Nature:আজ ধানেরক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা-দেওয়ান মাবুদ আহমেদ ।

  ## A hellojanata.com Presentation  -- 

Nature:আজ ধানেরক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা-

দেওয়ান মাবুদ আহমেদ ।



মাটির সোঁদা গন্ধ আর নতুন ধানের মৌ মৌ গন্ধে শহুরে আমি উপর থেকে চারপাশে আনন্দের আবহ দেখছি।
এখনো বিলের ধানক্ষেত গুলোয় কিছু ধান কাটা বাকি রয়ে গেছে।

বিশাল বিল হিসাবে ধানকাটার শ্রমিকের কিছুটা অভাব তো আছেই । একজনের পর আরেকজনের জমির ধান কাটা হচ্ছে। এখানে দৈনিক ৮০০ টাকা ও একবেলা খাবারের বিনিময়ে শ্রমিকরা পালাক্রমে কৃষকদের ধান কেটে দিচ্ছে।
দু’চারজনের সাথে আলাপে শুনলাম, জমির অর্ধেক ধান শ্রমিকরা নিয়ে নিবেন । এমন চুক্তিতে কোথাও কোথাও ধান কাটা হচ্ছে।



দিঘলী ও গুটার বিল একফসলী এলাকা। গতবছর এখানে বিঘাপ্রতি ২৫-২৮ মন ধান হয়েছিলো। এবার হয়েছে ২০-২২ মন। শেষদিকে এসে ঝড়-বৃষ্টির ঝাপটা, পোকার আক্রমন , চিটা ধরা, একটু নিচু জমির ধান বৃষ্টির ঝাপটায় হেলে পড়ে পানিতে ডুবে থাকার কারণে পঁচে যাওয়া সহ বিভিন্ন কারণে এবার কৃষকরা আশানুরুপ ফলন ঘরে তুলতে পারেননি। তবে ভাগ্য ভালো, এখনো বন্যার পানি ঢোকা শুরু হয়নি।



সার, বীজ, কীটনাশকের খরচ; সেচের পানির খরচ, ধান কাটার শ্রমিকের খরচ, ট্রাক্টরে করে ধান নিরাপদ জায়গায় আনাসহ বিভিন্ন খরচ ও নিজের কায়িক পরিশ্রমে এ এলাকার কৃষক বছরে একবার ঘরে ধান তুলতে পারেন।


সারা বৎসরের সংসার ব্যয়ভার নির্বাহ, জমির মালিকের ধানের ভাগ, অনেক ক্ষেত্রে ঋণসহ বিভিন্ন কারণে ধান তুলেই একফসলী জমির কৃষকরা লাভ-ক্ষতি হিসাব করে অপেক্ষা করার সুযোগ পাননা, বিক্রি করে দিতে বাধ্য হন।


এখনো সরকারি পর্যায়ে কেনা শুরু হয়নি। ব্যবসায়ীরা ধান কিনছেন। এসব ধানের জাত সম্পর্কে শহুরে আমি তেমন একটা জানিনা, ব্যাখ্যাও দিতে পারবোনা।
আটাশ ধান প্রতিমন ৮৫০-৯২০ টাকা, হাইব্রীড ৯৫০ টাকা ও জিরা ১১৫০ টাকায় বিক্রয় হচ্ছে।
তারপরেও নতুন ধান নিয়ে ঘরের নারী-পুরুষ সবার চরম ব্যস্ততার মাঝেও কৃষাণ-কৃষাণীর মুখে লেপ্টে আছে ফসল ঘরে তুলতে পারার একটা প্রশান্তি।


# দিঘলি বিল এলাকা । শিকারপুর ইউনিয়ন, নওগাঁ সদর, নওগাঁ জেলা।


দেওয়ান মাবুদ আহমেদ ।


প্রকৃতিপ্রেমী এবং প্রতিবাদী লেখক ।
হ্যালো জনতার শুভানুধ্যায়ী ।
ছবি – লেখক প্রেরিত । ফাইল ফটো ।
# জনাব দেওয়ান মাবুদ আহমেদ হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
# তাঁর সকল লেখা আমাদের ব্লগ এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হয় ।।
# লেখাটি আমাদের ব্লগেও পাবেন ।
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
hellojanata.com —
https://hellojanata350.blogspot.com–
হ্যালো জনতা ডট কম ।
hellojanata.com .

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।