পোস্টগুলি

নন্দিনী সাবরিনা খান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মন খারাপের জ্যামিতিক প্যাটার্ন–নন্দিনী সাবরিনা খান ।।

ছবি
 ## A hellojanata,com presentation .##  মন খারাপের জ্যামিতিক প্যাটার্ন– ————————————– নন্দিনী সাবরিনা খান ।। মন খারাপের জ্যামিতিক প্যাটার্ন ————————————– পাতা উড়ানিয়া একাকি একটি বিকেল … এবং আস্ত একটি গাছ গাছের গা জুড়ে বিবর্ণ ম্যাপল লিফ সোনালী রোদ বিমর্ষ হেঁটে এসে জানালায় সেঁটে দ্যায় “পাখি হারানো বিজ্ঞপ্তি ” মন খারাপের চেয়ার ক্রমাগত হাত পা ছড়িয়ে বর্ণীল উল বুনে অদৃশ্য মাফলার …কারচুপি মায়া …!!!!! মন পোড়ে শিমের বিচির মতো … আগুনের আঁচে বার বি কিউ ভুট্টোর মতো নাড়ার আগুন ও বোঝে মানুষের অস্থিরতা …… অথচ মানুষের মুঠো ভর্তি ধুসর ছাই …!!!! কবিতার দোকানে ধোঁয়া উঠা চায়ের কাপ আজকাল চিনির বদলে আর্টিফিশিয়াল কষ্টের স্যাকারিন তবুও পরিতৃপ্ত ঠোঁট …!!!!! সংবিধিবদ্ধ সতর্কীকরণে আগ্রহ দ্বিগুন মাতাল নিকোটিনে ছোপ ছোপ সন্ধ্যা নামে টি শার্টের কোনায় ঝুলে থাকে বিভ্রান্তি বিছানায় রাত জাগা বিষণ্ণ বালিশ রাত বাড়ে …বাড়ে ধুলোমাখা দিনের গল্প রাত বাড়ে …বেড়ে যায় দৈনন্দিন পিপাসা নিজস্ব শহর …নিজস্ব নিয়ম…নিজস্ব চাদর , সবাই বোঝে মানুষের অপ্রাপ্তি অথবা অবহেলা শুধু মানুষ পরিপাটি সেলাইয়ে আপাদমস্তক নিজেকে ঢাকে

‘কেবল ই রাত হয়ে যায়’ টরেন্টো কানাডা থেকে লিখেছেন নন্দিনী সাবরিনা খান ।।

ছবি
  # কেবল ই রাত হয়ে যায় # ।। নন্দিনী সাবরিনা খান ।।  ----------------------- ------------------------------------------------------- কাল সারাদিন বৃষ্টি ফোঁটা ভিজিয়েছে সবুজ … এতো ঘন সবুজ চোখ পোড়ায় । পুড়ে যায় মুহূর্ত । কচি সবুজ পাতা ছুঁয়ে জল … বড়ালের নিটোল জলের সাথে সুদুর এই অন্টারিও বৃষ্টি জলের দুরুত্বে কোনো ফারাক নেই সেই তন্ময় প্রেম বিলাসী জল ধ্যানে …নেই কোনো শুদ্ধ বা অশুদ্ধতার প্রশ্ন …। আত্মায় আত্মা লীন হলে তার সব টুকুই সত্য ও সুন্দর । স্পিড মিটারের কাঁটা এখন ১২০ … নির্দেশিত রোড স্পিড ও তাই … যাচ্ছি ওরিলিয়া বীচ অনটারিও…।!!!!! সূর্য স্নান …অগ্নি স্পর্শএ শুচি হোক হোক ধরা ….!!!!! সূর্যাস্ত সময় ৯ টা । এই স্পিডে ১ ঘণ্টায় গন্তব্য দেখানো । রাস্তার দু পাশে অবারিত সবুজ …। সবুজের বাইরে বিশাল নীল আকাশ । হাল্কা শীত । এতো সবুজের ভিড়ে বাড়ি ঘর সব অদৃশ্য । গাড়ী পার্ক করে বড় একটি পাথর খন্ড দখল করে সূর্যমুখি হয়ে বসে থাকি … বিক্ষিপ্ত ভাবনারা পরশু দেশ থেকে বয়ে আসা একটি দুঃসংবাদ ঘুমাতে দেয়নি দু দিন … ” ধ্রুব” তারার নামে নাম । যার জন্ম দেখেছি ২৮ বছর আগে । ফুটন্ত এক কিশোরী থেকে পরিপূর্ণ যুবতী সব ই সেদিনের কথ

না প্রেম ….. এবং বরফ সময় — নন্দিনী সাবরিনা খান ।।

ছবি
  না প্রেম ….. এবং বরফ সময় — নন্দিনী সাবরিনা খান । —————– কাল সময় স্থির ছিলো মুহূর্তে ……… মুহূর্তের স্থিরতা ছিলো বোধের গভিরে , নিউরনে কানের কাছে স্পষ্ট প্রিয় নাম …………শব্দরা সীমিত কখনও দেখা না হওয়ার মায়াময় কষ্ট …….অপেক্ষা ………!!!!!!!!! অতঃপর তোলপাড় সমুদ্র স্নান …… খেই হারানো অনুভুতি প্রজাপতি গল্প ………………তোমাকে দেখার …………!!!!!!!!!!! সকাল থেকেই মাতাল বাতাস …স্বচ্ছ কাঁচের জালানার গা ছুঁয়ে বৃষ্টি জল …অবিরাম পাতা উড়ানো দুপুর …দু দিন আগেও গাছ গুলোতে ছিলো বর্ণীল সব রঙ …আগুন ধরানো রঙ ….. অথচ মাতাল বাতাসে বৈরিতা …কি লাভ হলো ঝুপঝাপ পাতা ঝড়িয়ে …?? এখন উঠোন ভর্তি পাতাদের কষ্ট …লাল …কমলা …হলুদ…সবুজ …!!!! এই জানালায় কারো পাখি হারানো বিজ্ঞপ্তি …… শীত ভয়ে কপট মাফলারে ঢেকে রেখেছে মুখ …শীতার্ত বিছানায় সহমরনের আকুতি …ক্রমশই উল্টো দিকে ভেড়া গুনে গুনে ক্লান্ত …নীল সিডেটিভে গাঢ় নীল স্বেচ্ছা মৃত্যু …!!! —————————— —————————– @@ ‘মেটা’ হচ্ছে ফেসবুকের নতুন নাম –এই নাম’মেটা’ এসেছে মেটাভার্স থেকে । মেটাভার্স কি এবং কেন?আর তা নিয়ে বিষদ — হা, এ এনিয়ে দুটি লেখা –লিখেছেন আমাদের সম্মানিত লেখক বৃন্দ আপনাদে

সোনালী সকাল …… কমলা মাইগ্রেন # নন্দিনী সাবরিনা খান ।।

ছবি
  সোনালী সকাল …… কমলা মাইগ্রেন # নন্দিনী সাবরিনা খান ।। ——————————- বাইরে সোনালী রোদ …শহর ভর্তি সব গাছে আগুন রঙ … এই রঙ লেন্সে ধরেনা …বর্ণনায় আসেনা …এক গাছেই তিন চারটি রঙ উপছে পড়ছে … কিছু গাছ পাতা ঝরাচ্ছে …আমাদের ফল সিজন …পাতা ঝরার সময় …!!!!!! জানালার এপাশে হলুদ মাইগ্রেন আজ তিন দিন হাতুড়ি পেটাচ্ছে কপালের বাম পাশে … নিজেকে অযত্ন করা এই আমি কোনো কোনো মাইগ্রেন সময়ে অলস মায়ায় কপাল ছুঁই … হাতের আঙুলে পরাজয় ছুঁয়ে যায় শুধু । কারন বাঁধভাঙা মাইগ্রেন মায়া বোঝেনা …এক একদিন মনে হয় নিজেই হাতুড়ি দিয়ে দু ভাগ করে ফেলি কপাল থেকে মাথার অংশ টুকু …অসহ্য যন্ত্রনায় খুলে দেখি ভেতরে কি আছে …? ছোপ ছোপ কালো কষ্ট …? অবহেলা …? অযত্ন …? ভালোলাগা বলতে না পারা …? অমল ধবল ভালোবাসা …? সুতো র মতো মায়া …? নির্লিপ্ততা …? হারানো বিকেল অথবা রূপালি জ্যোৎস্না …?? অস্থির সময় কাটে তখন… সমস্ত পেইন কিলার ব্লেন্ড করে গিলতে থাকি … বলাতো যায় না কোনটা ভালো কাজ করবে …গত তিন দিনে ২১ টা পেইন কিলার খেয়েছি … আর আপন বসার জায়গাটায় বসে থেকেছি শুন্য অনুভুতি নিয়ে …… ওই সময়টায় আসলে মনোযোগ থাকেনা …কিছুই থাকেনা নির্লিপ্ত

“চৈত্র সংক্রান্তির গা ছুঁয়ে বৃষ্টি নামুক তোমার শহরে” নন্দিনী সাবরিনা খান।।

ছবি
“চৈত্র সংক্রান্তির গা ছুঁয়ে বৃষ্টি নামুক তোমার শহরে” নন্দিনী সাবরিনা খান।।   চৈত্র সংক্রান্তির গা ছুঁয়ে বৃষ্টি নামুক তোমার শহরে বর্ষ বিদায়ের আয়োজনে শিখে নিয়েছি ইস্তেখারার নিয়ম …!!!! নুহের প্লাবন আর একবার এসে ভাসিয়ে নিক প্রিয় সব গান , প্রিয় শার্ট ,প্রিয় চায়ের কাপ ঘন কালো মেঘ ঢেকে দিক শহরের সব কটি নিয়ন লাইট আমার শহরে এখন গোলাপি , লাইলাক চেরি ব্লোজম সোনালী রোদ ,সবুজ পাতা ,হলুদ বসন্ত দিন এবার বদলে যাক প্রথাগত শুভাশিস তোমার সর্বনাশে আমার পৌষ মাস ……!!!! অলস এই দুপুরে নিস্তেজ ফায়ার প্লেস এর জন্য মায়া হয় …। আহা উষ্ণতা বিলিয়ে এখন ক্লান্ত অসুস্থ এক অস্থির সময় পৃথিবীর হাত আঁকড়ে আপন মনে হাঁটছে … পরিচিত ম্যাপল ট্রি থেকে কোনো কাঠবেড়ালি আজ কান পাতেনি সবুজ ঘাসের বুকে----   দরজা খুলে বাইরে দাঁড়াই …হাল্কা শীতল বাতাস চোখ পোড়ায় …… যতদূর দেখা যায় , কেউ নেই …।!!!! মানুষ এখন মানুষ কে ভয় পায় … আমার এখানে নিয়মের বাইরে কেউ যায়না …. তাই এই নির্বাসন । ফুস ফুসের যত্নে ব্যাস্ত সবাই …আহা ড্রাইভ ওয়ে তে প্রিয় গাড়ি টি ছুঁয়ে দেখিনি তাও অনেক দিন …অভিমান জড়িয়ে আছে সারা গায়ে … টের পাই পাখিদের নাম জানলে ভালো হোতো সারাটা ডান

প্রজাপতি প্রেম_____ প্রজাপতি গল্প # নন্দিনী সাব রিনা খান।।

ছবি
  প্রজাপতি প্রেম_____ প্রজাপতি গল্প # --------------------------- নন্দিনী সাব রিনা খান।।  বরফাচ্ছন্ন জানালার গল্পটি....প্রজাপতি প্রেম , সে জানতো ।  রূপালী গিটারের গায়ে সেঁটে থাকা ... প্রজাপতি কষ্ট , কেউ জানেনি ...।।  অমীমাংসিত সবকিছুই....  প্রিয় শহর , দুরত্ব , সমাজ ,খ্যাতি , শ্রদ্ধা , যোগাযোগহীনতা অথবা  ------ কয়েক বছর পর যুগল হাতের পিঠে চুপচাপ গড়িয়ে পড়া অনাদি কালের লোনাজল ...।  একটাই শহর আমাদের ... শৈশব অথবা মেয়েবেলার পরিচিত রাস্তা ...  রাস্তার পাশ দিয়ে গিটার কাঁধে হেঁটে যাওয়া উড়ুখুড়ু যুবক ......  আহা ভালোলাগা ...।। ধুলো মেঘের জ্যোৎস্না ভ্রমন ...!!!!!!!!!!!!!!! সংবিধিবদ্ধ সতর্কীকরণ ... মেয়েবেলাটা আপন সিদ্ধান্তের বৈরী সময় । অতঃপর LIFE GOES ON ...!! প্রকৃতিতে সব শুরুর ই শেষ আছে অথচ যা শুরু হয়নি তার শেষ বলেও কিছু নেই ... এ যেনো অমরত্ব প্রাপ্তি  "আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী " ।  এতোসব বিধিনিষেধের বেড়াজাল ডিঙিয়ে তবুও ঢুকেছে বেনোজল ...আমুল ভেসেছে চরাচর ।  যুগল আঙুল ছুঁয়েছে হলুদ বিকেল ...... ফাগুন বাতাস ...মায়াবী সন্ধ্যা ...শিশিরের চাদরে ঘুমহীন রাত ...। রি

মরন ,মাইগ্রেন এবং মরবিড রাতের কাব্য- সাবরিনা নন্দিনী খান ।।

ছবি
## A hellojanata.com Presentation. মরণ,মাইগ্রেন এবং মরবিড রাতের কাব্য -- -----------------------------------   নন্দিনী সাবরিনা খান ।।  ------------------------------------------------------- নরম সাদা বিছানায় " ইনসোমনিয়া " কে আদরে জড়িয়ে   আলফা লেভেলে হ্যালুসিনেশন ......!!!!!!  RAPID EYE MOVEMENT   চোখ খুলতেই নীল নীল আলোতে "শ্যাম"সমান "  মৃত্যুর মুচকি হাসি স্বর্গ ছোঁয়া অনুভুতি একঠায় স্থির ...।।!!!!  আমাকে অবাক করে দিয়ে বললো " সখি আসো ......  শীতল নরম এই হাত ধরো নির্ভার মাথা রাখো কাঁধে ...  চলো পৃথিবী পেরিয়ে যাই ...  www.  hellojanata.com মেঘদলে বাসা বাঁধি এই যে দ্যাখো " তারা " দের শাড়ি ...  ঝটপট পড়ে নাও পড়ে নাও সপ্তর্ষি টিপ আজ থেকে তুমি ঘুমাবে ...  অতলে পাতালে মাতাল ঘুম " আহা ,  কখনোও শুনিনি এমন স্বর্গীয় ঘুমের গল্প   এবার নিশ্চিত নিরুদ্দেশ যাত্রা   উল্টো দিকে ভেড়া গুনে গুনে ক্লান্ত চোখ  এবার বিশ্রাম পাক এবার মুক্তি পাক " ইনসোমনিয়া "   অঘোরে ঘুমাক ছোটো ছোটো নীল সিডেটিভ  www.  hellojanata.com নরম সাদা বিছানায় পড়ে থাক