পোস্টগুলি

Ekush লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Ekush:’একুশের_অহংকার’- ইউএস থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation Ekush:’একুশের_অহংকার’- ইউএস থেকে লিখেছেন বনলতা বোস মোনা । #একুশের_অহংকার — বনলতা বোস মোনা ।। আজ একুশে ফেব্রুয়ারি , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । এই দিবসটি অর্জনের জন্য চরম ত্যাগ করতে হয়েছে বাঙালির । এক ঝাঁক তরুণ প্রাণের বিনিময়ে , তাদের তাজা রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করে গিয়েছেন । তাদের এ বলিদান এর ফলশ্রুতিতে আজ আমাদের প্রাণের ভাষা বাংলা । এই দিনটি এলেই এক দৌড়ে চলে যাই সেই ছেলেবেলায় । এক ঝাঁক প্রফেসর এর মাঝে আমার বেড়ে ওঠা , বাড়িওয়ালা বরিশাল কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় মোহাম্মদ হোসেন আলী , আর তার ১০ টি বাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির চরম উদহারণ স্বরূপ হিন্দু প্রফেসর ভাড়াটিয়া । কাজেই বাংলা সংস্কৃতির চর্চা , বাংলার ইতিহাস সঠিক ভাবে আমাদের জানাটা খুব স্বাভাবিক । ওই মহল্লায় ছিল মুক্ত বিহঙ্গ খেলাঘর আসর , বিকেল হলেই এক ঝাঁক শিশু কিশোরের কলরবে মুখরিত থাকতো ওই খেলাঘর । খেলাঘরে সব ধরণের পাঠ পেতাম । শরীর চর্চার জন্য পিটি , কাগজ দিয়ে বানানো ক্রাফট , নাট্য চর্চা , নাচ – গান – খেলাধুলা সহ যত শিক্ষা একটা শিশুর মনুষ্যত্ব বিকাশের জন্য দরকার তা সব