পোস্টগুলি

প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ৩৭ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৭ – সুখের সন্ধানে!! # আকরাম উদ্দিন আহমেদ। সুখের সন্ধানে!!

ছবি
    ##  A hellojanata.com  Presentation প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৭ – সুখের সন্ধানে!! # আকরাম উদ্দিন আহমেদ। সুখের সন্ধানে!! গুপী, বাঘাকে ভূতের রাজা তিনটি বর দিয়েছিল। ভূতের রাজা আমাদের তিনটি বর দিতে চাইলেও মুশকিল। কোনটা পেলে সবচেয়ে ভাল থাকা যাবে, আমরা তা জানি না। জানার জন্য আমরা চারপাশের লোকদের কার অবস্থা ভালো তার খোঁজটা নিয়ে সুখের পরিমাণটা জানতে চেষ্টা করব। কিন্তু মুশকিল হল, সুখ কীসে হয়, কী পেলে ভাল থাকা যায়, প্রশ্নটা ভয়ানক গোলমেলে। ভেবে দেখুন তো, ভূতের রাজা এসে যদি এক্ষুনি তিনটে বর দিতে চায়, কী চাইবেন? মাথা চুলকে যদি চেয়েও ফেলেন, তার পর মনে হবে না তো, ইস্‌, এটার বদলে ওটা চাইলে ঢের ভাল !  এক রসিক ভদ্রলোক বলেছিলেন, নিজের ভায়রার চেয়ে যার রোজগার একশোটা টাকা বেশি, সে-ই সুখী! ইয়ার্কির অংশটুকু বাদ দিলে একটা কাজের কথা পড়ে থাকে— আমরা সুখী কি না, সেটা বোঝার একমাত্র পথ তুলনা। হয় চারপাশের লোকদের সঙ্গে তুলনা, নতুবা নিজের অতীতের সঙ্গে তুলনা। এ যে সুখের দাড়িপাল্লা। উল্টো দিকে অন্য কাউকে না রাখলে সুখের পরিমাণটা বোঝার উপায় নেই। এদিকে কবি গুরু বলছেন- তুমি সুখও যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও! অর্থাৎ