পোস্টগুলি

লাঠিখেলা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৩ – বিলুপ্ত প্রায় লাঠি খেলা # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation বিলুপ্ত প্রায় লাঠি খেলা!! # আকরাম উদ্দিন আহমেদ। বিলুপ্ত প্রায় লাঠি খেলা!! লাঠি খেলা একটি ঐতিহ্যবাহী বাঙালি মার্শাল আর্ট–লাঠি খেলা মূলত এক ধরনের আত্মরক্ষামূলক লড়াই–যা ভারত ও বাংলাদেশে অনুশীলন করা হয়। ‘লাঠি খেলা’ অনুশীলনকারীকে ‘লাঠিয়াল’ বলা হয়। এছাড়াও, লাঠি চালনায় দক্ষ কিংবা লাঠি দ্বারা মারামারি করতে পটু কিংবা লাঠি চালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে, তারা লেঠেল বা লাঠিয়াল নামে পরিচিতি পান। লাঠি খেলার লাঠি দিয়ে আত্মরক্ষা শিক্ষা দেয়া হয়। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করত। চরাঞ্চলে জমি দখলের জন্য মানুষ এখনও লাঠি দিয়ে তার ক্ষমতা প্রদর্শন করে থাকে। মহররম ও পূজাসহ বিভিন্ন ধর্মানুষ্ঠানে এই খেলাটি তাদের পরাক্রম ও সাহস প্রদর্শনের জন্য খেলা হয়ে থাকে। এই খেলার জন্য ব্যবহৃত লাঠি সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা এবং প্রায়ই তৈলাক্ত হয়। অত্যাশ্চর্য কৌশলের সঙ্গে প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করে। শুধুমাত্র বলিষ্ঠ যুবকেরাই এই খেলায় অংশ নিতে পারে। কিন্তু বর্তমানে শিশু থেকে শুরু করে