পোস্টগুলি

নাগর দোলার দোলা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৪ – নাগর দোলার দোলা!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
 ##  A hellojanata.com  Presentation ‘প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৪ – নাগর দোলার দোলা!! # আকরাম উদ্দিন আহমেদ। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৪ – নাগর দোলার দোলা!! # আকরাম উদ্দিন আহমেদ। নাগর দোলার দোলা!! নাগরদোলা, নামটি শুনলেই মনের মধ্যে কেমন যেন একটা দোলা লাগে। হারিয়ে যেতে ইচ্ছে করে সেই ছোটবেলায়। মনে পড়ে যায় গ্রাম বাংলার মেলা, পার্বণ আর নানা স্মৃতি। বাংলাদেশের বিভিন্ন মেলা ও উৎসব বা অনুষ্ঠানে এই নাগরদোলা শিশুদের একটি বাড়তি বিনোদন এনে দেয়। মেলায় নাগর দোলা না থাকলে তা ঐ মেলার পূর্ণতা পায়না। একসময়ে বাংলাদেশের তৎকালীন মহকুমা এবং জেলা সদর গুলোতে প্রতিবছর শীত কালে সরকারি উদ্দোগে “কৃষি স্বাস্থ্য শিক্ষা ও শিল্প প্রদর্শনীর আয়োজন করা হতো। এই প্রদর্শনীর প্রতিটিতে শিশুদের বিনোদনের জন্য নাগর দোলার ব‍্যবস্থা থাকত। বাচ্চারা যখন কোন মেলায় যায় সে যদি কোন নাগর দোলায় না উঠে তাহলে তার বিনোদনের একটি অপূর্ণতা থেকেই যায়। সে কারনে বাচ্চারা বাবা মায়ের কাছে আবদার করে বসে নাগরদোলায় উঠার জন্য । যদিও বাচ্চারা এটিতে উঠতে ভয় পায় । কারন যখন এটি উপর থেকে নিচে নামে তখন মনে হয় নিচে পড়ে গেলো । তখন সবাই একটু ভয় পায় । যদিও বিষয়টি খুব র