পোস্টগুলি

পকেট ঘড়ি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৫ - পকেট ঘড়ি আর দেখা যায়না # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
  ## A hellojanata.com Presentation . প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৫ - পকেট ঘড়ি আর দেখা যায়না!! # আকরাম উদ্দিন আহমেদ। পকেট ঘড়ি আর দেখা যায়না! সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তথাপি সৃষ্টির আদি থেকেই মানুষ যে সময়ের সঙ্গে বন্ধুত্ব করেই এগিয়ে নিয়েছে তার সভ্যতা আর ইতিহাস এ কথা নিঃসন্দেহে বলা যায়। আর সময়ের হাত ধরে মানুষের এই এগিয়ে যাওয়ার সঙ্গী হতেই যুগে যুগে নানা বির্বতনের মধ্য দিয়ে এগিয়েছে সময় দেখার যন্ত্র ঘড়ি। www.  hellojanata.com   প্রাচীনকালে কটা বাজে তা বলার উপায় ছিল না। কারন সে সময় ঘড়ি আবিষ্কার হয়নি। সময় দেখার বিষয়টা নির্ভর করতো সূর্যের অবস্থানের ওপর। সূর্যের অবস্থান দেখেই মানুষ ধারণা লাভ করতো সময় সম্পর্কে। সূর্য মাথার ওপর থাকলে হতো দুপুর আর মাটির কাছাকাছি থাকলে হতো সকাল বা বিকেল। সময়ের এ হিসেব চলেছে বহুকাল ধরে। ঘড়ির ব্যবহার সর্বপ্রথম শুরু হয় সূর্যঘড়ির মাধ্যমে। কবে সর্বপ্রথম এই সূর্যঘড়ি আবিষ্কার হয়েছিল তা জানা যায়নি। তবে সবচেয়ে প্রাচীন যে সূর্যঘড়ি পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব ১৫০ অব্দে মিশরে নির্মিত।  সূর্যঘড়ির সমস্যা ছিল, এটি দেখে  কেবল দিনের সময় বলা যেতো। সূর্য না উঠলে তাও বলা যেতো ন