পোস্টগুলি

২৪মে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Kobi Nozrul islam: আজ ২৪ মে, এদিন কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে এসেছিলেন ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  -- Kobi Nozrul islam: আজ ২৪ মে, এদিন কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে এসেছিলেন । বিদ্রোহের কবি , সাম্যের কবি, অসাম্প্রদায়িকতার কবি,প্রেমের কবি বাংলা ভাষার অন্যতম কবি কাজী নজরুল ইসলাম । তিনি বাংলাদেশের জাতীয় কবি । দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালের ২৪ মে তারিখে কবি কে ঢাকায় নিয়ে আসা হয়েছিল । তিনি তখন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকতেন । রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল আর ঢাকা আসার পরেই তাঁকে ‘জাতীয় কবির’ সম্মানে এবং মর্যাদায় ভূষিত করা হয় । কবি যখন ঢাকায় এসেছিলেন তখন তাঁর সাথে তাঁর পরিবারের কাজী সব্যসাচী , কাজী অনিরুদ্ধ , খিলখিল কাজী সহ পরিবারের সকলেই সেই সম্মানের দিনটি প্রত্যক্ষ করেছিলেন । আজ সেই দিন । # জাতীয় কবি কাজী নজরুল ইসলাম । নতুন স্বাধীনতা পাওয়া বাংলাদেশের বুকে তখন স্বাধীনতার উচ্ছ্বাস , প্রানের কবি, সাহসের কবি কবি কাজী নজরুল ইসলামকে সম্মান দিতে পেরে সেদিন , জীবনের আলোয় উদ্ভাসিত হয় বাঙালী জাতি । সেদিন মহা খুশিতে হেসেছিল জাতি । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক মৌলিক কার্যাবলীর একটি প্রধান হল কবি কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশে নিয়