পোস্টগুলি

ধান ক্ষেত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Nature:আজ ধানেরক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা-দেওয়ান মাবুদ আহমেদ ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  --  Nature:আজ ধানেরক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা- দেওয়ান মাবুদ আহমেদ । মাটির সোঁদা গন্ধ আর নতুন ধানের মৌ মৌ গন্ধে শহুরে আমি উপর থেকে চারপাশে আনন্দের আবহ দেখছি। এখনো বিলের ধানক্ষেত গুলোয় কিছু ধান কাটা বাকি রয়ে গেছে। বিশাল বিল হিসাবে ধানকাটার শ্রমিকের কিছুটা অভাব তো আছেই । একজনের পর আরেকজনের জমির ধান কাটা হচ্ছে। এখানে দৈনিক ৮০০ টাকা ও একবেলা খাবারের বিনিময়ে শ্রমিকরা পালাক্রমে কৃষকদের ধান কেটে দিচ্ছে। দু’চারজনের সাথে আলাপে শুনলাম, জমির অর্ধেক ধান শ্রমিকরা নিয়ে নিবেন । এমন চুক্তিতে কোথাও কোথাও ধান কাটা হচ্ছে। দিঘলী ও গুটার বিল একফসলী এলাকা। গতবছর এখানে বিঘাপ্রতি ২৫-২৮ মন ধান হয়েছিলো। এবার হয়েছে ২০-২২ মন। শেষদিকে এসে ঝড়-বৃষ্টির ঝাপটা, পোকার আক্রমন , চিটা ধরা, একটু নিচু জমির ধান বৃষ্টির ঝাপটায় হেলে পড়ে পানিতে ডুবে থাকার কারণে পঁচে যাওয়া সহ বিভিন্ন কারণে এবার কৃষকরা আশানুরুপ ফলন ঘরে তুলতে পারেননি। তবে ভাগ্য ভালো, এখনো বন্যার পানি ঢোকা শুরু হয়নি। সার, বীজ, কীটনাশকের খরচ; সেচের পানির খরচ, ধান কাটার শ্রমিকের খরচ, ট্রাক্টরে করে ধান নিরাপদ জায়গায় আনাসহ