পোস্টগুলি

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় ৪২ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪২ – স্মৃতির পাতায় ধানের গোলা!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
      ##  A hellojanata.com  Presentation  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪২ – স্মৃতির পাতায় ধানের গোলা!! # আকরাম উদ্দিন আহমেদ। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৪২ – স্মৃতির পাতায় ধানের গোলা!! # আকরাম উদ্দিন আহমেদ। স্মৃতির পাতায় ধানের গোলা!! গ্রামবাংলার সমৃদ্ধি আর আভিজাত্যের প্রতীক ধানের গোলা এখন বিলুপ্ত প্রায়। কৃষকের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু এবং পুকুর ভরা মাছ এখন প্রবাদ বাক্যে পরিণত হতে চলেছে। হারিয়ে যাচ্ছে কৃষকের ঐতিহ্যবাহী গোলা শিল্প। মাঠের পর মাঠ ধান ক্ষেত থাকলেও অধিকাংশ কৃষকের বাড়িতে নেই ধান মজুদ করে রাখার মত বাঁশ ও বেত দিয়ে তৈরি গোলাঘর। তবুও পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখতে বাড়ির উঠানে এখনো কেউ কেউ এই ধানের গোলা রেখে দিয়েছেন। অথচ এক সময় সমাজের নেতৃত্ব নির্ভর করত কার ক’টি ধানের গোলা আছে এই হিসেব কষে। কন্যা পাত্রস্থ করতেও বর পক্ষের বাড়ী ধানের গোলার খবর নিতো কনে পক্ষের লোকজন। যা এখন শুধু কল্পকাহিনী। গ্রাম অঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ দিয়ে গোল আকৃতির তৈরী করা ধানের গোলা বসানো হতো উঁচুতে। গোলার মাথায় থাকত টিনের তৈরী মিশরের পিরামিড আকৃতির টাওয়ার। যা দেখা যেত অনেক দুর থেকে। বর্ষার পানি আর ইঁদুর তা স্পর্শ ক