পোস্টগুলি

বনলতা বোস মোনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Ekush:’একুশের_অহংকার’- ইউএস থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation Ekush:’একুশের_অহংকার’- ইউএস থেকে লিখেছেন বনলতা বোস মোনা । #একুশের_অহংকার — বনলতা বোস মোনা ।। আজ একুশে ফেব্রুয়ারি , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । এই দিবসটি অর্জনের জন্য চরম ত্যাগ করতে হয়েছে বাঙালির । এক ঝাঁক তরুণ প্রাণের বিনিময়ে , তাদের তাজা রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করে গিয়েছেন । তাদের এ বলিদান এর ফলশ্রুতিতে আজ আমাদের প্রাণের ভাষা বাংলা । এই দিনটি এলেই এক দৌড়ে চলে যাই সেই ছেলেবেলায় । এক ঝাঁক প্রফেসর এর মাঝে আমার বেড়ে ওঠা , বাড়িওয়ালা বরিশাল কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় মোহাম্মদ হোসেন আলী , আর তার ১০ টি বাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির চরম উদহারণ স্বরূপ হিন্দু প্রফেসর ভাড়াটিয়া । কাজেই বাংলা সংস্কৃতির চর্চা , বাংলার ইতিহাস সঠিক ভাবে আমাদের জানাটা খুব স্বাভাবিক । ওই মহল্লায় ছিল মুক্ত বিহঙ্গ খেলাঘর আসর , বিকেল হলেই এক ঝাঁক শিশু কিশোরের কলরবে মুখরিত থাকতো ওই খেলাঘর । খেলাঘরে সব ধরণের পাঠ পেতাম । শরীর চর্চার জন্য পিটি , কাগজ দিয়ে বানানো ক্রাফট , নাট্য চর্চা , নাচ – গান – খেলাধুলা সহ যত শিক্ষা একটা শিশুর মনুষ্যত্ব বিকাশের জন্য দরকার তা সব

‘জীবন থেকে নেয়া- " জীবন থেকে নেয়া " - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
  ##  A hellojanata.com  Presentation   "  জীবন থেকে নেয়া " #২০২১>২২   -  # ২০২১ > ২২ । বনলতা বোস মোনা ।  #জীবন_থেকে_নেয়া ।  বনলতা বোস মোনা ।  আমি শিক্ষকের মেয়ে , তিন ভাইবোন আর দাদা - দাদী সহ মধ্যবিত্ত পরিবারে মানুষ । আমাদের চাহিদা ছিল সীমিত , আর চাহিদা পূরনের রসদ ও সীমিত । বাড়িতে যা রান্না হয়েছে তা কোন অনুযোগ ছাড়া চুপচাপ খেয়ে নিয়েছি , there I learn to value the food.  স্কুল ড্রেসটা একটু ঢিলা ঢালা আর লম্বা বানানো হতো যাতে দু বছর অনায়াসে পড়া যায় , there I learn to adjust  www.  hellojanata.com কেক বা চকলেটের টুকরো ভাগাভাগি করে তিন ভাইবোন খেতাম , there I learn to share the things with others .  সপ্তাহে একদিন ১ টাকা করে পেতাম টিফিন পিরিয়ডে , there I learn to value the money.  স্কুল /কলেজের শিক্ষক বা বড় কোন মুরুব্বির সাথে দেখা হলে নমস্কার/সালাম দিতাম আর পা ছুঁয়ে প্রনাম করতাম , there I learn to respect elders. বছরে ১ বার পূজা /ঈদে ভালো জামা কাপড় পরতাম আর অধীর আগ্রহে অপেক্ষা করতাম ওই জামাটার‌ জন্য, আমার বেশ মনে আছে জামাটা লুকিয়ে রাখতাম কেউ যেন দেখে না ফেলে , the

‘জীবন থেকে নেয়া-#দুঃসাহসী_প্রফেশন - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
  ##  A hellojanata.com Presentation . ‘জীবন থেকে নেয়া-# দুঃসাহসী-প্রফেশন --    - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন-----   বনলতা বোস মোনা ।। বাংলাদেশে নারীদের অবস্থার মান সত্যি খুব শোচনীয় , ঢাকা সহ বিভাগীয় শহরে গুটিকয়েক নারী কর্মজীবী হলেও সমগ্র দেশে নারীদের সামাজিক এবং পারিবারিক অবস্থা এখোনো উন্নত হয়নি ।  নারী এখোনো প্রফেশন বলতে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক এবং ডাক্তারি বোঝে । ভালো আর্কিটেকট , ভালো গিটার বাদক , ভালো পুলিশ অফিসার , আর্মি , বিজ্ঞানী , সাঁতারু , এথলেটিকসে নারী নেই বললেই চলে  , অবাক করার মতো ব্যাপারটা । অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে কিরন বেদী ১৯৭২ সন থেকেই টপ লেভেলের পুলিশ অফিসার । আমি দীর্ঘদিন ভারতে ছিলাম , বন্ধুদের দেখতাম মেয়ে বাচ্চাদের সাঁতার , ক্যরাটে , ফুটবল , ব্যাডমিন্টন সহ ছেলেদের তালে তাল মিলিয়ে কোচিং করাচ্ছে । আমি জানি না দেশের কন্যা সন্তানরা এসব সুবিধা গুলো ভোগ করছে কিনা । স্পোর্টস এর মধ্যে ইনভলভ থাকলে পেশি শক্তি বাড়ে , আর সেটা নারীদের জন্য খুব দরকারি।  www.  hellojanata.com আমি ঢাকায় যখন চাকরি করতাম তখন মেয়েরা computer programming এর জবে একদম ছিল না । ক্লাইন্ট মিটি

‘জীবন থেকে নেয়া-# তুমি - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
 ##  A hellojanata.com Presentation . ‘জীবন থেকে নেয়া-#তুমি - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন-----   বনলতা বোস মোনা ।। #তুমি   আমাদের সবার কল্পনায় এক #তুমি বাস করে । সেই তোমাকে ঘিরে হাজারো স্বপ্ন দেখতাম এক সময় । কত কল্পনার জ্বাল বুনতাম অবচেতন মনে ।   টিন এজ বয়সে ভাবতাম যে জীবন সঙ্গী হবে সেই হবে কল্পনার তুমি । কিন্তু রিয়ালিটি !!!!! www.  hellojanata.com আমি জানি না আমরা কজন আসলে এই #তুমি এর দেখা পাই ??? আদৌ কি সেই পারফেক্ট  " তুমি  " জীবনে আসে !!! এই জীবনে অনেকেই  প্রেমে ব্যর্থ তো অনেকেই সাকসেসফুল। যারা কল্পনার " তুমি " কে পান নি তাদের বলছি আমরা যারা প্রেম করে বিয়ে করেছি তারাও কিন্তু সেই পারফেক্ট " তুমি " কে পাইনি  মাঝে মাঝে মনে হয় সেই কল্পনার " তুমি " এর সাথে যদি একবার দেখা হতো !!!!! কিন্তু সে স্বপ্ন পূরণ হবার নয় , মানুষের কল্পনা হয়তো কল্পনাই থেকে যাবে আজীবন।  কবিগুরুর ভাষায়,  কবে আর হবে থাকিতে জীবন , আঁখিতে আঁখিতে মোদের মিলন‌!!!!! www.  hellojanata.com আজকাল মাঝে মাঝে নিজের মধ্যে ডুব দিতে ভালো লাগে , ভালো লাগে এই এই কল্পনার "  তুমি &qu

‘জীবন থেকে নেয়া- খোলা জানালা- ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
## A hellojanata.com Presentation . ‘জীবন থেকে নেয়া- খোলা জানালা- ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।। #খোলা_জানালা — বনলতা বোস মোনা ।। বদ্ধ ঘরে একরাশ ফ্রেশ হাওয়া নিয়ে আসে খোলা জানালা , আর এই খোলা জানালার কারণে ঘরের গুমোট ভাবটা দূর হয়ে যায় । www.  hellojanata.com তেমনি মনের ঘরে কিছু লোকের সাথে কনভারসেশন মনটাকে ফ্রেশ করে তোলে , এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ে মনে ….এটাই আমার মনের ঘরে খোলা জানালা ‌। আজকাল এই আধুনিক যুগে কোন কথায় কে কি মনে করলো , কোথায় কে কি কারণে মাইন্ড করলো …এসব নিয়ে বড্ড বিড়ম্বনা । তাই জীবনে কিছু লোক থাকা দরকার যাদের সাথে কোন রকম ভাবনা চিন্তা ছাড়াই নির্দ্বিধায় সবকিছু বলা যায় । আর এই সম্পর্ক গুলো মানসিক স্বাস্থ্যের জন্য বড্ড জরুরি। গুটিকয়েক বন্ধু আছে যাদের সাথে কমুনিকেশন করে বড্ড আনন্দ পাই । ইনবক্সে বা ফোনে এদের সাথে যখনি কথা বলি তখনি ভাবনা হীন ভাবে উড়তে থাকি দিগ- দিগন্তে । একটু খেয়াল করলে দেখবো জীবন সঙ্গী সহ সবার সাথে একটু ভেবে কথা বলি আমরা , কোন কথায় আবার মান অভিমানের পালা শুরু হয় কে জানে , এই ভয়ে অনেক কিছু বুঝে শুনে বলি বা করি, শুধু শুধু অশান্তি

‘জীবন থেকে নেয়া’#Abuse – ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

ছবি
  ## A hellojanata.com Presentation .  ‘জীবন থেকে নেয়া’ #Abuse –   বনলতা বোস মোনা ।। Abuse এর বাংলা মানে হলো শোষন করা । অনেক ধরনের শোষন আছে এই জীবনে , শারীরিক – মানসিক শোষন জীবনের প্রতি স্তরে । শিশুদের এর থেকে রেহাই নেই , child abuse চলছে যুগ যুগান্তর ধরে। কেউ যদি আমাদের মানসিক বা শারীরিক ভাবে শোষন বা অত্যাচার করে তখন আমরা ইমেডিয়েটলি বুঝতে পারি , কিন্তু যখন নিজেরা নিজেদের শোষন করি, তখন ??? www.  hellojanata.com প্রায়ই দেখি সামর্থ্যের বাইরে গিয়ে কাজ করি । যারা home maker / house wise সারাদিন কাজ করেন । যখন কাজ করতে করতে ক্লান্ত , তখন হয়তো বাচ্চার বা স্বামীর কোন খাবারের আবদার মেটানোর জন্য সব ক্লান্তি ভুলে তৎপর হয়ে ওঠে । হয়তো জ্বর তবুও প্যারাসিটামল খেয়ে আবার সেই কাজ শুরু । কর্মজীবী মহিলাদের দের আরেক সমস্যা , কর্মক্ষেত্রে কাজের চাপের ফাঁকে ফাঁকে বাচ্চাদের খাবার দাবার সহ পড়াশোনার চিন্তা পীড়া দেয় , আর দিনশেষে ঘরে ফিরে এলে বাচ্চাদের আব্দার , ঘরের কাজ সহ সব মিলিয়ে জীবনটা জগাখিচুড়ী । পুরুষদের চিন্তা ধারার লেভেল ভিন্ন , সংসারের বোঝা তাদের কাঁধে , কাজেই সংসার স্মুথলি চালানোর জন্য চাকর

’জীবন থেকে নেয়া’-#অপরাগতা-ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

ছবি
  ## A hellojanata.com Presentation .  'জীবন থেকে নেয়া’- #অপরাগতা-  বনলতা বোস মোনা ।। আজকাল অনেক কেই অনেক কিছু ঠিক ভাবে বোঝাতে পারিনা । খারাপ তখন লাগে যখন মানুষটি কাছের মানুষ হয়ে। www.  hellojanata.com   আমি ব্যাক্তিগত ভাবে আমার মতামতটা কারো উপর চাপিয়ে দেই না , শুধু বিনয়ের সাথে সামনে রাখার চেষ্টা করি , কিন্তু সে যদি আমার এ্যাঙ্গেলটা বুঝতে না পারে তখন আমি হাল ছেড়ে দিয়ে চুপটি মেরে যাই । তার যুক্তি তর্কের পাল্টা জবাব দেই না , দিতে ইচ্ছে হয়না… কারন আমি জানি যে কথায় কথা বাড়ে । তাছাড়া , ইংরেজির 9 and 6 জীবনের একটা বড় লেসন দেয় । তোমার দিক থেকে 9 আর উল্টো দিক থেকে 6 , মানে হলো যে যার অবস্থান থেকে ঠিক দেখছি , পার্থক্য শুধু দুজন দুজনের অপোজিটে দাঁড়িয়ে । এইতো গত কিছু সপ্তাহ আগে এক চাইনিজ সুহৃদ বন্ধু ফোন করে কেমন কি আছি জিগ্গেস করলো । আমি ওকে উইকেন্ডে দেখা করতে বললাম । আমার সাথে দেখা করতে চাইলো না , বললো আমায় , ” তোদের দেশে অনেক করোনা , তোদের সাথে ওঠাবসা করা ঠিক হবে না ” সারা বিশ্ব জানে যে করোনা কাদের দেয়া গিফট  আজ ওরাই আমাদের সাথে মিশতে অপারগ । আমি কিছু বলতে গিয়েও থেমে গিয়েছি

#চেতনায়_স্বাধীনতা । বনলতা বোস মোনা ।।

ছবি
 ## A hellojanata.com Presentation . #চেতনায়_স্বাধীনতা । বনলতা বোস মোনা ।। আজ বিজয় দিবস , সেই ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ‌আমাদের ৫০ বছর পূর্তি ,যাকে বলে সূবর্ণ জয়ন্তী । www.  hellojanata.com এক ঝাঁক শিক্ষকদের মাঝে এক অদ্ভুত অসাম্প্রদায়িক পরিবেশে বেড়ে ওঠা , বড় হয়েছি অনেক স্বাধীনতার গল্প শুনতে শুনতে , নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বই পড়তে পড়তে । শিক্ষকদের বাড়িতে একটা লাইব্রেরী থাকবেই , আর সেই সব লাইব্রেরীতে মুক্তিযুদ্ধের বই শোভা পেত । সেই বই গুলোতে ছিল প্রচুর মুক্তিযুদ্ধের ছবি , ছবিগুলো তে ভেসে উঠতো মানুষের আর্তনাদ আর হাহাকারের ছবি, ছিল দেশপ্রেম – নারকীয় হত্যাযজ্ঞ- রাজাকারের বিশ্বাসঘাতকতার এর প্রতিচ্ছবি । বিংশ শতাব্দীতে সবচেয়ে বিশাল আকারের গণহত্যা এই একাত্তরের যুদ্ধে হয়েছে । শিশু – বৃদ্ধ , নারী – পুরুষ , সুস্থ – অসুস্থ সহ কোন দেশপ্রেমিক এই যুদ্ধে রক্ষা পাইনি , ছাড় পেয়েছে শুধু পাকিস্তানী সাপোর্টার । মাঝে মাঝে সেই ছবিগুলো তাড়া করে বেড়ায় । আচ্ছা , বুদ্ধিজীবী দিবসে যে সমস্ত টপ লেভেলের ট্যালেন্টেড লোকগুলোর লিষ্ট বের করে হত্যা করেছিল , তাদের কিভ

জীবন থেকে নেয়া-সন্দেহ ।। ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

ছবি
  ## A hellojanata .com Presentation .  জীবন থেকে নেয়া- সন্দেহ । ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।। জীবন থেকে নেয়া বনলতা বোস মোনা ।। #সন্দেহ# সন্দেহ নামক জিনিস টা আমাদের জীবনের একটা অঙ্গ , ভালোবাসা নামক অনুভূতির সাথে হয়তো বা এর একটা যোগাযোগ আছে । আর আমাদের ভালোবাসার মানুষটাকে ঘিরে বিপরীত লিঙ্গের মানুষের সাথে সখ্যতা নিয়ে যতো সন্দেহ । www.  hellojanata.com এই সন্দেহ নামক জিনিসটা অনেক সম্পর্কের মাঝে এক তিক্ততার জন্ম নেয় । সে শুধু আমাকেই ভালোবাসবে অন্য কাউকে নয়, সে শুধু আমাকেই প্রাধান্য দেবে অন্য কাউকে নয় । তাই সে অন্য কারো সাথে একটু আগ্ৰহ নিয়ে কথা বললেই আমাদের যতো সমস্যা । আসলে এক ধরনের সংকীর্ণ মানসিকতা আর হীনমন্যতার শিকার আমরা । আমাকে ছাড়া অন্য কারো প্রতি তার আগ্ৰহ আমাদের চোখের জ্বলুনি । দাম্পত্য কলহের অন্যতম কারণ এটা। www.  hellojanata.com কেউ আমায় বলেছিল পুরুষ মানুষ ঘর থেকে বাইরে বেশি হাসিখুশি থাকে , কারণ বাইরে সে কোন দ্বিধা ছাড়াই নারী পুরুষ সবার সাথে মন খুলে কথা বলতে পারে বা মিশতে পারে । ঘরে বৌ আছে , তাদের নাকি অনেক সমস্যা মেয়েদের সাথে উৎসাহিত হয়ে কথা বললে । তারমানে না