পোস্টগুলি

১৭ এপ্রিল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আজ ১৭ এপ্রিল- মুজিব নগর দিবস । এই দিনে বাংলাদেশ প্রবাসী সরকার গঠিত হয়েছিল ।

ছবি
    ##  A hellojanata.com  Presentation   আজ ১৭ এপ্রিল- মুজিব নগর দিবস । এই দিনে বাংলাদেশ প্রবাসী সরকার গঠিত হয়েছিল । # অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম , পেছনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম এ জি ওসমানী । আজ ১৭ এপ্রিল। আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস । ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের আম্র কাননে বাংলাদেশ প্রবাসী সরকার গঠিত হয়েছিল । একাত্তরে মুক্তিযুদ্ধের ঊষালগ্নে এই দিনটিতে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) নিভৃত এক আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছিল স্বাধীন বাংলার অস্থায়ী বিপ্লবী সরকার। এ আমবাগানকে পরে ‘মুজিবনগর’ নামকরণ করে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। প্রথমে চুয়াডাঙ্গায় অনুষ্ঠানটি করার চিন্তা ভাবনা হয়েছিল কিন্তু বিভিন্ন বিষয় এবং পাকিস্তানী বিমান আক্রমনের কথা মাথায় রেখে স্থান পরিবর্তন মেহেরপুরের বৈদ্যনাথতলায় স্থানান্তরিত করা হয় । সেদিন’ গন্তব্য এবং উদ্দেশ্য’ সকালের দিকে কাউকেই বলা হয় নাই । ভারতের পশ্চিম বঙ্গের কলকাতা প্রেস ক্লাব থেকে ৫০ টির অধিক গাড়ী সহকারে বিদেশী সাংবাদিক এবং কলকাতায় অবস্থানরত বাঙালি সাংবাদিকদের ‘ মু