পোস্টগুলি

মানবাধিকার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

'তোমাকে বধিবে যে,গোকুলে বাড়িছে সে '---- মুসা কামাল।।

ছবি
 ' তোমাকে বধিবে যে,গোকুলে বাড়িছে সে' মুসা কামাল।।   আসলে মানবাধিকার বলে যারা লম্ফ ঝম্প করেন তারা আসলে বুঝতেই পারেন না — বিষয়টি আসলে কি? www.  hellojanata.com যেমন সীমান্তের বিষয় না বুঝেই ‘ গরুচোর’ কথাটি শুনলেই বা পরলেই চিৎকার করেন! আরে ভাই সীমান্তে বেড়িয়ে আসেন ক’দিন বুঝতে পারবেন কি হয় সেখানে? তাই বলে ভাববেন না যেন আমি সীমান্তে গুলি করে মানুষ হত্যা সার্পোট করছি। আপনি কি কখনো বাংলাদেশের দক্ষিন অঞ্চলে ভ্রমন করেছেন? ধরুন সেই সময় টিতে যখন Rab তৈরী হয় সেই সময় টিতে এদিকটায় গিয়েছিলেন। তখন কিন্তু ‘গলা কাটার রাজনীতি’ গ্রাম থেকে গ্রামান্তরের নিশুতি রাত কে দিনের পরে দিন আতঙ্কিত করে রেখেছিল। সেই সময়ের কথা বলছি। সেই সময়ে সেই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষে কিছুই করার ছিল না, মৃত স্বজনদের পোস্টমর্টেম করা ছাড়া! বাংলাদেশের এ ধরনের হত্যাকান্ডে কাজী আরেফ আহমেদ আর সেই সাথে আরো ৫/৬ জনের হত্যাকান্ডের উপমা দেয়া যেতে পারে,স্মরন করা যেতে পারে । মনে করা যেতে পারে চুয়াডাঙ্গা অঞ্চলের কমরেড মোখলেছুর রহমানের হত্যাকান্ডের কথা।কমরেড মোখলেছ ছিলেন বামপন্থী নেতা। যতদুর মনে পরে তিনি জনাব মেনন সাহেবের দলের পল