পোস্টগুলি

Captain Rudro way লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Captain Rudro way-হ্যালো ভ্যালেনটাইন- রেহমান রুদ্র।

ছবি
 ##  A hellojanata.com  Presentation   Captain Rudro way-হ্যালো ভ্যালেনটাইন- রেহমান রুদ্র। দিল্লীতে এসেছি দিন দুয়েক আগে। সচরাচর এখানে আসা হয়না। প্রফেশনের তাগিদে বেশিরভাগ সময় ইউরোপ, ইউ এস এ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা কিংবা ফারইস্টের দেশগুলোতে যাতায়াতটা বেশি। বিকেলে বেরিয়েছিলাম কিছু কাপড়-চোপড় কিনতে। আজ তেরই ফেব্রুয়ারি। আগামিকাল “ভ্যালেটাইন-ডে”। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল কেনার উৎসব দেখলাম কিছুক্ষন। মেইন মার্কেটের ভেতরে ঢুকে পড়লাম। প্ল্যান ছিল দু জোড়া থ্রি-পিস কেনার। সম্ভব হলনা, পাঁচ জোড়া পছন্দ হল। সব চুড়িদার। কালার চয়েসের মারপ্যাঁচে কনফিউজড হয়ে দোকানিকে বললাম, প্লীজ একটু হোল্ড কর, এক্ষুনি আসছি। নো প্রব্লেম, দোকানি রাজী।সাঁ করে ঢুকলাম ফোন বুথে আর সরাসরি রিং ক্যানাডার টরন্টোতে। সময়ের তারতম্যে প্রিয়তমের গলা আধো ঘুম আধো জাগরণে। জিজ্ঞেস করলাম কোন শেড গুলো নেব। মেরুন, লাল, কলাপাতা সবুজ, নীল। সবকটাই সুন্দর। ও বোঝে পাগলামিটা। প্রশ্ন করল এখন কোথায়। বললাম, চাঁদনী চক। তবে ঢাকার নয়, দিল্লীতে। লাল ওর প্রিয় রঙ, তারপরও জিজ্ঞেস করা। ভালোবাসার মধ্যে স্পাইস জুড়ে দেয়া। হতে পারে হাজারো মাইল দূর থেক