পোস্টগুলি

জীবন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘জীবন থেকে নেয়া- " জীবন থেকে নেয়া " - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
  ##  A hellojanata.com  Presentation   "  জীবন থেকে নেয়া " #২০২১>২২   -  # ২০২১ > ২২ । বনলতা বোস মোনা ।  #জীবন_থেকে_নেয়া ।  বনলতা বোস মোনা ।  আমি শিক্ষকের মেয়ে , তিন ভাইবোন আর দাদা - দাদী সহ মধ্যবিত্ত পরিবারে মানুষ । আমাদের চাহিদা ছিল সীমিত , আর চাহিদা পূরনের রসদ ও সীমিত । বাড়িতে যা রান্না হয়েছে তা কোন অনুযোগ ছাড়া চুপচাপ খেয়ে নিয়েছি , there I learn to value the food.  স্কুল ড্রেসটা একটু ঢিলা ঢালা আর লম্বা বানানো হতো যাতে দু বছর অনায়াসে পড়া যায় , there I learn to adjust  www.  hellojanata.com কেক বা চকলেটের টুকরো ভাগাভাগি করে তিন ভাইবোন খেতাম , there I learn to share the things with others .  সপ্তাহে একদিন ১ টাকা করে পেতাম টিফিন পিরিয়ডে , there I learn to value the money.  স্কুল /কলেজের শিক্ষক বা বড় কোন মুরুব্বির সাথে দেখা হলে নমস্কার/সালাম দিতাম আর পা ছুঁয়ে প্রনাম করতাম , there I learn to respect elders. বছরে ১ বার পূজা /ঈদে ভালো জামা কাপড় পরতাম আর অধীর আগ্রহে অপেক্ষা করতাম ওই জামাটার‌ জন্য, আমার বেশ মনে আছে জামাটা লুকিয়ে রাখতাম কেউ যেন দেখে না ফেলে , the

‘জীবন থেকে নেয়া-#দুঃসাহসী_প্রফেশন - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
  ##  A hellojanata.com Presentation . ‘জীবন থেকে নেয়া-# দুঃসাহসী-প্রফেশন --    - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন-----   বনলতা বোস মোনা ।। বাংলাদেশে নারীদের অবস্থার মান সত্যি খুব শোচনীয় , ঢাকা সহ বিভাগীয় শহরে গুটিকয়েক নারী কর্মজীবী হলেও সমগ্র দেশে নারীদের সামাজিক এবং পারিবারিক অবস্থা এখোনো উন্নত হয়নি ।  নারী এখোনো প্রফেশন বলতে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক এবং ডাক্তারি বোঝে । ভালো আর্কিটেকট , ভালো গিটার বাদক , ভালো পুলিশ অফিসার , আর্মি , বিজ্ঞানী , সাঁতারু , এথলেটিকসে নারী নেই বললেই চলে  , অবাক করার মতো ব্যাপারটা । অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে কিরন বেদী ১৯৭২ সন থেকেই টপ লেভেলের পুলিশ অফিসার । আমি দীর্ঘদিন ভারতে ছিলাম , বন্ধুদের দেখতাম মেয়ে বাচ্চাদের সাঁতার , ক্যরাটে , ফুটবল , ব্যাডমিন্টন সহ ছেলেদের তালে তাল মিলিয়ে কোচিং করাচ্ছে । আমি জানি না দেশের কন্যা সন্তানরা এসব সুবিধা গুলো ভোগ করছে কিনা । স্পোর্টস এর মধ্যে ইনভলভ থাকলে পেশি শক্তি বাড়ে , আর সেটা নারীদের জন্য খুব দরকারি।  www.  hellojanata.com আমি ঢাকায় যখন চাকরি করতাম তখন মেয়েরা computer programming এর জবে একদম ছিল না । ক্লাইন্ট মিটি

‘জীবন থেকে নেয়া-# তুমি - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
 ##  A hellojanata.com Presentation . ‘জীবন থেকে নেয়া-#তুমি - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন-----   বনলতা বোস মোনা ।। #তুমি   আমাদের সবার কল্পনায় এক #তুমি বাস করে । সেই তোমাকে ঘিরে হাজারো স্বপ্ন দেখতাম এক সময় । কত কল্পনার জ্বাল বুনতাম অবচেতন মনে ।   টিন এজ বয়সে ভাবতাম যে জীবন সঙ্গী হবে সেই হবে কল্পনার তুমি । কিন্তু রিয়ালিটি !!!!! www.  hellojanata.com আমি জানি না আমরা কজন আসলে এই #তুমি এর দেখা পাই ??? আদৌ কি সেই পারফেক্ট  " তুমি  " জীবনে আসে !!! এই জীবনে অনেকেই  প্রেমে ব্যর্থ তো অনেকেই সাকসেসফুল। যারা কল্পনার " তুমি " কে পান নি তাদের বলছি আমরা যারা প্রেম করে বিয়ে করেছি তারাও কিন্তু সেই পারফেক্ট " তুমি " কে পাইনি  মাঝে মাঝে মনে হয় সেই কল্পনার " তুমি " এর সাথে যদি একবার দেখা হতো !!!!! কিন্তু সে স্বপ্ন পূরণ হবার নয় , মানুষের কল্পনা হয়তো কল্পনাই থেকে যাবে আজীবন।  কবিগুরুর ভাষায়,  কবে আর হবে থাকিতে জীবন , আঁখিতে আঁখিতে মোদের মিলন‌!!!!! www.  hellojanata.com আজকাল মাঝে মাঝে নিজের মধ্যে ডুব দিতে ভালো লাগে , ভালো লাগে এই এই কল্পনার "  তুমি &qu

'প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৮ ' –ঘুড়ি ও নাটাই!! # আকরাম উদ্দিন আহমেদ।।

ছবি
   ## A hellojanata.comPresentation.  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৭ - !! ঘুড়ি ও নাটাই!! # আকরাম উদ্দিন আহমেদ। ঘুড়ি ও নাটাই!! ঘুড়ি ওড়ানো খেলা কেউ খেলেননি একথা বলার লোক হয়তো পাওয়া যাবেনা। আমাদের দেশের সকল শিশু কিশোর, ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতার ঘুড়ি ওড়ানোর প্রতি একটা দূর্বলতা রয়েই গেছে। ঘুড়ি এক প্রকারের হাল্কা খেলনা, যা সুতা টেনে আকাশে ওড়ানো হয়। পাতলা কাগজের সাথে চিকন কঞ্চি লাগিয়ে সাধারণত ঘুড়ি তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের এবং বিভিন্ন উপাদান ও নকশার রংবেরঙের কাগজের ঘুড়ি রয়েছে। বিশ্বজুড়েই ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। এছাড়াও বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশে ঘুড়ি ওড়ানো একটি বিনোদনমূলক খেলা। বাংলাদেশে, বিশেষ করে পুরনো ঢাকায় পৌষ মাসের শেষ দিন, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে সাকরাইন উৎসবে ঘুড়ি ওড়ানোর উৎসব পালন করা হয়।  ১৪ জানুয়ারি হল আন্তর্জাতিক ঘুড়ি দিবস।  ভারতের পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পূজার দিন ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে। ঘুড়ির কথা মনে হলে বিশেষ করে শৈশবের কথা মনে পড়ে যায়। লম্

’জীবন থেকে নেয়া’-#অপরাগতা-ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

ছবি
  ## A hellojanata.com Presentation .  'জীবন থেকে নেয়া’- #অপরাগতা-  বনলতা বোস মোনা ।। আজকাল অনেক কেই অনেক কিছু ঠিক ভাবে বোঝাতে পারিনা । খারাপ তখন লাগে যখন মানুষটি কাছের মানুষ হয়ে। www.  hellojanata.com   আমি ব্যাক্তিগত ভাবে আমার মতামতটা কারো উপর চাপিয়ে দেই না , শুধু বিনয়ের সাথে সামনে রাখার চেষ্টা করি , কিন্তু সে যদি আমার এ্যাঙ্গেলটা বুঝতে না পারে তখন আমি হাল ছেড়ে দিয়ে চুপটি মেরে যাই । তার যুক্তি তর্কের পাল্টা জবাব দেই না , দিতে ইচ্ছে হয়না… কারন আমি জানি যে কথায় কথা বাড়ে । তাছাড়া , ইংরেজির 9 and 6 জীবনের একটা বড় লেসন দেয় । তোমার দিক থেকে 9 আর উল্টো দিক থেকে 6 , মানে হলো যে যার অবস্থান থেকে ঠিক দেখছি , পার্থক্য শুধু দুজন দুজনের অপোজিটে দাঁড়িয়ে । এইতো গত কিছু সপ্তাহ আগে এক চাইনিজ সুহৃদ বন্ধু ফোন করে কেমন কি আছি জিগ্গেস করলো । আমি ওকে উইকেন্ডে দেখা করতে বললাম । আমার সাথে দেখা করতে চাইলো না , বললো আমায় , ” তোদের দেশে অনেক করোনা , তোদের সাথে ওঠাবসা করা ঠিক হবে না ” সারা বিশ্ব জানে যে করোনা কাদের দেয়া গিফট  আজ ওরাই আমাদের সাথে মিশতে অপারগ । আমি কিছু বলতে গিয়েও থেমে গিয়েছি

জীবন থেকে নেয়া-সন্দেহ ।। ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

ছবি
  ## A hellojanata .com Presentation .  জীবন থেকে নেয়া- সন্দেহ । ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।। জীবন থেকে নেয়া বনলতা বোস মোনা ।। #সন্দেহ# সন্দেহ নামক জিনিস টা আমাদের জীবনের একটা অঙ্গ , ভালোবাসা নামক অনুভূতির সাথে হয়তো বা এর একটা যোগাযোগ আছে । আর আমাদের ভালোবাসার মানুষটাকে ঘিরে বিপরীত লিঙ্গের মানুষের সাথে সখ্যতা নিয়ে যতো সন্দেহ । www.  hellojanata.com এই সন্দেহ নামক জিনিসটা অনেক সম্পর্কের মাঝে এক তিক্ততার জন্ম নেয় । সে শুধু আমাকেই ভালোবাসবে অন্য কাউকে নয়, সে শুধু আমাকেই প্রাধান্য দেবে অন্য কাউকে নয় । তাই সে অন্য কারো সাথে একটু আগ্ৰহ নিয়ে কথা বললেই আমাদের যতো সমস্যা । আসলে এক ধরনের সংকীর্ণ মানসিকতা আর হীনমন্যতার শিকার আমরা । আমাকে ছাড়া অন্য কারো প্রতি তার আগ্ৰহ আমাদের চোখের জ্বলুনি । দাম্পত্য কলহের অন্যতম কারণ এটা। www.  hellojanata.com কেউ আমায় বলেছিল পুরুষ মানুষ ঘর থেকে বাইরে বেশি হাসিখুশি থাকে , কারণ বাইরে সে কোন দ্বিধা ছাড়াই নারী পুরুষ সবার সাথে মন খুলে কথা বলতে পারে বা মিশতে পারে । ঘরে বৌ আছে , তাদের নাকি অনেক সমস্যা মেয়েদের সাথে উৎসাহিত হয়ে কথা বললে । তারমানে না

‘বাপের_সম্পত্তি’-জীবন থেকে নেয়া-ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা।।

ছবি
  ## A hellojanata.com Presentaation .##  ‘বাপের_সম্পত্তি’- জীবন থেকে নেয়া- ক্যালিফোর্নিয়া থেকে-  বনলতা বোস মোনা।। -- ' বাপের_সম্পত্তি' -- ছেলেবেলায় কোন কিছু যথেচ্ছ ব্যবহার করলে বকুনি খেতাম ” বাপের সম্পত্তি ” নাকি । ধীরে ধীরে বড় হতে হতে শিখলাম বাপের সম্পত্তির উপর আমাদের অগাধ অধিকার । বর্তমানে দেশের প্রেক্ষাপটে বাপের সম্পত্তির বন্টন নিয়েও অনেক পারিবারিক ঝগড়া । খারাপ তখন লাগে যখন বাবা জীবিত থাকা অবস্থায় আমরা ঝগড়া করি । একটা মানুষ তারা কষ্ট উপার্জিত টাকা দিয়ে সংসারে ভরন পোষন করার পর একটু প্রপার্টি বানানোর চেষ্টা করেন । কন্যা সন্তানদের বিবাহ , ছেলে সন্তানদের স্বাবলম্বী করে তোলা অব্দি তিনি হয়তো বা নিজের অনেক শখ বিসর্জন দিয়ে এই সম্পত্তি গুলো তিল তিল করে তৈরি করেন , আর আমাদের নজর সেই কষ্টের উপার্জিত / শখ আল্হাদ বিসর্জিত প্রপার্টির দিকে । মাঝে মাঝে ভাবি আমরা কতটা স্বার্থপর হলে এক ভাই আর এক ভাইকে ঠকিয়ে ওই সম্পত্তি গ্ৰাস করার চেষ্টা করি । মেয়েরাও কম না , বাপের বাড়িতে এসে সম্পত্তি নিতে ভালোই লাগে , কিন্তু বাবা মায়ের ভরন পোষন ভালো লাগে না । ছেলে মেয়ে উভয়ের বাবার প্রপার্টি গ্

ভার্চুয়াল_Vs_বাল্যবন্ধু ,ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

ছবি
  ## A hellojanata.com Presentation.##  ভার্চুয়াল_Vs_বাল্যবন্ধু । বনলতা বোস মোনা ।।  আজকাল এই মুঠো ফোনের জীবনে নতুন সংযোজন ভার্চুয়াল লাইফ , সেই সুত্রে ভার্চুয়াল বন্ধু ।  এই ফেসবুকের কারনে হঠাৎ করে একরাশ  ভার্চুয়াল  বন্ধু পাওয়া ।  তবে এসবের মাঝেও বাল্য বন্ধু গুলো নিজ গুনে মহীয়ান । বাল্য বন্ধু গুলোর অধিকার একটা বেশি  । সেই হাফ প্যান্ট পড়া বয়স থেকেই ওদের সাথে সখ্যতা , শুধু আমাদের পরিচিতির মধ্যে তাদের গন্ডী সীমাবদ্ধ নয় । পরিবারের সবাইকে তারা খুব ভালো ভাবে জানে , বাড়িতে তাদের ছিল অবধারিত আনাগোনা । যেহেতু শৈশব কৈশোরের সময়টা হলো নিষ্পাপ থাকার সময় , তাই তারা আমাদের সহ পরিবারের অরিজিনাল প্রেক্ষাপট জানতো । কোন লুকোচুরি ছাড়াই !!! অপরদিকে এই বড় বেলায় এসে ভার্চুয়াল দের সাথে পরিচয়। একটা পিকচার পারফেক্ট প্রতিচ্ছবি দেবার চেষ্টা আমাদের , কারন এখন তো আর সেই ছেলেবেলার মতো নিষ্পাপ নই আমরা । তাছাড়া এখন যখন তখন কারো বাড়ি যাওয়া হয়না । ভার্চুয়াল বন্ধুদের সাথে গেট টুগেদার প্লান করে হয় । তাই আমরা সহ আশেপাশের সবকিছুই পরিপাটি করে একটা নিখুঁত ইমেজ তৈরি করতে পারি সহজেই ।  বাল্য বন্ধু /কলেজ লা