । মাথায় গেড়ে বসা একটি পেরেক — বিদেশ থেকে দামি কোচ আনতে হবে ! এই চিন্তা ভাবনার অবসান জরুরি । অর্থের এই অপচয় থামাতেই হবে । তাঁরা এসে করবেন কি ? এখনি ভাবার সময় ।
আমাদের ক্রিকেটের দিনকাল ফেরত আনতে হলে অবশ্যই ক্রীড়া মন্ত্রনালয়ের হস্তক্ষেপ জরুরি ভাবেই দরকারি ।
অনতিবিলম্বে আশু ব্যবস্থা গ্রহন জরুরি ।
এবং সেটি এখনি করনীয় ।

মুসা কামাল ।।

সম্পাদক —

# হ্যালো জনতা ডট কম ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।