পোস্টগুলি

দেওয়ান মাবুদ আহমেদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Nature:আজ ধানেরক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা-দেওয়ান মাবুদ আহমেদ ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  --  Nature:আজ ধানেরক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা- দেওয়ান মাবুদ আহমেদ । মাটির সোঁদা গন্ধ আর নতুন ধানের মৌ মৌ গন্ধে শহুরে আমি উপর থেকে চারপাশে আনন্দের আবহ দেখছি। এখনো বিলের ধানক্ষেত গুলোয় কিছু ধান কাটা বাকি রয়ে গেছে। বিশাল বিল হিসাবে ধানকাটার শ্রমিকের কিছুটা অভাব তো আছেই । একজনের পর আরেকজনের জমির ধান কাটা হচ্ছে। এখানে দৈনিক ৮০০ টাকা ও একবেলা খাবারের বিনিময়ে শ্রমিকরা পালাক্রমে কৃষকদের ধান কেটে দিচ্ছে। দু’চারজনের সাথে আলাপে শুনলাম, জমির অর্ধেক ধান শ্রমিকরা নিয়ে নিবেন । এমন চুক্তিতে কোথাও কোথাও ধান কাটা হচ্ছে। দিঘলী ও গুটার বিল একফসলী এলাকা। গতবছর এখানে বিঘাপ্রতি ২৫-২৮ মন ধান হয়েছিলো। এবার হয়েছে ২০-২২ মন। শেষদিকে এসে ঝড়-বৃষ্টির ঝাপটা, পোকার আক্রমন , চিটা ধরা, একটু নিচু জমির ধান বৃষ্টির ঝাপটায় হেলে পড়ে পানিতে ডুবে থাকার কারণে পঁচে যাওয়া সহ বিভিন্ন কারণে এবার কৃষকরা আশানুরুপ ফলন ঘরে তুলতে পারেননি। তবে ভাগ্য ভালো, এখনো বন্যার পানি ঢোকা শুরু হয়নি। সার, বীজ, কীটনাশকের খরচ; সেচের পানির খরচ, ধান কাটার শ্রমিকের খরচ, ট্রাক্টরে করে ধান নিরাপদ জায়গায় আনাসহ

‘১৫ই ডিসেম্বর ১৯৭১, ব্ল্যাকআউটের ঘুটঘুটে আঁধার রাত’।। দেওয়ান মাবুদ আহমেদ ।।

ছবি
  ## A hellojanata.com Presentation.  ‘১৫ই ডিসেম্বর ১৯৭১, ব্ল্যাকআউটের ঘুটঘুটে আঁধার রাত’-  দেওয়ান মাবুদ আহমেদ ।। ১৫ই ডিসেম্বর ১৯৭১, ব্ল্যাকআউটের ঘুটঘুটে আঁধার রাত। সাড়ে এগারো কি প্রায় বারোটা, পুরো ঘর অন্ধকার, আলো বের হয় কি হয়না টিমটিম করে জীবনটাকে কোনোমতে বাঁচিয়ে রেখেছে একটি হারিকেন। কোনোরকমে ছায়া-কায়ার আভাসে প্রতিদিনের মতো অল্প আওয়াজের মধ্যমণি ট্রানজিস্টার ঘিরে চারমাথা এক করে বড়ভাই, তুষার’দা, আরো দু’জন স্বাধীন বাংলা বেতার শুনছিলেন। www.  hellojanata.com হঠাৎ তাদের কেউ একজন “জয় বাংলা” বলে চিৎকার করতেই অপর একজন তৎক্ষণাৎ মুখ চেপে থামিয়ে দিলো। শুরু হলো ফিসফাস “স্যারেন্ডার করতে রাজী হয়েছে”। ফিসফাসের আওয়াজ একটু বাড়তেই ‘কোন দিক থেকে কোন বিপদ আসে’ আতংকে আম্মা ছুটে এসে সবাইকে থামিয়ে দিলেন। সেদিন সেসময় কেন জানি জেগে ছিলাম। বড়দের ফিসফাসের উত্তেজনা সংক্রমিত হয়েছে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছোট্ট এই প্রাণেও। আম্মা জোর করে নিয়ে শুইয়ে দিলেও ভোরসকালে উঠার একটা তাগিদ সুপ্তমনে রয়ে গেলো। ভোরেই উঠলাম। ততক্ষনে আকাশ আলোয় উদ্ভাসিত হতে শুরু করে দিয়েছে। বড়ভাইরা সারারাত ঘুমিয়েছিলেন কিনা জানিনা। তবে তাদের মধ্যে আনন