পোস্টগুলি

ল্যুভরে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Art & Artist:শুভ হোক রেজাউল হক লিটনের লুভ্যর যাত্রা- মতিউর রহমান মানিক ।

ছবি
    ##  A hellojanata.com  Presentation  --  শুভ হোক রেজাউল হক লিটনের লুভ্যর যাত্রা- মতিউর রহমান মানিক । শুভ হোক শিল্পী রেজাউল হক লিটনের ল্যুভরে যাত্রা। ~~~~~~~~~~~~~~ মতিউর রহমান মানিক ।। সেই প্রবাদ বাক্য,রতনে রতন চেনে—। মোঃ রেজাউল হক লিটনকে অভিনন্দন। বিশ্বখ্যাত লুভ্যর জাদুঘরের রত্ন সন্ধানীদের নজরে এসেছেন আমাদের বাংলাদেশের কুড়িগ্রামের সন্তান মোঃ রেজাউল হক লিটন। পৃথিবীর অন্যতম জাদুঘর ফ্রান্সের লুভ্যর মিউজিয়াম (Louvre Museum) কর্তৃপক্ষ মোঃ রেজাউল হক লিটনকে তার শিল্পকর্ম প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সে যাত্রার প্রস্তুতিতে মগ্ন এখন শিল্পী । আমাদের দেশের কোনো শিল্পী এর আগে লুভ্যরের আমন্ত্রণ পেয়েছে কিনা আমার জানা নেই। তবে এটা ঠিক,মোঃ রেজাউল হক লিটনের বিশেষ প্রতিভা বিবেচনা করেই ল্যুভর কর্তৃপক্ষ তাকে এই আমন্ত্রণ জানিয়েছে। শিল্পীর এই প্রদর্শনীটি এ বৎসরেই হওয়ার কথা ছিল কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে পিছিয়ে গেছে প্রদর্শনীটি । ঐতিহ্যের দিক দিয়ে লুভ্যরের ইতিহাস গগনচুম্বী। লুভ্যরের ইতিহাস জানা থাকলে বিষয়টা আরো পরিষ্কার হবে। লুভ্যর জাদুঘর ' ও তাঁর  ( (Louvre Museum) সংক্ষিপ্ত ইতিহাস :