পোস্টগুলি

১৯৭১ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘১৫ই ডিসেম্বর ১৯৭১, ব্ল্যাকআউটের ঘুটঘুটে আঁধার রাত’।। দেওয়ান মাবুদ আহমেদ ।।

ছবি
  ## A hellojanata.com Presentation.  ‘১৫ই ডিসেম্বর ১৯৭১, ব্ল্যাকআউটের ঘুটঘুটে আঁধার রাত’-  দেওয়ান মাবুদ আহমেদ ।। ১৫ই ডিসেম্বর ১৯৭১, ব্ল্যাকআউটের ঘুটঘুটে আঁধার রাত। সাড়ে এগারো কি প্রায় বারোটা, পুরো ঘর অন্ধকার, আলো বের হয় কি হয়না টিমটিম করে জীবনটাকে কোনোমতে বাঁচিয়ে রেখেছে একটি হারিকেন। কোনোরকমে ছায়া-কায়ার আভাসে প্রতিদিনের মতো অল্প আওয়াজের মধ্যমণি ট্রানজিস্টার ঘিরে চারমাথা এক করে বড়ভাই, তুষার’দা, আরো দু’জন স্বাধীন বাংলা বেতার শুনছিলেন। www.  hellojanata.com হঠাৎ তাদের কেউ একজন “জয় বাংলা” বলে চিৎকার করতেই অপর একজন তৎক্ষণাৎ মুখ চেপে থামিয়ে দিলো। শুরু হলো ফিসফাস “স্যারেন্ডার করতে রাজী হয়েছে”। ফিসফাসের আওয়াজ একটু বাড়তেই ‘কোন দিক থেকে কোন বিপদ আসে’ আতংকে আম্মা ছুটে এসে সবাইকে থামিয়ে দিলেন। সেদিন সেসময় কেন জানি জেগে ছিলাম। বড়দের ফিসফাসের উত্তেজনা সংক্রমিত হয়েছে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছোট্ট এই প্রাণেও। আম্মা জোর করে নিয়ে শুইয়ে দিলেও ভোরসকালে উঠার একটা তাগিদ সুপ্তমনে রয়ে গেলো। ভোরেই উঠলাম। ততক্ষনে আকাশ আলোয় উদ্ভাসিত হতে শুরু করে দিয়েছে। বড়ভাইরা সারারাত ঘুমিয়েছিলেন কিনা জানিনা। তবে তাদের মধ্যে আনন

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

ছবি
  ## A hellojanata.com Presentation. কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।। একটা বিজয়ের জন্যে নয় মাসের কষ্ট গর্ভে ধারন করতে হয়, তার পর বিজয় গর্বের হয়। ত্রিশ লক্ষ শহীদ হতে হয়, দুই লক্ষ ইজ্জত হারাতে হয়। www.  hellojanata.com স্বামী, ভাই ,পিতৃ আর পুত্র হারাতে হয়, এত সব কষ্ট ধারন করে বাংলা মা হয়েছে, তখন সে পোয়াতি, ভুমিষ্ট শিশুর স্বাধীনতা র পাশে ছিলনা ধাত্রী। বিজয় হলোই না হয় শোলই ডিসেম্বর, দেশের ভেতর এখনো এ তোর অর্জিত পরাজিত বারবার। জীবনের অনিবার্য সুখের অর্জন নিয়ে আজ অনেকে সুখি, বাংলা মা কেন আজো চির দুঃখী। আজো বুকের বসন ছিড়ে সম্ভ্রোম হানি হয়, সবুজের লাল সূর্য্, গোলযোগ নয় ফের আগুন লাগা ভোর, কাটেনা টকটকে অস্তের ঘোর। শুধুই উল্লাস মানে বিজয় নয়, যাদের সুখের বিনাসে তোমাদের অনন্দের বিন্যাস, তোমাদের ভালোর লাগি যাদের সর্বনাশ, তাদের জন্যে তোমাদের বুকে কি কোন গর্বের বাস? অনেক হারাতে হয় একটি বিজয়ের জন্যে। ম.ম.রবি ডাকুয়া।। কবি,লেখক, সাংবাদিক।। বাগেরহাট জেলা প্রতিনিধি ।। ## লেখাটি আমাদের ব্লগ ও সামাজিক মাধ্যম সমুহে প্রকাশিত ।। হ্যালো জনতা ডট কম ।। hellojanata,com