প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৭ – সুখের সন্ধানে!! # আকরাম উদ্দিন আহমেদ। সুখের সন্ধানে!!

    ## A hellojanata.com Presentation





প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৭ – সুখের সন্ধানে!! # আকরাম উদ্দিন আহমেদ। সুখের সন্ধানে!!


গুপী, বাঘাকে ভূতের রাজা তিনটি বর দিয়েছিল। ভূতের রাজা আমাদের তিনটি বর দিতে চাইলেও মুশকিল। কোনটা পেলে সবচেয়ে ভাল থাকা যাবে, আমরা তা জানি না। জানার জন্য আমরা চারপাশের লোকদের কার অবস্থা ভালো তার খোঁজটা নিয়ে সুখের পরিমাণটা জানতে চেষ্টা করব।

কিন্তু মুশকিল হল, সুখ কীসে হয়, কী পেলে ভাল থাকা যায়, প্রশ্নটা ভয়ানক গোলমেলে। ভেবে দেখুন তো, ভূতের রাজা এসে যদি এক্ষুনি তিনটে বর দিতে চায়, কী চাইবেন? মাথা চুলকে যদি চেয়েও ফেলেন, তার পর মনে হবে না তো, ইস্‌, এটার বদলে ওটা চাইলে ঢের ভাল ! 

এক রসিক ভদ্রলোক বলেছিলেন, নিজের ভায়রার চেয়ে যার রোজগার একশোটা টাকা বেশি, সে-ই সুখী!
ইয়ার্কির অংশটুকু বাদ দিলে একটা কাজের কথা পড়ে থাকে—
আমরা সুখী কি না, সেটা বোঝার একমাত্র পথ তুলনা। হয় চারপাশের লোকদের সঙ্গে তুলনা, নতুবা নিজের অতীতের সঙ্গে তুলনা। এ যে সুখের দাড়িপাল্লা। উল্টো দিকে অন্য কাউকে না রাখলে সুখের পরিমাণটা বোঝার উপায় নেই।

এদিকে কবি গুরু বলছেন-
তুমি সুখও যদি নাহি পাও
যাও সুখেরও সন্ধানে যাও!

অর্থাৎ সুখের সন্ধান করতে হবে।
এখন ফেলানীকে যদি ছেড়ে দেন সুখের সন্ধানে, তাহলে সে তো তার সীমানা অতিক্রম করবে। পরিনামে সে গুলি খেয়ে কাঁটাতারের বেড়ায় আটকে থাকবে। নইলে আরেকজনের হাত ধরে চলে যাবে।

গায়ক মান্না দে ঠিকই গেয়েছিলেন-
সবাই তো সুখী হতে চায়,
তবু কেউ সুখী হয় কেউ হয়না।

আসলে সব মানুষই সুখের পেছনে ছোটে। কিন্তু সুখ সবার ভাগ্যে জোটে না। তবুও সুখী হওয়ার জন্য চলে নিরন্তর চেষ্টা। যে ছেলেটির সহায় সম্বল কিছুই নেই, সেও মায়ের কাছে বায়না ধরে বিদেশ যাওয়ার। সুখের সোনার হরীণটা ধরে আনবে বলে বাবা জায়গা জমি, ভিটেমাটি বিক্রি করে ছেলের বায়না পুরণ করেন। পরিনামে কি পায় তারা! তা আমরা কমবেশী সবাই জানি।

গবেষকেরা বলছেন, সুখের পেছনে হরদম ছোটা-ছুটির দরকার নেই। দরকার নেই অঢেল টাকা-কড়ি বা বিলাসিতার। সাধারণ কিছু কৌশল অবলম্বন করেই সুখী হওয়া যায়। সিনেমা দেখ, থিয়েটারে যাও, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, বই পড় মহৎ কর্ম কর, মিছেমিছি হাস, দেখবে তুমি সুখী হতে পেরেছো।

আমার হিসেবটা একটু ভিন্ন। ছোটবেলায় আলেকজান্ডার পোপের একটি কবিতা পড়েছিলাম, ‘হ‍্যাপি দ‍্যা ম‍্যান,। যার মোদ্দাকথা ছিল-
সেই সুখী, যার আকাঙ্ক্ষা কম এবং
তার যা আছে, তাতেই সে সন্তুষ্ট।

এখন ভেবে দেখুন আকাঙ্ক্ষার লাগামটা টেনে ধরতেই হবে, যদি সুখী হতে চান। নতুবা সুখ পাখীটা আপনার ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে।

আকরাম উদ্দিন আহমেদ
লেখক
কুড়িগ্রাম।
২৬/০৩/২০২২ ।


আকরাম উদ্দিন আহমেদ ।
লেখক ।
কুড়িগ্রাম ।
# জনাব আকরাম উদ্দিন আহমেদ হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
# তাঁর সকল লেখা আমাদের ব্লগ এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হয় ।।
হ্যালো জনতা ডট কম।।
www. hellojanata.com –

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
hellojanata.com —
https://hellojanata350.blogspot.com–



মন্তব্যসমূহ

  1. Come, Visit & Enjoy—– Then Collect 100% pure DIOMOND ,
    platinum and gold product .

    https://www.facebook.com/D-Diamond-BD-165773995238224


    Read More and Read More —-
    https://hellojanata350.blogspot.com/


    Read More and Read More —-

    https://hellojanata.com/

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।