পোস্টগুলি

বাংলা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাঙলা বানানে ভাইরাস-- ১৮-- আবদুল হাকিম ।।

ছবি
  ## A hellojanata.comPresentation.  বাঙলা বানানে ভাইরাস।। ১৮ আবদুল হাকিম ।। প্রথম লেখা – ২০০৩ সঙস্করন – ২০২১ সাহিত্য সঙস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক ” নতুন দিগন্ত ” পত্রিকার প্রথম বর্ষ দ্বিতিয় সঙখ্যায় (জানুয়ারি – মার্চ ২০০২) প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী ” বাংলা বানানে অন্যায় হস্তক্ষেপ ” প্রবন্ধে আরও বলতে চেয়েছেন যে, ইঙরেজি ভাষায় কোন আধুনিকায়ন বা প্রমিতকরন কখনো হয়নি । তারা এটা পছন্দ করেনা । কিনতু বাঙলা ভাষা’তো অন্য কোন ভাষার পদাঙ্ক অনুসরন করেনা ।  www.  hellojanata.com অন্য কোন ভাষা যদি তার অজস্র অসঙ্গতি যুগ যুগ ধরে পুষে রাখে, তাই বলে কি বাঙলাকেও পুষে রাখতে হবে ? সে কি কখনো আধুনিক হবেনা ? বাঙলা ভাষার আধুনিকায়নের ক্ষেত্রে সুধু দৃষ্টিভঙ্গি আর মানসিকতা পরিবর্তন করাই যথেষ্ট । ব্যাকরন আর ধ্বনিতত্বের কঠিন আবর্তে থেকে আধুনিকায়ন সম্ভব নয় । এজন্য চাই ইচ্ছেসক্তি বা বিপ্লব । এই বিপ্লব না ঘটালে বাঙলা ভাষায় শুদ্ধ আর অশুদ্ধ পাসাপাসি চলতেই থাকবে অনন্ত কাল । বানান নিয়ে বিভ্রান্তির শেষ হবে না কোনদিন । অথবা প্রতিটি বাঙলা ভাষাভাষিকে ভাষায় পন্ডিত হতে হবে । আর তাই কি কখনো সম্ভব ? প্রয়োজনে অভিধান বা ব্যাকরন পরিবর্