পোস্টগুলি

রিক্সা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৪ - প‍্যাডেল চালিত রিক্সার দূর্দিন!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
## A hellojanata.com Presentation .   ' প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৪ -  প‍্যাডেল চালিত রিক্সার দূর্দিন!! # আকরাম উদ্দিন আহমেদ। প‍্যাডেল চালিত রিক্সার দূর্দিন!! রিক্সা এ দেশের মানুষের খুব প্রিয় বাহন। খোলামেলা বলে চলতে আরাম, খুব দুরে না হলে যে কোন গন্তব্যস্থানে যাওয়া যায় ভাড়াও অধিকাংশ সময় নাগালে থাকে, পরিবেশ দূষণ হয়না বললেই চলে, ধীর গতিতে চলে বলে হাওয়া খেতে খেতে যাওয়া যায়। রিক্সা ভ্রমন কারো কারো কাছে রোমাঞ্চেরও বিষয়। সব মিলিয়ে রিক্সা চড়তে পছন্দ করেন না এমন লোক খুব একটা পাওয়া যাবে না। ব্যস্ত নাগরিক জীবনের এক অপরিহার্য বাহন।  রিক্সা ছাড়া নাগরিক জীবনের কথা যেনো বাংলাদেশে কল্পনাও করা যায় না। নিম্নবিত্ত বহু মানুষের ঘামে ভেজা ভরসার স্থল এই প‍্যাডেল চালিত রিক্সা। হয়তো বা আয়ের একমাত্র উৎস। মধ্যবিত্তদের সাধ ও সাধ্যের এক অপূর্ব সমন্বয়। www.  hellojanata.com     একমাত্র রাজধানী ঢাকা শহর ব‍্যতিত বিভাগিও জেলা ও উপজেলা শহর গুলোতে এখন আর মানুষে টানা প‍্যাডেল চালিত রিক্সা নজরে পরেনা। মোটর  ইঞ্জিন চালিত রিক্সার দৌরাত্ম্যে যা এখন লোকচক্ষুর অন্তরালে এবং  কালের প্রবাহে যা এখন বিলুপ্তির পথে। রিক্সা বা সাইকেল