না প্রেম ….. এবং বরফ সময় — নন্দিনী সাবরিনা খান ।।

 




না প্রেম ….. এবং বরফ সময় —

নন্দিনী সাবরিনা খান ।

—————–

কাল সময় স্থির ছিলো মুহূর্তে ………
মুহূর্তের স্থিরতা ছিলো বোধের গভিরে , নিউরনে
কানের কাছে স্পষ্ট প্রিয় নাম …………শব্দরা সীমিত
কখনও দেখা না হওয়ার মায়াময় কষ্ট …….অপেক্ষা ………!!!!!!!!!
অতঃপর তোলপাড় সমুদ্র স্নান …… খেই হারানো অনুভুতি
প্রজাপতি গল্প ………………তোমাকে দেখার …………!!!!!!!!!!!
সকাল থেকেই মাতাল বাতাস …স্বচ্ছ কাঁচের জালানার গা ছুঁয়ে বৃষ্টি জল …অবিরাম পাতা উড়ানো দুপুর …দু দিন আগেও গাছ গুলোতে ছিলো বর্ণীল সব রঙ …আগুন ধরানো রঙ ….. অথচ মাতাল বাতাসে বৈরিতা …কি লাভ হলো ঝুপঝাপ পাতা ঝড়িয়ে …?? এখন উঠোন ভর্তি পাতাদের কষ্ট …লাল …কমলা …হলুদ…সবুজ …!!!!
এই জানালায় কারো পাখি হারানো বিজ্ঞপ্তি …… শীত ভয়ে কপট মাফলারে ঢেকে রেখেছে মুখ …শীতার্ত বিছানায় সহমরনের আকুতি …ক্রমশই উল্টো দিকে ভেড়া গুনে গুনে ক্লান্ত …নীল সিডেটিভে গাঢ় নীল স্বেচ্ছা মৃত্যু …!!!
——————————



—————————–
@@ ‘মেটা’ হচ্ছে ফেসবুকের নতুন নাম –এই নাম’মেটা’ এসেছে মেটাভার্স থেকে । মেটাভার্স কি এবং কেন?আর তা নিয়ে বিষদ —
হা, এ এনিয়ে দুটি লেখা –লিখেছেন আমাদের সম্মানিত লেখক বৃন্দ আপনাদের জন্য —
# আজ মেটাভার্স সম্পর্কিত পটভুমি রচনা করবেন – ক্যালিফোর্নিয়া থেকে লেখক বনলতা বোস মোনা । মার্ক জাকারবার্গ সাহেবের অফিসের সামনে বসে —
# # শুক্রবার বিকালে ঢাকা থেকে ‘ মেটাভার্স কি এবং কেন ‘ লিখবেন লেখক রাফিউল ইসলাম।
## লক্ষ্য রাখুন । ##
—————————–

তবুও কোনো কোনো রাত এভাবেই আসে ……ড্রিম ক্যাচারে ঝুলে থাকে স্বপ্ন
অথচ আমাদের দেখা হবেনা………ক্রমশই আমাদের শহরের দুরত্ব যাচ্ছে বেড়ে
এরপর নিশ্চিত ভাগাভাগি করে নিবো আকাশের সীমানা
নো ম্যানস ল্যান্ড ………শুন্য কিলোমিটার..
অতঃপর কোনোদিন

দেখা হবেনা ………!!!!!!!



নন্দিনী সাবরিনা খান ।।
প্রবাসী লেখক ।।
টরেন্টো , কানাডা ।
# হ্যালো জনতা ডট কম এর নিয়মিত লেখক ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।