পোস্টগুলি

দক্ষিন রায় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Sundarbon: অনাদিকালের যুদ্ধ – বনবিবি আর দক্ষিন রায়-সুন্দরবনের উপাখ্যান- ম ম রবি ডাকুয়া ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  --  Sundarbon: অনাদিকালের যুদ্ধ – বনবিবি আর দক্ষিন রায়-সুন্দরবনের উপাখ্যান- ম ম রবি ডাকুয়া । সুন্দরবনের আশে পাশে হাজারো বনজীবিদের মনে জায়গা করে আছে বনদেবী,যারা পরম ভক্তিতে শ্মরণ করে।আজো বিপদ আপদে পূজা আর্চনার মাধ্যমে পরিত্রান চায়। এখানে আছেন দক্ষিন রায় । সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার দক্ষিন রায়ের ডান হাত আর বাম হাত । দক্ষিন রায়ের আদেশে সুন্দরবনের বাঘ ঝাঁপিয়ে পরে মানুষের উপর । আর বনদেবী বা বনবিবি বা বনমা বা পীর মা সুন্দরবনের ভেতরে জীবিকার অন্বেষণে যাওয়া কাঠুরে,জেলে,মধু সংগ্রহ কারী,বন রক্ষী সকলের জীবনের আর জীবন রক্ষার শেষ আশ্রয় স্থল । সকলেই লুকাতে চান দেবীর শাড়ীর আঁচলের নিচে । এলাকার জীবিকা অন্বেষণকারিরা বনে যান বনবিবির নাম জপতে জপতে , করেন পুজো ,মানতি করেন , করেন সিন্নি চলে আরাধনা , আর তা যে কোন ধর্মের মানুষ হোক না কেন ,মুসলিম ,হিন্দু ।খ্রিষ্টান যে ধর্মের হোক না কেন ! আবার পুজো চলে রাজা দক্ষিন রায়েরও! বহু গভীরতর ঘটনা অঘটন আর দুর্ঘটনার আঁধার এই সুন্দরবনে নানান কথিত লোকজ ও কিংবদন্তি প্রচলিত আছে। ছড়িয়ে রয়েছে মীথ । যা কিনা হাজার বছরের ইতিহাসে আর লোক ক

Sundorbon:বড়দিনের রাতে দক্ষিন রায়ের গর্জন ।।

ছবি
##  A hellojanata.com Presentation.  বড়দিনের রাতে দক্ষিন রায়ের গর্জন ।। পৃথিবীর সবচেয়ে বড় ম্যান গ্রোভ ফরেস্ট সুন্দরবন । বাংলাদেশ থেকে ভারতের পশ্চিম বঙ্গের বিস্তৃত এলাকা জুড়েই এই বনের অবস্থান। ভারতের পশ্চিম বঙ্গের কুলতলি এলাকাটিও সুন্দরবন সংলগ্ন । এখানেই ঘুরে বেড়াচ্ছেন দক্ষিন রায় । আর তা নিয়েই ঘুম নেই এলাকা বাসীর সেই সাথে হন্যে হয়ে রাতের ঘুমহারাম হয়েছে বন বিভাগের । দক্ষিন রায় বলে কথিত এই প্রাণীটি কে ধরতে ফাঁদ পেতেছিল ভারতীয় বন বিভাগ । জাল ছেঁড়ার বেশ প্রমাণও পেয়েছে বন বিভাগ ।পেয়েছে পায়ের ছাপ ।বন বিভাগ তাই ঘুম পাড়ানিয়া বন্দুক হাতে তৎপর । অনেক বুদ্ধিমান প্রাণী এই দক্ষিন রায় । সাধারনত নিজের এলাকায় রাজত্ব করে থাকেন । আর সে এলাকায় কাউকেই ঢুকতে দিতে নারাজ তিনি । তার এলাকায় কেউ ঢুকেছে তো বিপদ নিশ্চিত !  https://hellojanata.com/ সুন্দরবনের দুই রাজা । একজন ‘বনবিবি’। এপার ওপার বলে কোন কথা নেই । পুরো সুন্দরবনেই রাজত্ব তাঁর । দীর্ঘ সময় ধরেই বৎসরের পর বৎসর , কালের পরে কাল ‘বনবিবির’ পায়ে সিন্নি,মানত আর পুজো করেই বনের ভেতরে যান কাঠুরে,মধু আর গোলপাতা সংগ্রহকারক রা। বনবিবি তাদের রক্ষা করবেন – এমন বিশ্বাস