Kobi Nozrul islam: আজ ২৪ মে, এদিন কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে এসেছিলেন ।

  ## A hellojanata.com Presentation  --


Kobi Nozrul islam: আজ ২৪ মে, এদিন কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে এসেছিলেন ।




বিদ্রোহের কবি , সাম্যের কবি, অসাম্প্রদায়িকতার কবি,প্রেমের কবি বাংলা ভাষার অন্যতম কবি কাজী নজরুল ইসলাম । তিনি বাংলাদেশের জাতীয় কবি ।

দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালের ২৪ মে তারিখে কবি কে ঢাকায় নিয়ে আসা হয়েছিল ।


তিনি তখন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকতেন । রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল আর ঢাকা আসার পরেই তাঁকে ‘জাতীয় কবির’ সম্মানে এবং মর্যাদায় ভূষিত করা হয় । কবি যখন ঢাকায় এসেছিলেন তখন তাঁর সাথে তাঁর পরিবারের কাজী সব্যসাচী , কাজী অনিরুদ্ধ , খিলখিল কাজী সহ পরিবারের সকলেই সেই সম্মানের দিনটি প্রত্যক্ষ করেছিলেন । আজ সেই দিন ।



# জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।

নতুন স্বাধীনতা পাওয়া বাংলাদেশের বুকে তখন স্বাধীনতার উচ্ছ্বাস ,
প্রানের কবি, সাহসের কবি কবি কাজী নজরুল ইসলামকে সম্মান দিতে পেরে সেদিন , জীবনের আলোয় উদ্ভাসিত হয় বাঙালী জাতি । সেদিন মহা খুশিতে হেসেছিল জাতি ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক মৌলিক কার্যাবলীর একটি প্রধান হল কবি কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশে নিয়ে আসা ।
১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় তাঁর ঐতিহাসিক সফর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । সে সময়ই তিনি কবির দেশে আনার বিষয়টি ফয়সালা করে আসেন । বঙ্গবন্ধু সে সময় কবি পরিবারের সাথেও বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে এসেছিলেন । সে সময় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে চিঠি আদান প্রদান ও কথা হয়েছিল ।
সে বিষয় নিয়ে বেশ ভালই কূটনৈতিক পত্র তৎপরতা হয়েছিল । কিন্তু সে সময়ের ভারতের প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী প্রয়াত ইন্দিরা গান্ধী কবির ঢাকা আসার পক্ষে মতামত দিয়েছিলেন ।


অবশেষে মহা সম্মানে বিশেষ বিমানে কবিকে ঢাকায় নিয়ে আসা হয় ।
সে সময় জন্মদিন পালন করবেন বলেই ঢাকা আসেন কবি । কবিকে স্বাগত জানান বাঙালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ঢাকার ধান মণ্ডিতে ,তাঁকে প্রদান করা বাস ভবনে নিয়ে আসা হয় অসুস্থ কবিকে । পরে ঢাকায় কবিকে দেওয়া হয় বাংলাদেশী পাসপোর্ট । কবি কে দেওয়া হয় ‘জাতীয় কবি’র মর্যাদা ।

এক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির জয় হয় । কবি থেকেই যান এ দেশে ।
১৯৭৬ সালে কবি কাজী নজরুল ইসলাম আরো অসুস্থ হয়ে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যু বরন করেন ।
কবি কাজী নজরুল ইসলাম তাঁর একটি লেখায় লিখেছিলেন – ‘মসজিদের পাশে আমায় কবর দিও ভাই’ —
তিনি ওই কবরের পাশে শুয়ে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে চেয়েছিলেন ।
কবির সেই আকাঙ্ক্ষা পুরন করা হয়েছিল ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামে মসজিদের পাশেই কবি কে সমাহিত করা হয়েছিল ।
এখনো আমাদের জাতিয় কবি কাজী নজরুল ইসলাম শুয়ে রয়েছেন সেখানে ।


আনিসুল হক ।
প্রতিবেদক ।
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
কপি অ্যান্ড পেস্ট টু ইওর ব্রাউসার ।
https://hellojanata350.blogspot.com–


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।