পোস্টগুলি

সব পেয়েছির দেশে ৪০ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সব পেয়েছির দেশে’- ৪০ - বাল্টিমোর থেকে আবদুল হাকিম। ।

ছবি
  ## A hellojanata.com Presentation.  ‘সব পেয়েছির দেশে’- ৪০  - আবদুল হাকিম।। Hellojanata.com সব পেয়েছির দেশে  ৪০ নির্বাচনি প্রচারনা তুঙ্গে । তবে নেই কোন হট্টগোল । মারামারি । ধাওয়া-পাল্টা ধাওয়া । দৈনন্দিন জিবনে নেই কোন ছন্দপতন । যে যার মতো কাজ করে যাচ্ছে । মাঝে মাঝে দু’একটা কথাবার্তা, এই যা - ।  তবে এবারের নির্বাচন আমেরিকানদের জন্য একটু বিশেষ তাৎপর্যপুর্ন সন্দেহ নেই । বারাক ওবামা যদি জিতেই যায়, তবে তিনিই হবেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট । মেরিল্যান্ড কৃষ্ণাঙ্গ সঙখ্যাগরিষ্ঠ এলাকা, তাই স্বভাবতই এখানে উচ্ছ্বাসটা একটু বেশিই । এখেত্রে টেলিভিসনের ভুমিকা সবচেয়ে গুরুত্বপুর্ন । এখানে কৃষ্ণাঙ্গ স্বেতাঙ্গই সুধু নয়, এশিয়ান, হিস্পেনিক, ল্যাটিনো, এমনকি নারি ভোটার পুরুষ ভোটারের পরিসঙখ্যান নিয়ে চুলচেরা হিসাব নিকাস চলছেই । একটা জিনিস আমি বুঝিনা, ভোটাভুটিতে পক্ষ বিপক্ষ থাকবেই । পছন্দ অপছন্দ থাকবেই । তাইবলে টেলিভিসনে, তথা সরকারিভাবে এই বৈষম্যকে প্রাধান্য দিয়ে বিভাজনকে ধরে রাখার অপচেষ্টা আমেরিকার মতো একটি উন্নত ও গনতান্ত্রিক দেশে কিভাবে সম্ভব  ? - যাকগে । আমি আদার ব্যাপারি -    কাল কাজ থেকে ফিরেছি