পোস্টগুলি

Bangla লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাঙলা বানানে ভাইরাস- ১৬ – আবদুল হাকিম ।।

ছবি
  বাঙলা বানানে ভাইরাস- ১৬ – আবদুল হাকিম ।। প্রথম লেখা – ২০০৩ সঙস্করন – ২০২১।।  ভাষা চিরদিন এক রকম থাকেনি । যুগে যুগে আধুনিকায়ন হয়েছে । ভবিষ্যতেও হবে । জিবনের সব ক্ষেত্রে যদি আধুনিকায়ন হতে পারে, তবে ভাষার খেত্রে কেন নয় ? কবি হোমার বা মিলটনের ভাষা অথবা উপস্থাপনার সাথে গুন্টার গ্রাসের উপস্থাপনার পার্থক্যতো কিছু থাকবেই । চলচ্চিত্রের কথাই ধরা যাক । বিশ্ববরেন্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ” পথের পাচালি ” , আইজেনস্টাইনের ” ব্যাটলসিপ পটেমকিন ” বা হিচককের ” দি বার্ড ” ছবিগুলোর সাথে ” নো ম্যান্স ল্যান্ড ” ছবিটির তুলনা করলে বোঝা যাবে সময়ের সাথে সাথে চলচ্চিত্রের ভাষাও পরিবর্তিত হয় । ক্যামেরা, এডিটিঙ, চিত্রনাট্য বা মন্তাজের ব্যবহার, সব খেত্রেই যুগের সাথে হয়েছে আধুনিকায়ন । আধুনিকায়নের জন্য বিখ্যাত রবীন্দ্রসঙ্গিত শিল্পি দেবব্রত বিশ্বাস শান্তিনিকেতন কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন । হেমন্ত মুখোপাধ্যায়ও হয়েছিলেন গোঁড়াদের কাছে বিতর্কিত । কিন্তু সেই নিষেধাজ্ঞা বেসিদিন টেকেনি । আজ তাঁদের থেকে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গিত শিল্পি ক’জন আছে ? কা’দের গান মানুষ বেসি শোনে ? রবীন্দ্রসঙ্গিতগুরু পঙ্কজকুমার মল্লিক, যার সামনে গান গ