পোস্টগুলি

দুঃসাহসী_প্রফেশন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘জীবন থেকে নেয়া-#দুঃসাহসী_প্রফেশন - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।

ছবি
  ##  A hellojanata.com Presentation . ‘জীবন থেকে নেয়া-# দুঃসাহসী-প্রফেশন --    - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন-----   বনলতা বোস মোনা ।। বাংলাদেশে নারীদের অবস্থার মান সত্যি খুব শোচনীয় , ঢাকা সহ বিভাগীয় শহরে গুটিকয়েক নারী কর্মজীবী হলেও সমগ্র দেশে নারীদের সামাজিক এবং পারিবারিক অবস্থা এখোনো উন্নত হয়নি ।  নারী এখোনো প্রফেশন বলতে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক এবং ডাক্তারি বোঝে । ভালো আর্কিটেকট , ভালো গিটার বাদক , ভালো পুলিশ অফিসার , আর্মি , বিজ্ঞানী , সাঁতারু , এথলেটিকসে নারী নেই বললেই চলে  , অবাক করার মতো ব্যাপারটা । অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে কিরন বেদী ১৯৭২ সন থেকেই টপ লেভেলের পুলিশ অফিসার । আমি দীর্ঘদিন ভারতে ছিলাম , বন্ধুদের দেখতাম মেয়ে বাচ্চাদের সাঁতার , ক্যরাটে , ফুটবল , ব্যাডমিন্টন সহ ছেলেদের তালে তাল মিলিয়ে কোচিং করাচ্ছে । আমি জানি না দেশের কন্যা সন্তানরা এসব সুবিধা গুলো ভোগ করছে কিনা । স্পোর্টস এর মধ্যে ইনভলভ থাকলে পেশি শক্তি বাড়ে , আর সেটা নারীদের জন্য খুব দরকারি।  www.  hellojanata.com আমি ঢাকায় যখন চাকরি করতাম তখন মেয়েরা computer programming এর জবে একদম ছিল না । ক্লাইন্ট মিটি