প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৬ – চোখের আড়াল… # আকরাম উদ্দিন আহমেদ।

   ## A hellojanata.com Presentation



প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৩৬ –
চোখের আড়াল…
# আকরাম উদ্দিন আহমেদ।

চোখের আড়াল…
গুনী জনেরা বলেন-
“কারো চোখের আড়াল হলেই যদি তার মনেরও আড়াল হয়ে যাও, তাহলে তুমি তার মন স্পর্শ করতে পারোনি…
মন স্পর্শ করতে পারলে মানুষ কখনো মনের আড়াল হয় না !! অনেকে ব‍্যস্ততার কথা বলেন-ব‍্যস্ততা নয় অবহেলাই প্রিয়জনকে দূরে সরিয়ে দেয়। অবহেলার সম্পর্ক বেশী দিন টিকিয়ে রাখা যায়না। তোমার দু’দিন অনুপস্থিতিতে যে মানুষটা অন্য কাউকে ঠিকই খুঁজে নিতে পারে, তার কাছে আর যাই হোক তোমার মূল্য নেই…

অনেকেই সাধারন ভাবে বলেন-
চোখের আড়াল তো মনের আড়াল— এটি আবার কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?

চোখ দিয়ে তো আমরা দেখি, আর মন দিয়ে আমরা অনুভব করি। অর্থাৎ চোখ দিয়ে হয় দৃষ্টি, আর মন দিয়ে হয় অন্তর্দৃষ্টি। সময়ের সাথে সাথে বা বয়োবৃদ্ধির সাথে সাথে কর্ণ থেকে চলে যায় শ্রবণ শক্তি, ত্বক থেকে হারিয়ে যায় স্পর্শের অনুভূতি, তেমনি নয়ন থেকেও ক্ষীণ হয়ে আসে দৃষ্টি শক্তি। কিন্তু মানুষের মনের বয়স হয়না। মন তো থাকে চির যুবা। মনে গেঁথে থাকে সেই পঞ্চেন্দ্রিয়ের অনুভূতি। তাই তো মনে রাখার থেকে ভুলে যাওয়া হয়ে ওঠে শক্ত। এটা তখনই হয় যখন দুটি প্রাণ, দুটি সত্তার মধ্যে গড়ে ওঠে এক অটুট বন্ধন। এই বন্ধন থেকেই জন্ম নেয় বন্ধুত্ব। বন্ধু যে কেউ হতে পারে। মা-বাবাও হতে পারে, ভাই-বোনও হতে পারে, সন্তানও হতে পারে আবার পুরুষের সাথে পুরুষের। আবার হতে পারে কোনো প্রেয়সীর। বন্ধুত্বের কোনো জাত নেই, কোনো পদবি নেই, কোনো বয়সও নেই। বিষয়টা তো সম্পর্কের নয়, বিষয়টা বন্ধুত্বের অটুট বন্ধনের। আর এই বন্ধনের কাছে দূরত্ব, অনুপস্থিতি, অদর্শনের কোনো মূল‍্যই নেই। কাছে থাকার প্রয়োজনও নেই । মনে থাকলেই কাছে থাকবে। থাকেও। সামনা-সামনি তো অনেক কথাই বলা যায়, বলা হয়। কিন্তু কাছে যাকে পাওয়া যায় না, তার সাথে কথা বলতে লাগে ভিন্ন সুর যা অভিন্ন হৃদয়কে আরও কাছে টেনে নেয়। নয় কি?

সত্যি বলতে কি, চোখের আড়াল হলে কিন্তু মনের আড়াল হয়। আমি মনে করি অন্তত কিছু ক্ষেত্রে তাই হয়। চোখের আড়াল হলে কিছুটা তো মনের আড়াল হয়ই। মানুষ নতুন পরিবেশে অনেক নতুন নতুন মানুষের সাথে মিশে। সেখানে তাদের নতুন দিন, নতুন জীবন শুরু হয়। এভাবে বিচ্ছিন্ন হওয়া ভিন্ন ভিন্ন পরিবেশে মানাতে গিয়ে সম্পর্কে কিছুটা তো ভাটা পড়েই। তবে কিছু সম্পর্ক থেকে যায় যেগুলা দূরে গেলেও ভাঙ্গে না। এগুলা আবার খুব কমই দেখা যায়। এটাই স্বাভাবিক। যারা ফোকাসে থাকে মানুষ তাদের নিয়েই কথা বলে। তাদের নিয়েই ভাবে l তবে ব্যতিক্রম যে নেই তা কিন্তু নয় ; সম্পর্ক কেমন থাকবে তা এক একটা মানুষের মন-মানসিকতার উপরেও অনেকাংশে নির্ভর করে। কারোর ক্ষেত্রে কাছে থেকেই বুঝতে পারেনা, দুরত্ব এসে যায়। আবার কারোর ক্ষেত্রে এই দুরত্বটাই একে অপরকে কাছে আনে l কথায় বলে না ” দুরে গেলেই মুল্য বোঝা যায় ” আবার অনেক ভালো সম্পর্ক দুরে চলে যাবার কারণে খারাপ হয়, দুরত্ব এসে যায় l তাই মানুষের উপরেই সম্পূর্ণ ভাবে নির্ভর করে যে সে কিভাবে তার সম্পর্কটাকে বজায় রাখবে l আবার অনেকের ক্ষেত্রে হতে পারে, চোখের আড়াল হওয়া মানে আরো কাছে আসা । তবে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে কমুনিকেশন খুব জরুরি, আর তা সে যেভাবেই হোক না কেন।

চোখের আড়াল মানেই মন থেকেও দূরে চলে যায় প্রিয় মানুষ, বা তার প্রতি অনুভূতি ধীরে ধীরে কমতে থাকে। সাধারণত এমনটাই ভেবে থাকি আমরা। কিন্তু দূরত্ব ভালোবাসার জন্য কোনো বাধা নয়। তারপরও ব‍্যবধান তৈরি হয়।

সমাজ ছাড়া মানুষ চলতে পারেনা। আমাদের সামাজিক পারস্পরিক সম্পর্ক অটুট রাখার স্বার্থেই আমরা একাজ গুলো করতে পারি।

যেকোনো সম্পর্কে যোগাযোগ হচ্ছে সেতুবন্ধন। প্রিয় মানুষ গুলোর সঙ্গে আপনার যোগাযোগ যত বেশি হবে ততই সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার সুযোগই পাবে না

আজকাল যোগাযোগ ব‍্যবস্থা অনেক সহজ। চাইলেই প্রিয় মানুষ গুলোকে দেখার সুযোগ রয়েছে। আপনার যেমন তাদের দেখতে ইচ্ছে করে, তাদেরও নিশ্চয় ইচ্ছা করে তাহলে চিন্তা কিসের বেড়িয়ে পড়ুন। সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়ান।

কোনো কাজ করার আগে প্রিয়জনের পরামর্শ নিন। তিনি নিজেকে আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে করে খুশি থাকবেন, আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবেন।

অভিমান তো হতেই পারে কোনো কারণে, তবে সম্পর্কের মাঝে কখনো ইগো আসতে দেবেন না। প্রিয় মানুষটিকে আগে স্যরি বললে আপনি ছোট হয়ে যাবেন না। মন খারাপ থাকলে আপনিই না হয় মানিয়ে নিলেন দুই একবার, এরপর সম্পর্ক যখন স্বাভাবিক থাকে তখন তাকে বুঝিয়ে বলুন

গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ সব কিছু শেয়ার করুন…প্রতিদিন। কী হচ্ছে, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন সব জানান। তাদের দিন কিভাবে কাটলো এটাও জানতে চান।

এগুলো করেই দেখুন, প্রিয়জনেরা বুঝে নেবেন যে আপনি তাদের অনেক ভালোবাসেন, মিস করেন। তাদের বোঝান জীবনের প্রতিটি পথ আপনি তাদের পাশেই হাঁটতে চান….

আর তারপরেও যদি প্রিয়জন না বুঝে তবে এই বলে নিজের মনকে সান্ত্বনা দিন-
“যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

আকরাম উদ্দিন আহমেদ।
লেখক।
কুড়িগ্রাম।
১৯/০৩/২০২২






আকরাম উদ্দিন আহমেদ ।
লেখক ।
কুড়িগ্রাম ।
# জনাব আকরাম উদ্দিন আহমেদ হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
# তাঁর সকল লেখা আমাদের ব্লগ এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হয় ।।
হ্যালো জনতা ডট কম।।
www. hellojanata.com –

হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
hellojanata.com —
https://hellojanata350.blogspot.com–

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।