পোস্টগুলি

আকরাম উদ্দিন আহমেএক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৮ – সম্পর্কের পোস্টমর্টেম!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
     ##  A hellojanata.com  Presentation ‘প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৮ – সম্পর্কের পোস্টমর্টেম!! # আকরাম উদ্দিন আহমেদ। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৮ -!! # আকরাম উদ্দিন আহমেদ। সম্পর্কের পোস্টমর্টেম!! কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষকে কখনো ভোলা যায় না। ঠকতে ঠকতে বোকা মানুষটিও একদিন বুঝতে শিখে কে তার ভালো চায়, আর কে তাকে ব্যবহার করে। কারোর প্রশংসা করলে খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই সেটা বিশ্বাস করে । <a href=" https://www.facebook.com/D-Diamond-BD-165773995238224 ">D. Diamond BD</a> মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা । যার মধ্যে ভালোবাসা নেই তার কোন দুর্বলতাও নেই, ভালবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়, আবার সেই ভালোবাসাই কাল হয়ে দাঁড়ায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার মনে সামান্যতম কষ্ট নেই,কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কাউকে ভালোবাসা দিলে তা হয়তো নাও ফিরে পাওয়া যেতে পারে। তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাওয়া যাবে। হেরে যাব বলে পথ