পোস্টগুলি

জামাই ষষ্ঠী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এই বাংলায় বারো মাসে তেরো পার্বণ-তার একটি জামাই ষষ্ঠী-সালমা চৌধুরী।

ছবি
  ##  A hellojanata.com  Presentation  --  এই বাংলায় বারো মাসে তেরো পার্বণ-তার একটি জামাই ষষ্ঠী-সালমা চৌধুরী। জামাই ষষ্ঠী ! সালমা চৌধুরী । বারো মাসে তেরো পার্বণ পালন করা বাঙালীর এ যেন এক নিজস্ব উৎসব। সেই মঙ্গল কাব্যের সময় থেকেই জৈষ্ঠ্য মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তে এই পার্বণ পালিত হয়ে আসছে। পুরোনো ইতিহাস ঘাটলে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বী বাঙালী শাশুড়ী মায়েরা মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। তবে “জামাই ষষ্ঠী” আসলেই জামাই খাওয়ানোর অনুষ্ঠান কি না সেটাই সন্দেহের ব্যাপার। এ অনুষ্ঠানটিকে বরং নারীদের অনুষ্ঠান বলেই অনুমান করেন অনেকে। বলা হয়ে থাকে, নারীদের অনুষ্ঠান ‘জামিষষ্ঠী’ বা ‘জাময়ষষ্ঠী’ থেকে কালক্রমে “জামাইষষ্ঠী” শব্দটির উদ্ভব। ‘জামি’ শব্দটি অর্থ সধবা বধূ, কুলবধূ বা এয়োস্ত্রী। মূলত সন্তানলাভের জন্য ‘মা ষষ্ঠীর’ ব্রত এটি। আগে নাম ছিল “অরণ্যষষ্ঠী।” বনে গিয়ে তাল পাখার হাওয়ায় মা ষষ্ঠীকে তুষ্ট করা হত তখন। ফলমূল আহার বিধেয় ছিল। এখনকার মতো জামাইদের কিন্তু ভূরিভোজের আয়োজন হত না। মূলত পুরুষতান্ত্রিক সমাজের চাপে প্রাচীন এই লোকাচারটি নাম বদলে “জামাইষষ্ঠী” তে রূপে নিয়েছে। তব