পোস্টগুলি

স্মৃতির আড়ালে কয়লার ইস্ত্রি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৬ – স্মৃতির আড়ালে কয়লার ইস্ত্রি!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  -- প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪৬ – স্মৃতির আড়ালে কয়লার ইস্ত্রি!! # আকরাম উদ্দিন আহমেদ। স্মৃতির আড়ালে কয়লার ইস্ত্রি ! পরিপাটি পোশাক মানুষের বাহ্যিক সৌন্দর্য যেমন বাড়িয়ে তোলে, তেমনি প্রকাশ করে তার ব্যক্তিত্ব। অন্যের সামনে আত্মবিশ্বাসীও করে তোলে কয়েকগুণ। তাইতো অফিস কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে নিজের পরিধানের পোশাকটি আয়রনের মাধ্যমে মসৃণ করে নেন বেশিরভাগ মানুষ। আগে জামাকাপড় আয়রন করতে লন্ড্রি দোকানে যেতে হলেও এখন বেশিরভাগ মানুষ ঘরেই সেটি করে ফেলেন। আধুনিকতার ছোঁয়ায় প্রায় প্রতিটি ঘরেই রয়েছে বৈদ্যুতিক ইস্ত্রি। অথচ এক সময় বাসায় বা লন্ড্রিতে কাপড় আয়রন বা ইস্তিরি করে পরিধান সহজসাধ‍্য ছিলনা। একদিকে লন্ড্রির অভাব অপর দিকে মানুষের সামর্থ্যের অভাব আর তখনও বৈদ্যুতিক ইস্তিরি আবিষ্কার হয়নি। আবার অনেক স্থানে বিদ্যুৎই ছিল না। যার ফলে কয়লার ইস্ত্রি দিয়ে করা হতো জামাকাপড় আয়রন। দেশ স্বাধীন হওয়ার আগেও আমরা প্রাইমারি এবং হাইস্কুলে পড়ার সময় কাপড় আয়রন ছাড়াই পড়েছি। গ্রামবাংলার লোকেরা কোন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে হলে কাঁসা বা পিতলের বাটি গরম করে সেটি দিয়ে কাপড় মসৃণ করে প