পোস্টগুলি

চোখের আড়াল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৬ – চোখের আড়াল… # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৬ – চোখের আড়াল… # আকরাম উদ্দিন আহমেদ। চোখের আড়াল… গুনী জনেরা বলেন- “কারো চোখের আড়াল হলেই যদি তার মনেরও আড়াল হয়ে যাও, তাহলে তুমি তার মন স্পর্শ করতে পারোনি… মন স্পর্শ করতে পারলে মানুষ কখনো মনের আড়াল হয় না !! অনেকে ব‍্যস্ততার কথা বলেন-ব‍্যস্ততা নয় অবহেলাই প্রিয়জনকে দূরে সরিয়ে দেয়। অবহেলার সম্পর্ক বেশী দিন টিকিয়ে রাখা যায়না। তোমার দু’দিন অনুপস্থিতিতে যে মানুষটা অন্য কাউকে ঠিকই খুঁজে নিতে পারে, তার কাছে আর যাই হোক তোমার মূল্য নেই… অনেকেই সাধারন ভাবে বলেন- চোখের আড়াল তো মনের আড়াল— এটি আবার কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? চোখ দিয়ে তো আমরা দেখি, আর মন দিয়ে আমরা অনুভব করি। অর্থাৎ চোখ দিয়ে হয় দৃষ্টি, আর মন দিয়ে হয় অন্তর্দৃষ্টি। সময়ের সাথে সাথে বা বয়োবৃদ্ধির সাথে সাথে কর্ণ থেকে চলে যায় শ্রবণ শক্তি, ত্বক থেকে হারিয়ে যায় স্পর্শের অনুভূতি, তেমনি নয়ন থেকেও ক্ষীণ হয়ে আসে দৃষ্টি শক্তি। কিন্তু মানুষের মনের বয়স হয়না। মন তো থাকে চির যুবা। মনে গেঁথে থাকে সেই পঞ্চেন্দ্রিয়ের অনুভূতি। তাই তো মনে রাখার থেকে ভুলে যাওয়া হয়ে ওঠে শক্ত