পোস্টগুলি

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৪ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৪ – হাত পাখার বাতাসে- আকরাম উদ্দিন আহমেদ।।

ছবি
     ##  A hellojanata.com  Presentation  -  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৪ – হাত পাখার বাতাসে- আকরাম উদ্দিন আহমেদ। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৪ – হাত পাখার বাতাসে — আকরাম উদ্দিন আহমেদ। হাত পাখার বাতাসে !! তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি; থাক আমার পাশে।। শিল্লী আকবরের কন্ঠে গান আর মিউজিক ভিডিওতে পূর্ণিমার অভিনয়, অপূর্ব এই গানটি এখনো আমাদের অনেকের মনে দাগ কেটে আছে। গানের সাথে প্রাণের আবেগ সত্যিই আমাদের প্রিয়জনদের অনেক অনেক কাছে নিয়ে আসে। আর এই আবেগের মেলবন্ধনে হাত পাখার অবদান অনশ্বিকার্য‍‍্য। ভেবে দেখুন, কর্ম ক্লান্ত এক কৃষক খাচ্ছে আর গৃহবধু তার হাত পাখা দিয়ে স্বামীকে বাতাস দিচ্ছে। অথবা শিশু তার মায়ের হাত পাখার বাতাস খেতে খেতে তার রূপকথার গল্পের রাজকুমারের ঘোড়ায় চড়ে আনন্দে ঘুমপাড়ানির দেশে চলে যাচ্ছে। এ যেন প্রাণের কাছে হ্নদয়ের টানের মূর্ত প্রতীক। মধ‍্যিখানে অনুঘটক হাত পাখা। হাতপাখার বিবর্তনের ইতিহাস আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে। এমনকি গ্রিক রোমানদের যুগেও এই হাতপাখার প্রচলন ছিল। প্রথম দিকটায় পাখাগুলো ছিল একটা সম্পূর্ণ অংশ। ভাঁজ বা ফোল্ডিং পাখা এসেছে আরো অনেক পরে।