পোস্টগুলি

প্রদর্শনী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নিউইয়র্কের প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শিল্পী রেজাউল হকের চিত্রকর্ম।

ছবি
    ##  A hellojanata.com  Presentation  -  নিউইয়র্কের প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শিল্পী রেজাউল হকের চিত্রকর্ম।   এগোরা গ্যালারী , নিউইয়র্ক । # শিল্পী রেজাউল হক # বিশ্বের ১২জন প্রতিভাবান শিল্পীর আঁকা ছবি নিয়ে নিউইয়র্কের এগোরা গ্যালারীতে ২১ দিনব্যাপী শিল্প প্রদর্শনী চলছে। এতে দেশের অন্যতম প্রথিতযশা চিত্র শিল্পী রেজাউল হকের ১৬ টি চিত্রকর্ম রিপ্রেজেন্টেশনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। তার মধ্যে ৪ টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। ‘লাভ ইন মাল্টিপল ফর্মস‘ শিরোনামকে সামনে রেখে গত পহেলা জুলাই প্রদর্শনীটির উদ্বোধন হয়। ৭ জুলাই ছিল শিল্পীদের নিয়ে আনুষ্ঠানিক রিসেপশন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- গ্যালারি ডিরেক্টর সাবরিনা গিলবার্ট, গ্যালারি ওনারসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ ও অনেক শিল্পরসিক। প্রদর্শনীর শুরু থেকেই শিল্পী রেজাউল হকের আঁকা শিল্পকর্মগুলো নিয়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা গেছে। তার ব্যতিক্রমধর্মী ভাবনা ও স্বকীয় ভিন্নমাত্রার শিল্পকর্মগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিদেশিদের পাশাপাশি বাঙালি কমিউনিটিও সেখানে ভীড় জমাচ্ছে। এই বিষয়ে শিল্পী রেজাউল