এই শীতের রাতের গল্প -- মুসা কামাল এর কলাম ৩ ।।
##A hellojanata.com Presentation. 'এই শীতের রাতের গল্প ---- মুসা কামাল।। শীত পড়েছে। অনেক। আরো কি বেশী পড়বে? আবহাওয়া বিভাগ তাই বলছে। খুব একটা বিশ্বাস নেই। ওরা যদি বলে ঝড় আসবে তাহলে সেই সময়ে ঝলমলে সূর্য হাসে। এমন দেখা যায় সবসময়ই! দেখাই যাক। শীত যদি সে ভাবেই এসে পরে তবে গোটা দুয়েক লেপ লাগবেই। একটাতে হবে না ! দেশে শীতে অনেক মানুষ কষ্ট পাবে।প্রতি বৎসর পায়। শীতের দেশ গুলোতে কম্বল পাওয়া যায় তাতে হিটিং সিসটেম থাকে। বিষয়টি কেমন যেন! হিটিং সিসটেম তো বিদ্যুৎ দিয়ে পরিচালিত হয়! যদি ইলেক্টিফায়েড হয়ে যায়?কেমন যেন ভাবনার বিষয়! না এটি নিয়ে ভাববো না । ভাবার দরকার নেই। তেমন কম্বল তো কিনবোই না। তবে ঢাকায় তো সে রকম কম্বল পাওয়া যেতেই পারে। ঢাকায় টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায় - এমন একটা কথা চালু আছে। www. hellojanata.com - লন্ডন থেকে বন্ধু এনাম হোয়াটস আপ করেছিল - কিরে কি করিস? বিজয় দিবস কেমন করলি? জবাব পেল না।বিজয় দিবস টা কেটে গেছে ঘরের ভেতর। বাহিরে যাই নি । ঘরের ভেতরেই। খিচুরি খেয়ে। একাত্তুরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এটা সেটা খেয়েই যুদ্ধ করতো। মুক্তিবাহিনীর বা যুদ্ধরত দের তো কো